ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

ভারতীয় গরু-মহিষ-ফেনসিডিল ও মদ উদ্ধার

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৩৯:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০১৯
  • / ২০০ বার পড়া হয়েছে

দামুড়হুদার বিভিন্ন গ্রামে বিজিবির চোরাচালানবিরোধী অভিযান
সমীকরণ প্রতিবেদন:
দামুড়হুদা উপজেলায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ভারতীয় গরু, মহিষ, ফেনসিডিল ও মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উপজেলার বিভিন্ন গ্রামে পৃথক অভিযান চালিয়ে এসব চোরাচালান উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মো. ইমাম হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গতকাল রোববার দিনগত রাত আনুমানিক তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. একরাম হোসেন ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার চাকুলিয়া সীমান্তের মেইন পিলার ৮৭ হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাকুলিয়া মাঠ থেকে দুটি ভারতীয় মহিষ উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা। উদ্ধার হওয়া মহিষ দর্শনা কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চাকুলিয়া গ্রামের তাহের আলীর ছেলে আব্দুল গনি (২৮), আব্দুল হাকিমের ছেলে আলাল উদ্দিন (৩৫), হোসেন আলীর ছেলে স¤্রাট শেখ (২৫) ও ঠাকুরপুর গ্রামের লোকমান হোসেনের ছেলে বকুল মিয়াকে (২২) পলাতক আসামি করে মামলা করেছেন হাবিলদার মো. একরাম হোসেন।
এদিকে, গত রোববার রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) ফুলবাড়ী বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো. মনির হোসেন ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত বড়বলদিয়া গ্রামের মাঠ থেকে ২ কেজি ভারতীয় গাঁজা, ৩৩ বোতল ফেনসিডিল ও ১ বোতল মদ উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ২১ হাজার ৭০০ টাকা।
একই দিন রাত আনুমানিক সাড়ে সাতটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার সুবেদার মো. আব্দুল বারেক ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার ঠাকুরপুর সীমান্তের মেইন পিলার ৯১ হতে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঠাকুরপুর মাঠ থেকে একটি ভারতীয় গরু উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার টাকা। উদ্ধার হওয়া গরু দর্শনা কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

ভারতীয় গরু-মহিষ-ফেনসিডিল ও মদ উদ্ধার

আপলোড টাইম : ০৯:৩৯:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০১৯

দামুড়হুদার বিভিন্ন গ্রামে বিজিবির চোরাচালানবিরোধী অভিযান
সমীকরণ প্রতিবেদন:
দামুড়হুদা উপজেলায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ভারতীয় গরু, মহিষ, ফেনসিডিল ও মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উপজেলার বিভিন্ন গ্রামে পৃথক অভিযান চালিয়ে এসব চোরাচালান উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মো. ইমাম হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গতকাল রোববার দিনগত রাত আনুমানিক তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. একরাম হোসেন ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার চাকুলিয়া সীমান্তের মেইন পিলার ৮৭ হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাকুলিয়া মাঠ থেকে দুটি ভারতীয় মহিষ উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা। উদ্ধার হওয়া মহিষ দর্শনা কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চাকুলিয়া গ্রামের তাহের আলীর ছেলে আব্দুল গনি (২৮), আব্দুল হাকিমের ছেলে আলাল উদ্দিন (৩৫), হোসেন আলীর ছেলে স¤্রাট শেখ (২৫) ও ঠাকুরপুর গ্রামের লোকমান হোসেনের ছেলে বকুল মিয়াকে (২২) পলাতক আসামি করে মামলা করেছেন হাবিলদার মো. একরাম হোসেন।
এদিকে, গত রোববার রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) ফুলবাড়ী বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো. মনির হোসেন ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত বড়বলদিয়া গ্রামের মাঠ থেকে ২ কেজি ভারতীয় গাঁজা, ৩৩ বোতল ফেনসিডিল ও ১ বোতল মদ উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ২১ হাজার ৭০০ টাকা।
একই দিন রাত আনুমানিক সাড়ে সাতটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার সুবেদার মো. আব্দুল বারেক ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার ঠাকুরপুর সীমান্তের মেইন পিলার ৯১ হতে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঠাকুরপুর মাঠ থেকে একটি ভারতীয় গরু উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার টাকা। উদ্ধার হওয়া গরু দর্শনা কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।