ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

ভাইকে মারপিট : টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৩৭:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০১৮
  • / ৩২৫ বার পড়া হয়েছে

আলমডাঙ্গার জাহাপুরে জমি নিয়ে বিরোধে চাচাতো
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা আলমডাঙা উপজেলার নাগদাহ ইউনিয়নের জাহাপুরে জমিজমা নিয়ে চাচাতো ভাইয়ের হাতে জখম হয়েছেন আব্দুস ছাত্তার (৩৫)। এ সময় তার কাছে থাকা নগদ টাকাও ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠে। গতকাল সোমবার বিকাল ৫টার দিকে জাহাপুর ব্রিজমোড়ে এ ঘটনা ঘটে। আহত আব্দুস ছাত্তার নাগদহ ইউনিয়নের জাহাপুর গ্রামের পশ্চিমপাড়ার মৃত নূর বক্সের ছেলে। জানা গেছে, আব্দুর ছাত্তার ও তার চাচাতো ভাই জামাত আলীর সাথে দীর্ঘদিন যাবত জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। প্রায় মাঝে মধ্যেই মারামারির মত ঘটনা ঘটে।

এই সুত্রের জেরে গতকাল জাহাপুর ব্রিজমোড়ে জামাত আলীসহ কয়েকজন আব্দুস ছাত্তারকে বাটাম দিয়ে বেধড়ক পিটিয়ে ফেলে পালিয়ে যায়। এতে তার ৪টা দাত ভেঙে গুড়িয়ে যায় এবং গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা আব্দুস ছাত্তারকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। আহত আব্দুস ছাত্তার ও পরিবারের সদস্যরা এই প্রতিবেদককে বলেন, আমি বাড়ি থেকে পাচ লক্ষ টাকা নিয়ে সাইকেলযোগে চুয়াডাঙ্গার একটি দোকানে টাকাগুলো দিতে যাচ্ছিলাম। পথিমধ্যে জাহাপুর ব্রীজমোড়ে পৌছালে ভেদামারী গ্রামের বদর উদ্দিনের ছেলে আব্দুস ছাত্তারসহ অজ্ঞাত কয়েকজন আমাকে বাটাম দিয়ে মারধর করে কাছে থাকা নগদ ৫ লক্ষ টাকা ছিনিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। এ বিষয়ে নাগদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দারুস সালাম ও জাহাপুর চিলাভালকি গ্রামের ইউপি সদস্য লিটন বলেন, আমরা শুনেছি জমিজমা সংক্রান্ত বিষয়ে আব্দুস ছাত্তারকে তার চাচাতো ভাই মারধর করেছে। তবে টাকা ছিনিয়ে নেওয়ার বিষয়টি আমরা শুনি নাই। তবে ৫ লক্ষ টাকার ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটলে এলাকায় চাঞ্চল্যকর পরিবেশে পরিণত হয়ে যেত।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

ভাইকে মারপিট : টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ

আপলোড টাইম : ১০:৩৭:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০১৮

আলমডাঙ্গার জাহাপুরে জমি নিয়ে বিরোধে চাচাতো
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা আলমডাঙা উপজেলার নাগদাহ ইউনিয়নের জাহাপুরে জমিজমা নিয়ে চাচাতো ভাইয়ের হাতে জখম হয়েছেন আব্দুস ছাত্তার (৩৫)। এ সময় তার কাছে থাকা নগদ টাকাও ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠে। গতকাল সোমবার বিকাল ৫টার দিকে জাহাপুর ব্রিজমোড়ে এ ঘটনা ঘটে। আহত আব্দুস ছাত্তার নাগদহ ইউনিয়নের জাহাপুর গ্রামের পশ্চিমপাড়ার মৃত নূর বক্সের ছেলে। জানা গেছে, আব্দুর ছাত্তার ও তার চাচাতো ভাই জামাত আলীর সাথে দীর্ঘদিন যাবত জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। প্রায় মাঝে মধ্যেই মারামারির মত ঘটনা ঘটে।

এই সুত্রের জেরে গতকাল জাহাপুর ব্রিজমোড়ে জামাত আলীসহ কয়েকজন আব্দুস ছাত্তারকে বাটাম দিয়ে বেধড়ক পিটিয়ে ফেলে পালিয়ে যায়। এতে তার ৪টা দাত ভেঙে গুড়িয়ে যায় এবং গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা আব্দুস ছাত্তারকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। আহত আব্দুস ছাত্তার ও পরিবারের সদস্যরা এই প্রতিবেদককে বলেন, আমি বাড়ি থেকে পাচ লক্ষ টাকা নিয়ে সাইকেলযোগে চুয়াডাঙ্গার একটি দোকানে টাকাগুলো দিতে যাচ্ছিলাম। পথিমধ্যে জাহাপুর ব্রীজমোড়ে পৌছালে ভেদামারী গ্রামের বদর উদ্দিনের ছেলে আব্দুস ছাত্তারসহ অজ্ঞাত কয়েকজন আমাকে বাটাম দিয়ে মারধর করে কাছে থাকা নগদ ৫ লক্ষ টাকা ছিনিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। এ বিষয়ে নাগদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দারুস সালাম ও জাহাপুর চিলাভালকি গ্রামের ইউপি সদস্য লিটন বলেন, আমরা শুনেছি জমিজমা সংক্রান্ত বিষয়ে আব্দুস ছাত্তারকে তার চাচাতো ভাই মারধর করেছে। তবে টাকা ছিনিয়ে নেওয়ার বিষয়টি আমরা শুনি নাই। তবে ৫ লক্ষ টাকার ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটলে এলাকায় চাঞ্চল্যকর পরিবেশে পরিণত হয়ে যেত।