ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

ব্রিটিশ প্রধানমন্ত্রীর ভারত সফর বাতিল

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৫২:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১
  • / ৫৭ বার পড়া হয়েছে

বিশ্ব ডেস্ক:
ভারত সফর বাতিল করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। আগামী ২৫ এপ্রিল তার এই সফরের কথা ছিল। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, সোমবার ব্রিটিশ প্রধানমন্ত্রী জনসন বলেন, ‘ভারতে কোভিড-১৯ সংক্রমণ বাড়ার কারণে তার এই সফর বাতিল করাটাই বুদ্ধিমানের কাজ।’ জনসন সাংবাদিকদের বলেন, ‘নরেন্দ্র মোদি (ভারতের প্রধানমন্ত্রী) এবং আমি মূলত এই সিদ্ধান্তে পৌঁছেছি যে, অত্যন্ত দুঃখের বিষয়, আমি এই সফর নিয়ে এগিয়ে যেতে পারব না।’ ভারতে এখন করোনার দ্বিতীয় ঢেউ চলছে। অবস্থা ভয়াবহ। দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ৫০ লাখ ছাড়িয়ে গেছে। সংক্রমণের দিক থেকে যুক্তরাষ্ট্রের পরেই দ্বিতীয় স্থানে ভারত। এমন পরিস্থিতিতে সোমবার রাত থেকে দিল্লিতে লকডাউন শুরু হওয়ার কথা। ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১ কোটি ৫০ লাখ ৬১ হাজার ৯১৯ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৭৮ হাজার ৭৯৩ জন। মোট সুস্থ হয়েছেন ১ কোটি ২৯ লাখ ৫৩ হাজার ৮২১ জন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

ব্রিটিশ প্রধানমন্ত্রীর ভারত সফর বাতিল

আপলোড টাইম : ০৯:৫২:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১

বিশ্ব ডেস্ক:
ভারত সফর বাতিল করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। আগামী ২৫ এপ্রিল তার এই সফরের কথা ছিল। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, সোমবার ব্রিটিশ প্রধানমন্ত্রী জনসন বলেন, ‘ভারতে কোভিড-১৯ সংক্রমণ বাড়ার কারণে তার এই সফর বাতিল করাটাই বুদ্ধিমানের কাজ।’ জনসন সাংবাদিকদের বলেন, ‘নরেন্দ্র মোদি (ভারতের প্রধানমন্ত্রী) এবং আমি মূলত এই সিদ্ধান্তে পৌঁছেছি যে, অত্যন্ত দুঃখের বিষয়, আমি এই সফর নিয়ে এগিয়ে যেতে পারব না।’ ভারতে এখন করোনার দ্বিতীয় ঢেউ চলছে। অবস্থা ভয়াবহ। দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ৫০ লাখ ছাড়িয়ে গেছে। সংক্রমণের দিক থেকে যুক্তরাষ্ট্রের পরেই দ্বিতীয় স্থানে ভারত। এমন পরিস্থিতিতে সোমবার রাত থেকে দিল্লিতে লকডাউন শুরু হওয়ার কথা। ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১ কোটি ৫০ লাখ ৬১ হাজার ৯১৯ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৭৮ হাজার ৭৯৩ জন। মোট সুস্থ হয়েছেন ১ কোটি ২৯ লাখ ৫৩ হাজার ৮২১ জন।