ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

ব্রাজিলকে বার্তা দিলো আর্জেন্টিনা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:১৭:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৩ অক্টোবর ২০১৮
  • / ৩৯৫ বার পড়া হয়েছে

খেলাধুলা ডেস্ক: চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের মুখোমুখি হওয়ার আগে উড়ন্ত জয় পেলো আর্জেন্টিনা। এশিয়ার দল ইরাককে প্রীতি ম্যাচে উড়িয়ে দিয়েছে কোচ লিওনেল স্কালোনির দল। বৃহস্পতিবার সৌদি আরবে ৪-০ গোলে জেতে দু’বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আগামী মঙ্গলবার জেদ্দায় হবে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ (রাত পৌনে ১২টায়)। ওই ম্যাচে সেলেসাওদের বিপক্ষেও থাকছেন না লিওনেল মেসি। অ্যাঙ্গেল ডি মারিয়া, সার্জিও আগুয়েরো, গঞ্জালো হিগুয়েন, এভার বানেগারাও রয়েছেন দলের বাইরে। রাশিয়া বিশ্বকাপে ব্যর্থতার পর আর জাতীয় দলের জার্সি গায়ে তোলেননি মেসি। বৃহস্পতিবার ইরাকের বিপক্ষে প্রথমার্ধে দলকে এগিয়ে নেন লাউতারো মার্টিনেজ। দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করেন রবার্তো পেরেরা। শেষের দিকে গোল পান হের্মান পেজেইয়া ও ফ্রাঙ্কো সেরভি। গত মাসে নিজেদের সবশেষ প্রীতি ম্যাচে কলম্বিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করেছিল আর্জেন্টিনা। এর আগের ম্যাচে গুয়াতেমালাকে ৩-০ গোলে হারায় তারা। রিয়াদের প্রিন্স ফয়সাল বিন ফাহাদ স্টেডিয়ামে বৃহস্পতিবার শুরু থেকেই ইরাককে চেপে ধরে আর্জেন্টিনা। ম্যাচের ১৮তম মিনিটে আর্জেন্টিনাকে এগিয়ে নেন মার্টিনেজ। মার্কোস আকুনার ক্রসে ইন্টার মিলান ফরোয়ার্ডের দারুণ হেড খুঁজে নেয় ঠিকানা। ২৯তম মিনিটে ফ্যাব্রিসিও বুস্তোসের ক্রসে সুযোগ আসে দিবালার সামনে। কিন্তু বল ঠিকমতো নিয়ন্ত্রণে নিতে পারেননি জুভেন্টাস ফরোয়ার্ড। খানিক পর আরেকটি ক্রসে সুযোগ হাতছাড়া করেন দিবালা। ৩৪তম মিনিটে রদ্রিগো ডি পলের শট কোনোমতে কর্নারের বিনিময়ে রক্ষা করেন ইরাকের গোলরক্ষক। দ্বিতীয়ার্ধের শুরুতে সুযোগ আসে দিবালার সামনে। এডুয়ার্দো সালভির সঙ্গে বল দেয়া-নেয়া করে দিবালাকে বাড়ান মার্টিনেজ। জুভেন্টাস ফরোয়ার্ডের শট একটুর জন্য লক্ষ্যে থাকেনি। ৫৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রবার্তো পেরেরা। দিবালার কাছ থেকে বল পেয়ে জাল খুঁজে নেন এই মিডফিল্ডার। ৮২তম মিনিটে কর্নার থেকে এডুয়ার্ডেুা সালভিওর হেডে বল পেয়ে যান পেজেইয়া। ফিওরেন্তিনার এই ডিফেন্ডারের হেড জড়ায় জালে। যোগ করা সময়ের প্রথম মিনিটে ব্যবধান আরো বাড়ান ফ্রাঙ্কো সেরভি। ওয়াল্টার কানেমানের কাছ থেকে বল পেয়ে বাঁ পায়ের শটে জাল খুঁজে নেন বেনফিকার এই মিডফিল্ডার।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

ব্রাজিলকে বার্তা দিলো আর্জেন্টিনা

আপলোড টাইম : ০৯:১৭:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৩ অক্টোবর ২০১৮

খেলাধুলা ডেস্ক: চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের মুখোমুখি হওয়ার আগে উড়ন্ত জয় পেলো আর্জেন্টিনা। এশিয়ার দল ইরাককে প্রীতি ম্যাচে উড়িয়ে দিয়েছে কোচ লিওনেল স্কালোনির দল। বৃহস্পতিবার সৌদি আরবে ৪-০ গোলে জেতে দু’বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আগামী মঙ্গলবার জেদ্দায় হবে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ (রাত পৌনে ১২টায়)। ওই ম্যাচে সেলেসাওদের বিপক্ষেও থাকছেন না লিওনেল মেসি। অ্যাঙ্গেল ডি মারিয়া, সার্জিও আগুয়েরো, গঞ্জালো হিগুয়েন, এভার বানেগারাও রয়েছেন দলের বাইরে। রাশিয়া বিশ্বকাপে ব্যর্থতার পর আর জাতীয় দলের জার্সি গায়ে তোলেননি মেসি। বৃহস্পতিবার ইরাকের বিপক্ষে প্রথমার্ধে দলকে এগিয়ে নেন লাউতারো মার্টিনেজ। দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করেন রবার্তো পেরেরা। শেষের দিকে গোল পান হের্মান পেজেইয়া ও ফ্রাঙ্কো সেরভি। গত মাসে নিজেদের সবশেষ প্রীতি ম্যাচে কলম্বিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করেছিল আর্জেন্টিনা। এর আগের ম্যাচে গুয়াতেমালাকে ৩-০ গোলে হারায় তারা। রিয়াদের প্রিন্স ফয়সাল বিন ফাহাদ স্টেডিয়ামে বৃহস্পতিবার শুরু থেকেই ইরাককে চেপে ধরে আর্জেন্টিনা। ম্যাচের ১৮তম মিনিটে আর্জেন্টিনাকে এগিয়ে নেন মার্টিনেজ। মার্কোস আকুনার ক্রসে ইন্টার মিলান ফরোয়ার্ডের দারুণ হেড খুঁজে নেয় ঠিকানা। ২৯তম মিনিটে ফ্যাব্রিসিও বুস্তোসের ক্রসে সুযোগ আসে দিবালার সামনে। কিন্তু বল ঠিকমতো নিয়ন্ত্রণে নিতে পারেননি জুভেন্টাস ফরোয়ার্ড। খানিক পর আরেকটি ক্রসে সুযোগ হাতছাড়া করেন দিবালা। ৩৪তম মিনিটে রদ্রিগো ডি পলের শট কোনোমতে কর্নারের বিনিময়ে রক্ষা করেন ইরাকের গোলরক্ষক। দ্বিতীয়ার্ধের শুরুতে সুযোগ আসে দিবালার সামনে। এডুয়ার্দো সালভির সঙ্গে বল দেয়া-নেয়া করে দিবালাকে বাড়ান মার্টিনেজ। জুভেন্টাস ফরোয়ার্ডের শট একটুর জন্য লক্ষ্যে থাকেনি। ৫৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রবার্তো পেরেরা। দিবালার কাছ থেকে বল পেয়ে জাল খুঁজে নেন এই মিডফিল্ডার। ৮২তম মিনিটে কর্নার থেকে এডুয়ার্ডেুা সালভিওর হেডে বল পেয়ে যান পেজেইয়া। ফিওরেন্তিনার এই ডিফেন্ডারের হেড জড়ায় জালে। যোগ করা সময়ের প্রথম মিনিটে ব্যবধান আরো বাড়ান ফ্রাঙ্কো সেরভি। ওয়াল্টার কানেমানের কাছ থেকে বল পেয়ে বাঁ পায়ের শটে জাল খুঁজে নেন বেনফিকার এই মিডফিল্ডার।