ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

ব্যবসায়ীর হারিয়ে যাওয়া ১০ লাখ টাকা উদ্ধার করল পুলিশ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৫৬:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জুলাই ২০২১
  • / ৩৬ বার পড়া হয়েছে

প্রতিবেদক, কালীগঞ্জ:
ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশের অভিযানে ছাগল ব্যবসায়ীর হারিয়ে যাওয়া ১০ লাখ ১০ হাজার টাকা উদ্ধার হয়েছে। গতক বুধবার রাত সাড়ে ৮টার দিকে থানার এসআই জাকারিয়া হোসেন ও এসআই তরিকুল ইসলামের নেতৃত্বে এ টাকাগুলো উদ্ধার করা হয়। পুলিশ জানতে পেরে দ্রুত অভিযান চালিয়ে উপজেলার তালেশ^র গ্রামের ইমরান নামে এক ভ্যানচালকের নিকট থেকে টাকাগুলো উদ্ধার করে ওই রাতেই হস্তান্তর করে। গত মঙ্গলবার সকালে শহরের আড়পাড়া নতুন বাজার এলাকায় একটি ভ্যানের ওপর ভুল করে টাকা ফেলে গিয়েছিলেন ওই ব্যবসায়ী।
ভুক্তভোগী ছাগল ব্যবসায়ী পৌরসভাধীন শিবনগর গ্রামের আমির হোসেন জানান, গত মঙ্গলবার সকাল ৮টার দিকে বারবাজার হাটে ছাগল কেনার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন তিনি। এরপর তাঁর টাকার ব্যাগটি নিয়ে একটি ভ্যানযোগে শহরের আড়পাড়া নতুন বাজারে আসেন। কিন্তু ভ্যান থেকে নেমে ভুলক্রমে টাকার ব্যাগটি ভ্যানের ওপরেই রেখে স্থান ত্যাগ করেন। কিছুক্ষণ পরে টাকার ব্যাগের কথা মনে পড়ে তাঁর। এরপর তিনি টাকার চিন্তায় বেহুশ হয়ে পড়লে লোকজন বিষয়টি থানা পুলিশকে অবহিত করেন। পরে ভ্যানটির সন্ধান মিললে পুলিশের তড়িৎ অভিযান শুরু হয়। তাদের অক্লান্ত পরিশ্রমে ভ্যানচালকের সন্ধ্যান মিললে টাকাগুলো উদ্ধার করে রাতেই টাকার মালিকের কাছে হস্তান্তর করা হয়।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহা. মাহফুজুর রহমান মিয়া জানান, ছাগল ব্যবসায়ীর হারিয়ে যাওয়া টাকার ব্যাগটি রাখা ভ্যানের সন্ধ্যানে ব্যাপক তৎপরতা শুরু করে পুলিশ। তারা ঘটনাস্থলের একটি সিসিটিভি ক্যামেরা থেকে ভ্যানচালকের ছবি সংগ্রহ করে অভিযানে নামে এবং ওই ভ্যানচালকের নিকট থেকেই হারিয়ে যাওয়া টাকা উদ্ধার করে ভুক্তভোগী ব্যবসায়ীবেক ফেরত দেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

ব্যবসায়ীর হারিয়ে যাওয়া ১০ লাখ টাকা উদ্ধার করল পুলিশ

আপলোড টাইম : ১০:৫৬:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জুলাই ২০২১

প্রতিবেদক, কালীগঞ্জ:
ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশের অভিযানে ছাগল ব্যবসায়ীর হারিয়ে যাওয়া ১০ লাখ ১০ হাজার টাকা উদ্ধার হয়েছে। গতক বুধবার রাত সাড়ে ৮টার দিকে থানার এসআই জাকারিয়া হোসেন ও এসআই তরিকুল ইসলামের নেতৃত্বে এ টাকাগুলো উদ্ধার করা হয়। পুলিশ জানতে পেরে দ্রুত অভিযান চালিয়ে উপজেলার তালেশ^র গ্রামের ইমরান নামে এক ভ্যানচালকের নিকট থেকে টাকাগুলো উদ্ধার করে ওই রাতেই হস্তান্তর করে। গত মঙ্গলবার সকালে শহরের আড়পাড়া নতুন বাজার এলাকায় একটি ভ্যানের ওপর ভুল করে টাকা ফেলে গিয়েছিলেন ওই ব্যবসায়ী।
ভুক্তভোগী ছাগল ব্যবসায়ী পৌরসভাধীন শিবনগর গ্রামের আমির হোসেন জানান, গত মঙ্গলবার সকাল ৮টার দিকে বারবাজার হাটে ছাগল কেনার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন তিনি। এরপর তাঁর টাকার ব্যাগটি নিয়ে একটি ভ্যানযোগে শহরের আড়পাড়া নতুন বাজারে আসেন। কিন্তু ভ্যান থেকে নেমে ভুলক্রমে টাকার ব্যাগটি ভ্যানের ওপরেই রেখে স্থান ত্যাগ করেন। কিছুক্ষণ পরে টাকার ব্যাগের কথা মনে পড়ে তাঁর। এরপর তিনি টাকার চিন্তায় বেহুশ হয়ে পড়লে লোকজন বিষয়টি থানা পুলিশকে অবহিত করেন। পরে ভ্যানটির সন্ধান মিললে পুলিশের তড়িৎ অভিযান শুরু হয়। তাদের অক্লান্ত পরিশ্রমে ভ্যানচালকের সন্ধ্যান মিললে টাকাগুলো উদ্ধার করে রাতেই টাকার মালিকের কাছে হস্তান্তর করা হয়।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহা. মাহফুজুর রহমান মিয়া জানান, ছাগল ব্যবসায়ীর হারিয়ে যাওয়া টাকার ব্যাগটি রাখা ভ্যানের সন্ধ্যানে ব্যাপক তৎপরতা শুরু করে পুলিশ। তারা ঘটনাস্থলের একটি সিসিটিভি ক্যামেরা থেকে ভ্যানচালকের ছবি সংগ্রহ করে অভিযানে নামে এবং ওই ভ্যানচালকের নিকট থেকেই হারিয়ে যাওয়া টাকা উদ্ধার করে ভুক্তভোগী ব্যবসায়ীবেক ফেরত দেন।