ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

বোর্ডের সমালোচনা করায় লংকান তারকার শাস্তি

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৪১:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১
  • / ৪২ বার পড়া হয়েছে

খেলাধুলা প্রতিবেদন:
জাতীয় দলে সুযোগ না পেয়ে মিডিয়ার সামনে হতাশা প্রকাশ করায় শাস্তি হলো শ্রীলংকান ক্রিকেটার ভানুকা রাজাপাকশের। তাকে পাঁচ হাজার ডলার জরিমানা করার পাশাপাশি এক বছরের স্থগিত নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। শ্রীলংকা ক্রিকেট বোর্ড (এসএলসি) সোমবার এক বিবৃতিতে জানায়, তদন্তে ভানুকার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অন্যান্য সংবাদ মাধ্যমে বোর্ডের চুক্তি অমান্য করে সাক্ষাৎকার দেওয়ার প্রমাণ মিলেছে। নিষেধাজ্ঞার শাস্তি দুই বছরের জন্য স্থগিত থাকবে। আগামী দুই বছরের মধ্যে আবার চুক্তির কোনো ধারা ভাঙলে এই শাস্তি কার্যকর হবে। ভানুকা রাজাপাকশে ২০১৯ সালের অক্টোবরে জাতীয় দলে অভিষেকের পর থেকে পরের বছর জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত শ্রীলঙ্কার হয়ে মোট সাতটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ২৯ বছর বয়সী ভানুকা সংবাদ মাধ্যমে জানান ইংল্যান্ডে চলতি সফরে তার যাওয়ার কথা ছিল। কোচ মিকি আর্থারও তার সফরে যাওয়ার ব্যাপারে ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু নির্বাচকরা তাকে দলে রাখেননি।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

বোর্ডের সমালোচনা করায় লংকান তারকার শাস্তি

আপলোড টাইম : ০৯:৪১:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১

খেলাধুলা প্রতিবেদন:
জাতীয় দলে সুযোগ না পেয়ে মিডিয়ার সামনে হতাশা প্রকাশ করায় শাস্তি হলো শ্রীলংকান ক্রিকেটার ভানুকা রাজাপাকশের। তাকে পাঁচ হাজার ডলার জরিমানা করার পাশাপাশি এক বছরের স্থগিত নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। শ্রীলংকা ক্রিকেট বোর্ড (এসএলসি) সোমবার এক বিবৃতিতে জানায়, তদন্তে ভানুকার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অন্যান্য সংবাদ মাধ্যমে বোর্ডের চুক্তি অমান্য করে সাক্ষাৎকার দেওয়ার প্রমাণ মিলেছে। নিষেধাজ্ঞার শাস্তি দুই বছরের জন্য স্থগিত থাকবে। আগামী দুই বছরের মধ্যে আবার চুক্তির কোনো ধারা ভাঙলে এই শাস্তি কার্যকর হবে। ভানুকা রাজাপাকশে ২০১৯ সালের অক্টোবরে জাতীয় দলে অভিষেকের পর থেকে পরের বছর জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত শ্রীলঙ্কার হয়ে মোট সাতটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ২৯ বছর বয়সী ভানুকা সংবাদ মাধ্যমে জানান ইংল্যান্ডে চলতি সফরে তার যাওয়ার কথা ছিল। কোচ মিকি আর্থারও তার সফরে যাওয়ার ব্যাপারে ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু নির্বাচকরা তাকে দলে রাখেননি।