ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

বেল জাদুতে হ্যাটট্রিক শিরোপা জিতলো রিয়াল

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৫:২৩:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২৭ মে ২০১৮
  • / ৩৯২ বার পড়া হয়েছে

খেলাধুলা ডেস্ক: এক গ্যারেথ বেলই তছনছ করে দিলেন লিভারপুলের রক্ষণ দেওয়াল। তারই জোড়া গোলে অলরেডদের ৩-১ গোলে হারিয়ে টানা তিন মৌসুম উয়েফা চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতলো রিয়াল মাদ্রিদ। এটি স্প্যানিশ ক্লাবটির ১৩তম চ্যাম্পিয়নস লিগ শিরোপা। এর ফলে ব্যক্তিগত শিরোপার আধিক্যে এগিয়ে গেলেন ক্রিশ্চিয়ানো রোনালদোও। ক্যারিয়ারের পঞ্চম চ্যাম্পিয়ন লিগ জিতলেন এই পর্তুগিজ উইঙ্গার। এর আগে ২০০০৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে জেতার পর ২০১৪, ২০১৬ ও ২০১৭ সালে রিয়ালের হয়ে আরও তিনটি ‘ইউরোপ সেরা’র শিরোপা জিতেছেন তিনি। শনিবার (২৬মে) কিয়েভে প্রথমার্ধের শুরু থেকে ঘরের মাঠের মতোই দাপুটে খেলা উপহার দিতে থাকে লিভারপুল। মুহুর্মুহু আক্রমণে কাঁপিয়ে তোলে রামোসদের রক্ষণ। কিন্তু ফাটল ধরাতে পারছিলো না। ২৪ মিনিটে জেমস মিলনারের এগিয়ে দেওয়া বল ফিরমিনহো শট নিলে তা ডিফেন্ডারের গায়ে লেগে ফিরে যায়। ফিরে আসা বলটি আলেক্সান্ডার আর্নল্ড মাটি কামড়ানো শটে জালে পাঠাতে চাইলে তা ঝাঁপিয়ে পড়ে বাহুবন্দি করেন কেইলর নাভাস। তার আগে ১৪ মিনিটে সুযোগ এসেছিলো রিয়াল শিবিরেও। টনি ক্রুসের বাড়ানো বল থেকে গোলবারের ডান দিক দিয়ে গিয়ে জোরালো শট নিয়েছিলেন রোনালদো। কিন্তু বলটি গোলবারে কিছুটা উপর দিয়ে বল চলে গেলে এই যাত্রায় বেঁচে যায় জার্গেন ক্লপের শিষ্যরা। ২৬ মিনিটে রিয়াল শিবিরে নেমে আসে স্থবিরতা। রিয়াল ও লিভারপুলের স্কোর লাইন তখন ০-০। মাঝমাঠ থেকে বল নিয়ে রিয়াল গোলবারের দিকে ছুটছিলেন মিশরীয় তারকা মোহাম্মদ সালাহ। সে বল কেড়ে নিতে সার্জিও রামোস তার ডান হাত ধরে একই সমান্তরালে ছুটলে এক সময় ভারসাম্য হারিয়ে পড়ে যান সালাহ। পড়ে গিয়ে বেশ কিছুক্ষণ কাতরানোর পর ফিজিও এসে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে মাঠের বাইরে নিয়ে যান। বুঝতে পারেন, তার বহুদিনের লালিত স্বপ্নের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে আর খেলা হচ্ছে না। রোনালদো এগিয়ে এসে সান্ত¡না দিলেও অশ্রু লুকোতে পারছিলেন না। কাঁদছিলো যেন রিয়াল শিবিরও। ১০ মিনিট যেতে না যেতেই হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়ে মাঠ থেকে বেরিয়ে যান রিয়ালের রাইটব্যাক দানি কারভাহাল। প্রথমার্ধের একেবারে শেষে এগিয়ে যাওয়ার আরেকটি সুযোগ পেয়েছিল রিয়াল।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

বেল জাদুতে হ্যাটট্রিক শিরোপা জিতলো রিয়াল

আপলোড টাইম : ০৫:২৩:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২৭ মে ২০১৮

খেলাধুলা ডেস্ক: এক গ্যারেথ বেলই তছনছ করে দিলেন লিভারপুলের রক্ষণ দেওয়াল। তারই জোড়া গোলে অলরেডদের ৩-১ গোলে হারিয়ে টানা তিন মৌসুম উয়েফা চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতলো রিয়াল মাদ্রিদ। এটি স্প্যানিশ ক্লাবটির ১৩তম চ্যাম্পিয়নস লিগ শিরোপা। এর ফলে ব্যক্তিগত শিরোপার আধিক্যে এগিয়ে গেলেন ক্রিশ্চিয়ানো রোনালদোও। ক্যারিয়ারের পঞ্চম চ্যাম্পিয়ন লিগ জিতলেন এই পর্তুগিজ উইঙ্গার। এর আগে ২০০০৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে জেতার পর ২০১৪, ২০১৬ ও ২০১৭ সালে রিয়ালের হয়ে আরও তিনটি ‘ইউরোপ সেরা’র শিরোপা জিতেছেন তিনি। শনিবার (২৬মে) কিয়েভে প্রথমার্ধের শুরু থেকে ঘরের মাঠের মতোই দাপুটে খেলা উপহার দিতে থাকে লিভারপুল। মুহুর্মুহু আক্রমণে কাঁপিয়ে তোলে রামোসদের রক্ষণ। কিন্তু ফাটল ধরাতে পারছিলো না। ২৪ মিনিটে জেমস মিলনারের এগিয়ে দেওয়া বল ফিরমিনহো শট নিলে তা ডিফেন্ডারের গায়ে লেগে ফিরে যায়। ফিরে আসা বলটি আলেক্সান্ডার আর্নল্ড মাটি কামড়ানো শটে জালে পাঠাতে চাইলে তা ঝাঁপিয়ে পড়ে বাহুবন্দি করেন কেইলর নাভাস। তার আগে ১৪ মিনিটে সুযোগ এসেছিলো রিয়াল শিবিরেও। টনি ক্রুসের বাড়ানো বল থেকে গোলবারের ডান দিক দিয়ে গিয়ে জোরালো শট নিয়েছিলেন রোনালদো। কিন্তু বলটি গোলবারে কিছুটা উপর দিয়ে বল চলে গেলে এই যাত্রায় বেঁচে যায় জার্গেন ক্লপের শিষ্যরা। ২৬ মিনিটে রিয়াল শিবিরে নেমে আসে স্থবিরতা। রিয়াল ও লিভারপুলের স্কোর লাইন তখন ০-০। মাঝমাঠ থেকে বল নিয়ে রিয়াল গোলবারের দিকে ছুটছিলেন মিশরীয় তারকা মোহাম্মদ সালাহ। সে বল কেড়ে নিতে সার্জিও রামোস তার ডান হাত ধরে একই সমান্তরালে ছুটলে এক সময় ভারসাম্য হারিয়ে পড়ে যান সালাহ। পড়ে গিয়ে বেশ কিছুক্ষণ কাতরানোর পর ফিজিও এসে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে মাঠের বাইরে নিয়ে যান। বুঝতে পারেন, তার বহুদিনের লালিত স্বপ্নের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে আর খেলা হচ্ছে না। রোনালদো এগিয়ে এসে সান্ত¡না দিলেও অশ্রু লুকোতে পারছিলেন না। কাঁদছিলো যেন রিয়াল শিবিরও। ১০ মিনিট যেতে না যেতেই হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়ে মাঠ থেকে বেরিয়ে যান রিয়ালের রাইটব্যাক দানি কারভাহাল। প্রথমার্ধের একেবারে শেষে এগিয়ে যাওয়ার আরেকটি সুযোগ পেয়েছিল রিয়াল।