ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

বেলগাছীতে তুচ্ছ ঘটনায় গৃহবধুকে পিটিয়ে জখম

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১২:১২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০১৯
  • / ৩৩৭ বার পড়া হয়েছে

ভ্রাম্যমাণ প্রতিবেদক (আলমডাঙ্গা):
আলমডাঙ্গার বেলগাছী গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রংপতি নামের এক গৃহবধুকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার দুপর ১২টার দিকে। আহত গৃহবধুকে স্থানীয়রা উদ্ধার করে হারদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার বেলগাছী ইউনিয়নের রথখোলা পাড়ার চিনির উদ্দীনের স্ত্রী রংপতি খাতুন একই গ্রামের মৃত দিদার উদ্দীনের ছেলে খোদা বকসের বাড়িতে সমিতির টাকা দিতে যায়। এ সময় খোদা বকস তার ছেলের বৌ মাফুজাকে ঢেকে দিতে বলে রংপতিকে। রংপতি তার ছেলের বউকে ঢেকে দিতে পারবে না বলে জানালে খোদা বকস রাগান্তিক হয়ে রংপতিকে গালিগালাজ করতে থাকে। রংপতি তার প্রতিবাদ করলে খোদা বকস রংপতিকে লাঠি দিয়ে বেধড়ক মারপিট করলে রক্তাক্ত জখম হয়। স্থানীয়রা রংপতিকে উদ্ধার করে হারদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার্ড করে। এ ঘটনাকে কেন্দ্র করে আলমডাঙ্গা থানায় মামলার প্রস্তুতি চলছিলো।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

বেলগাছীতে তুচ্ছ ঘটনায় গৃহবধুকে পিটিয়ে জখম

আপলোড টাইম : ১২:১২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০১৯

ভ্রাম্যমাণ প্রতিবেদক (আলমডাঙ্গা):
আলমডাঙ্গার বেলগাছী গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রংপতি নামের এক গৃহবধুকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার দুপর ১২টার দিকে। আহত গৃহবধুকে স্থানীয়রা উদ্ধার করে হারদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার বেলগাছী ইউনিয়নের রথখোলা পাড়ার চিনির উদ্দীনের স্ত্রী রংপতি খাতুন একই গ্রামের মৃত দিদার উদ্দীনের ছেলে খোদা বকসের বাড়িতে সমিতির টাকা দিতে যায়। এ সময় খোদা বকস তার ছেলের বৌ মাফুজাকে ঢেকে দিতে বলে রংপতিকে। রংপতি তার ছেলের বউকে ঢেকে দিতে পারবে না বলে জানালে খোদা বকস রাগান্তিক হয়ে রংপতিকে গালিগালাজ করতে থাকে। রংপতি তার প্রতিবাদ করলে খোদা বকস রংপতিকে লাঠি দিয়ে বেধড়ক মারপিট করলে রক্তাক্ত জখম হয়। স্থানীয়রা রংপতিকে উদ্ধার করে হারদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার্ড করে। এ ঘটনাকে কেন্দ্র করে আলমডাঙ্গা থানায় মামলার প্রস্তুতি চলছিলো।