ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

বেলগাছিতে গরু ছিনতাই ও হামলার অভিযোগ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৩৪:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২০
  • / ১৬৬ বার পড়া হয়েছে

ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা:
আলমডাঙ্গার বেলগাছি গ্রামে চাঁদা আদায়ে ব্যর্থ হয়ে এক গরু ব্যবসায়ীর বাড়িতে গরু ছিনতাই ও বাড়ির দরজা-জানালায় রামদা দিয়ে কোপানোর অভিযোগ উঠেছে একাধিক মামলার আসামি তুরালের বিরুদ্ধে। গতকাল শুক্রবার সন্ধ্যায় বেলগাছি গ্রামে ওই ব্যবসায়ীর বাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ করেছেন গরু ব্যবসায়ী রাজু। হামলার পাশাপাশি তাঁর নিজ বাড়ির গোয়ালে থাকা গরু ছিনিয়ে নেওয়ার চেষ্টাও করা হয় বলে তিনি অভিযোগ করেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার বেলগাছি গ্রামের মৃত রমজান আলীর ছেলে তুরাল গত দুই মাস আগে একই গ্রামের মৃত ভিকু মালিতার ছেলে গরু ব্যবসায়ী রাজুর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদার টাকা না পেয়ে তিনি বিভিন্নভাবে হুমকি প্রদান করলে রাজু থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এ জিডি করার পর তুরাল তাঁর স্ত্রী, ভাই ও গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে আর চাঁদা চাইবেন না বলে ৫ হাজার টাকা জরিমানা দিয়ে আপস-মীমাংসা করেন। আপস-মীমাংসার কয়েক দিন পর গতকাল সন্ধ্যায় তুরাল রাজুর বাড়িতে গিয়ে আবারও চাঁদার টাকা দাবি করেন এবং রাজুর গোয়ালে থাকা গরু ছিনতাইয়ের চেষ্টা চালান। গরু ছিনতাইয়ে ব্যর্থ হলে তিনি রামদা দিয়ে বাড়ির দরজা-জানালায় কোপ দেন। এরপর গরু ব্যবসায়ী রাজুর পরিবারের সদস্যদের চিৎকারে এলাকাবাসী ছুটে এলে তুরাল পালিয়ে যান। এই ঘটনার গরু ব্যবসায়ী রাজুর পরিবার অতঙ্কের আছেন।
এ বিষয়ে ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর হোসনে বলেন, ‘আমি শুনেছি তুরাল গরু ব্যবসায়ী রাজুর বাড়িতে গরু ছিনতাই করতে গিয়েছিল। কিন্তু কেন এবং কী কারণে, সেটা জানি না।’
এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, ‘স্থানীয়দের সংবাদের ভিত্তিতে আমরা ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্র্র্র্র্শন করেছি। তাঁর বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। তাঁকে আটক করতে পুলিশ অভিযান পরিচালনা করছে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

বেলগাছিতে গরু ছিনতাই ও হামলার অভিযোগ

আপলোড টাইম : ১০:৩৪:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২০

ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা:
আলমডাঙ্গার বেলগাছি গ্রামে চাঁদা আদায়ে ব্যর্থ হয়ে এক গরু ব্যবসায়ীর বাড়িতে গরু ছিনতাই ও বাড়ির দরজা-জানালায় রামদা দিয়ে কোপানোর অভিযোগ উঠেছে একাধিক মামলার আসামি তুরালের বিরুদ্ধে। গতকাল শুক্রবার সন্ধ্যায় বেলগাছি গ্রামে ওই ব্যবসায়ীর বাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ করেছেন গরু ব্যবসায়ী রাজু। হামলার পাশাপাশি তাঁর নিজ বাড়ির গোয়ালে থাকা গরু ছিনিয়ে নেওয়ার চেষ্টাও করা হয় বলে তিনি অভিযোগ করেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার বেলগাছি গ্রামের মৃত রমজান আলীর ছেলে তুরাল গত দুই মাস আগে একই গ্রামের মৃত ভিকু মালিতার ছেলে গরু ব্যবসায়ী রাজুর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদার টাকা না পেয়ে তিনি বিভিন্নভাবে হুমকি প্রদান করলে রাজু থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এ জিডি করার পর তুরাল তাঁর স্ত্রী, ভাই ও গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে আর চাঁদা চাইবেন না বলে ৫ হাজার টাকা জরিমানা দিয়ে আপস-মীমাংসা করেন। আপস-মীমাংসার কয়েক দিন পর গতকাল সন্ধ্যায় তুরাল রাজুর বাড়িতে গিয়ে আবারও চাঁদার টাকা দাবি করেন এবং রাজুর গোয়ালে থাকা গরু ছিনতাইয়ের চেষ্টা চালান। গরু ছিনতাইয়ে ব্যর্থ হলে তিনি রামদা দিয়ে বাড়ির দরজা-জানালায় কোপ দেন। এরপর গরু ব্যবসায়ী রাজুর পরিবারের সদস্যদের চিৎকারে এলাকাবাসী ছুটে এলে তুরাল পালিয়ে যান। এই ঘটনার গরু ব্যবসায়ী রাজুর পরিবার অতঙ্কের আছেন।
এ বিষয়ে ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর হোসনে বলেন, ‘আমি শুনেছি তুরাল গরু ব্যবসায়ী রাজুর বাড়িতে গরু ছিনতাই করতে গিয়েছিল। কিন্তু কেন এবং কী কারণে, সেটা জানি না।’
এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, ‘স্থানীয়দের সংবাদের ভিত্তিতে আমরা ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্র্র্র্র্শন করেছি। তাঁর বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। তাঁকে আটক করতে পুলিশ অভিযান পরিচালনা করছে।’