ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

বৃষ্টি ঝরিয়ে শীতের বিদায় ঘণ্টা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:২৯:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১০ ফেব্রুয়ারী ২০১৯
  • / ২৬৫ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদন:
‘বসন্ত বালক মুখ ভরা হাসিটি, বাতাস বয়ে ওড়ে চুল, শীত চলে যায়, মারে তার গায় মোটা মোটা গোটা ফুল।’ শীতের বিদায়ের যে চিত্র লিখে গেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, চারপাশে তাকালেই তার মিল খুঁজে পাওয়া যাচ্ছে। বিদায় নিচ্ছে শীতকাল। তবে এবার শীত সেভাবে আসেইনি। আবহাওয়া অধিদফতর বলছে, গত পাঁচ বছরে সবচেয়ে উষ্ণ শীতকাল গেছে এবার। এমনকি মাঘেও এবার শীত কাঁপায়নি মানুষকে। ঋতুর দ্বিতীয় মাসের দ্বিতীয় প্রান্তিকে দুই-এক দিন ঠান্ডা অনুভূত হয়েছিল মাত্র। তবে সেটাও একেবারেই সাময়িক সময়ের জন্য ছিল। তিন থেকে চার দিনের মধ্যেই দুপুরের রোদ ঘামাতে শুরু করে নগরবাসীকে। আর ফাগুন না আসতেই ঝরতে শুরু করেছে গাছের পাতা। বইতে শুরু করেছে বসন্তের হাওয়া। কোকিলের ‘কুহু, কুহু’ ডাকও। এর সঙ্গে ঝরেছে খানিকটা বৃষ্টিও। ঢাকায় ছিটেফোঁটা হলেও উত্তরাঞ্চলে এর মাত্রা ছিল বেশ। গত শুক্রবার সকাল ৬টা থেকে গতকাল শনিবার বিকেল ৩টা পর্যন্ত দেশের ২০ জেলায় বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

বৃষ্টি ঝরিয়ে শীতের বিদায় ঘণ্টা

আপলোড টাইম : ০৯:২৯:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১০ ফেব্রুয়ারী ২০১৯

সমীকরণ প্রতিবেদন:
‘বসন্ত বালক মুখ ভরা হাসিটি, বাতাস বয়ে ওড়ে চুল, শীত চলে যায়, মারে তার গায় মোটা মোটা গোটা ফুল।’ শীতের বিদায়ের যে চিত্র লিখে গেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, চারপাশে তাকালেই তার মিল খুঁজে পাওয়া যাচ্ছে। বিদায় নিচ্ছে শীতকাল। তবে এবার শীত সেভাবে আসেইনি। আবহাওয়া অধিদফতর বলছে, গত পাঁচ বছরে সবচেয়ে উষ্ণ শীতকাল গেছে এবার। এমনকি মাঘেও এবার শীত কাঁপায়নি মানুষকে। ঋতুর দ্বিতীয় মাসের দ্বিতীয় প্রান্তিকে দুই-এক দিন ঠান্ডা অনুভূত হয়েছিল মাত্র। তবে সেটাও একেবারেই সাময়িক সময়ের জন্য ছিল। তিন থেকে চার দিনের মধ্যেই দুপুরের রোদ ঘামাতে শুরু করে নগরবাসীকে। আর ফাগুন না আসতেই ঝরতে শুরু করেছে গাছের পাতা। বইতে শুরু করেছে বসন্তের হাওয়া। কোকিলের ‘কুহু, কুহু’ ডাকও। এর সঙ্গে ঝরেছে খানিকটা বৃষ্টিও। ঢাকায় ছিটেফোঁটা হলেও উত্তরাঞ্চলে এর মাত্রা ছিল বেশ। গত শুক্রবার সকাল ৬টা থেকে গতকাল শনিবার বিকেল ৩টা পর্যন্ত দেশের ২০ জেলায় বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।