ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

বৃদ্ধ বাবাকে রাস্তায় ছুড়ে ফেললো পাষন্ড সন্তান!

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:১৫:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জানুয়ারী ২০১৯
  • / ২৭২ বার পড়া হয়েছে

প্রবীণ কমিটির জোরালো পদক্ষেপে আবার ঘরে ফিরলো বৃদ্ধ মুনতাজ
মিঠুন মাহমুদ: “যুবক বয়সে কতনা পরিশ্রম করেছি শুধুমাত্র সন্তান আর পরিবারের সুখের জন্য। শেষ বয়সে এই ছিলো মোর কপালে। তিনবার তিনমুটো ভাত দিতে এত কষ্ট হচ্ছে। আজ আমি বুড়ো হয়েছি বলে তোদের কাছে আমি বুঝা হলাম বাবা। শেষ বয়সে ঘর থেকে রাস্তায় ফেলে দিলি” এমন নানা ধরনের কষ্টের কথা অশ্রুভরা দুটি চোখে রাস্তার পাশে বস্তায় বসে হাত পা ছেড়ে দিয়ে চায়ের দোকানের মাচায় হেলান দিয়ে বলছিলেন জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গয়েশপুর গ্রামের ৮৫ বছরের প্রবীণ মুনতাজ আলী।
গতকাল রবিবার দুপুরের দিকে তার পাষ- স্ত্রী ও ছেলে যুক্তি করে বৃদ্ধ মুনতাজের নামে বিভিন্ন অভিযোগে তুলে নিজের ঘর থেকে বের করে রাস্তায় ফেলে রেখে যায়। এ বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। এ ঘটনায় প্রতিবেশীরা নিন্দা জানালে পাষ- স্ত্রী ও ছেলে সেদিকে কর্ণপাত না করে তাদের সিদ্ধান্তে অটল থাকে। প্রতিবেশীরা মানবিক বিষয় বিবেচনা করে মুনতাজ আলীর স্ত্রী ও ছেলেকে বুঝাতে থাকে যে এভাবে এই বৃদ্ধ বয়সে তোমাদের বাবাকে বাড়ি থেকে বের করে দিলে সে মারা যাবে। সে এই কষ্ট সহ্য করতে পারবে না। আল্লাহ এ অন্যায় মেনে নেবে না। কে শোনে কার কথা। প্রতিবেশীরা কোন উপায় না পেয়ে তারা সকলে দ্বারস্ত হয় সীমান্ত ইউনিয়ন প্রবীণ কমিটির সদস্যদের নিকট। প্রতিবেশীদের অভিযোগ পেয়ে সীমান্ত ইউনিয়ন প্রবীণ কমিটির সভাপতি শাহজাহান আলী ও নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম মধু, আজাদুল ইসলাম গেদু ও সাবেক মেম্বর আশাদুল হকসহ ১৫ জনের একটি দল সরেজমিনে যেয়ে বৃদ্ধ মুনতাজের পাশে দাঁড়ায় এবং সমস্ত ঘটনা শুনে পাষ- স্ত্রী ও ছেলেকে তার বাবাকে ঘরে নেওয়ার জন্য চাপ প্রয়োগ করে।
এদিকে প্রবীণ কমিটি এবিষয়ে উপজেলা চেয়ারম্যানের সাথে যোগাযোগ করলে তিনি বিষয়টি স্থানীয়ভাবে সমাধান না হলে তাদের আইনের আওতায় নিয়ে আসার পরমর্শ দেন। মুনতাজের স্ত্রৗ ও ছেলে অবস্থা বেগতিক দেখে। প্রবীণ কমিটির সদস্যদের নিকট ও বৃদ্ধ মুনতাজের কাছে ক্ষমা চেয়ে তাকে আবার ঘরে তুলে নেয় এবং ওয়াদা করে এমন কাজ তারা আর কখনো করবে না। বৃদ্ধ মুনতাজ ছেলে ও পরিবারের সদস্যদের ক্ষমা করে দেয়। এদিকে বৃদ্ধ বাবাকে বাড়ি থেকে রাস্তায় বের করে দেওয়ায় বিবেকবান মানুষকে নাড়িয়ে তুলেছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

বৃদ্ধ বাবাকে রাস্তায় ছুড়ে ফেললো পাষন্ড সন্তান!

আপলোড টাইম : ১০:১৫:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জানুয়ারী ২০১৯

প্রবীণ কমিটির জোরালো পদক্ষেপে আবার ঘরে ফিরলো বৃদ্ধ মুনতাজ
মিঠুন মাহমুদ: “যুবক বয়সে কতনা পরিশ্রম করেছি শুধুমাত্র সন্তান আর পরিবারের সুখের জন্য। শেষ বয়সে এই ছিলো মোর কপালে। তিনবার তিনমুটো ভাত দিতে এত কষ্ট হচ্ছে। আজ আমি বুড়ো হয়েছি বলে তোদের কাছে আমি বুঝা হলাম বাবা। শেষ বয়সে ঘর থেকে রাস্তায় ফেলে দিলি” এমন নানা ধরনের কষ্টের কথা অশ্রুভরা দুটি চোখে রাস্তার পাশে বস্তায় বসে হাত পা ছেড়ে দিয়ে চায়ের দোকানের মাচায় হেলান দিয়ে বলছিলেন জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গয়েশপুর গ্রামের ৮৫ বছরের প্রবীণ মুনতাজ আলী।
গতকাল রবিবার দুপুরের দিকে তার পাষ- স্ত্রী ও ছেলে যুক্তি করে বৃদ্ধ মুনতাজের নামে বিভিন্ন অভিযোগে তুলে নিজের ঘর থেকে বের করে রাস্তায় ফেলে রেখে যায়। এ বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। এ ঘটনায় প্রতিবেশীরা নিন্দা জানালে পাষ- স্ত্রী ও ছেলে সেদিকে কর্ণপাত না করে তাদের সিদ্ধান্তে অটল থাকে। প্রতিবেশীরা মানবিক বিষয় বিবেচনা করে মুনতাজ আলীর স্ত্রী ও ছেলেকে বুঝাতে থাকে যে এভাবে এই বৃদ্ধ বয়সে তোমাদের বাবাকে বাড়ি থেকে বের করে দিলে সে মারা যাবে। সে এই কষ্ট সহ্য করতে পারবে না। আল্লাহ এ অন্যায় মেনে নেবে না। কে শোনে কার কথা। প্রতিবেশীরা কোন উপায় না পেয়ে তারা সকলে দ্বারস্ত হয় সীমান্ত ইউনিয়ন প্রবীণ কমিটির সদস্যদের নিকট। প্রতিবেশীদের অভিযোগ পেয়ে সীমান্ত ইউনিয়ন প্রবীণ কমিটির সভাপতি শাহজাহান আলী ও নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম মধু, আজাদুল ইসলাম গেদু ও সাবেক মেম্বর আশাদুল হকসহ ১৫ জনের একটি দল সরেজমিনে যেয়ে বৃদ্ধ মুনতাজের পাশে দাঁড়ায় এবং সমস্ত ঘটনা শুনে পাষ- স্ত্রী ও ছেলেকে তার বাবাকে ঘরে নেওয়ার জন্য চাপ প্রয়োগ করে।
এদিকে প্রবীণ কমিটি এবিষয়ে উপজেলা চেয়ারম্যানের সাথে যোগাযোগ করলে তিনি বিষয়টি স্থানীয়ভাবে সমাধান না হলে তাদের আইনের আওতায় নিয়ে আসার পরমর্শ দেন। মুনতাজের স্ত্রৗ ও ছেলে অবস্থা বেগতিক দেখে। প্রবীণ কমিটির সদস্যদের নিকট ও বৃদ্ধ মুনতাজের কাছে ক্ষমা চেয়ে তাকে আবার ঘরে তুলে নেয় এবং ওয়াদা করে এমন কাজ তারা আর কখনো করবে না। বৃদ্ধ মুনতাজ ছেলে ও পরিবারের সদস্যদের ক্ষমা করে দেয়। এদিকে বৃদ্ধ বাবাকে বাড়ি থেকে রাস্তায় বের করে দেওয়ায় বিবেকবান মানুষকে নাড়িয়ে তুলেছে।