ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু, শিশুসহ আহত আরও দুজন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৪৭:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৬ এপ্রিল ২০২১
  • / ৬৮ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা ও জীবননগরে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনা
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন শিশুসহ আরও দুজন। গতকাল রোববার চুয়াডাঙ্গা সদর উপজেলা, জীবননগর ও আলমডাঙ্গায় পৃথক তিনটি স্থানে সড়ক দুর্ঘটনায় এই নিহত ও আহতের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় খাইরুন নেছা (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়। নিহত খাইরুন নেছা আলমডাঙ্গা উপজেলার বড় গাংনী ইউনিয়নের বন্দরভিটা গ্রামের মৃত সবের মণ্ডলের স্ত্রী। আহতরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার নবগঠিত মাখালডাঙ্গা ইউনিয়নের হানুড়বাড়াদী গ্রামের কাজিপাড়ার ঠাণ্ডুর ছেলে নাইম হোসেন (১৭) ও জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের কর্চাডাঙ্গা গ্রামের মাঠপাড়ার সিরাজুল ইসলামের শিশু ছেলে মাহফুজ হোসেন (৭)।
জানা যায়, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে নিজ গ্রামে বন্দরভিটা এলাকায় বাড়ির সামনের রাস্তা পার হওয়ার সময় একটি ভ্যান খাইরুন নেছাকে ধাক্কা দেয়। রাস্তার ওপর ছিটকে পরে তিনি গুরুতর আহত হন। এসময় স্থানীয় ব্যক্তিরা বৃদ্ধা খাইরুন নেছাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বৃদ্ধাকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করে। সেখানে চিকিৎসাধী অবস্থায় বিকেল চারটার দিকে তাঁর মৃত্যু হয়।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির বলেন, ‘পাখিভ্যানের ধাক্কায় খাইরুন নেছা নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ও তাঁদের লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়ায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়।’
এদিকে, গতকাল দুপুর ১২টার দিকে কর্চাডাঙ্গা গ্রামে ইজিবাইকের ধাক্কায় গুরুতর জখম হয় শিশু মাহফুজ। আইসক্রিম কেনার জন্য বাড়ি থেকে বের হয়ে রাস্তা পার হওয়ার সময় একটি ইজিবাইক তাকে ধাক্কা দেয়। খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে দ্রত করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে তাৎক্ষণিক চিকিজৎসা দিয়ে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করে।
অপর দিকে, মোটরসাইকেল নিয়ে চুয়াডাঙ্গা সদর উপজেলার হানুড়বাড়াদী থেকে ডিঙ্গেদহে আসার সময় কুকুকের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর জখম হন নাইম সোসেন। স্থানীয় ব্যক্তিরা দ্রুত তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাইদুজ্জামান নাইমকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু, শিশুসহ আহত আরও দুজন

আপলোড টাইম : ০৮:৪৭:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৬ এপ্রিল ২০২১

চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা ও জীবননগরে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনা
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন শিশুসহ আরও দুজন। গতকাল রোববার চুয়াডাঙ্গা সদর উপজেলা, জীবননগর ও আলমডাঙ্গায় পৃথক তিনটি স্থানে সড়ক দুর্ঘটনায় এই নিহত ও আহতের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় খাইরুন নেছা (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়। নিহত খাইরুন নেছা আলমডাঙ্গা উপজেলার বড় গাংনী ইউনিয়নের বন্দরভিটা গ্রামের মৃত সবের মণ্ডলের স্ত্রী। আহতরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার নবগঠিত মাখালডাঙ্গা ইউনিয়নের হানুড়বাড়াদী গ্রামের কাজিপাড়ার ঠাণ্ডুর ছেলে নাইম হোসেন (১৭) ও জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের কর্চাডাঙ্গা গ্রামের মাঠপাড়ার সিরাজুল ইসলামের শিশু ছেলে মাহফুজ হোসেন (৭)।
জানা যায়, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে নিজ গ্রামে বন্দরভিটা এলাকায় বাড়ির সামনের রাস্তা পার হওয়ার সময় একটি ভ্যান খাইরুন নেছাকে ধাক্কা দেয়। রাস্তার ওপর ছিটকে পরে তিনি গুরুতর আহত হন। এসময় স্থানীয় ব্যক্তিরা বৃদ্ধা খাইরুন নেছাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বৃদ্ধাকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করে। সেখানে চিকিৎসাধী অবস্থায় বিকেল চারটার দিকে তাঁর মৃত্যু হয়।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির বলেন, ‘পাখিভ্যানের ধাক্কায় খাইরুন নেছা নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ও তাঁদের লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়ায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়।’
এদিকে, গতকাল দুপুর ১২টার দিকে কর্চাডাঙ্গা গ্রামে ইজিবাইকের ধাক্কায় গুরুতর জখম হয় শিশু মাহফুজ। আইসক্রিম কেনার জন্য বাড়ি থেকে বের হয়ে রাস্তা পার হওয়ার সময় একটি ইজিবাইক তাকে ধাক্কা দেয়। খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে দ্রত করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে তাৎক্ষণিক চিকিজৎসা দিয়ে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করে।
অপর দিকে, মোটরসাইকেল নিয়ে চুয়াডাঙ্গা সদর উপজেলার হানুড়বাড়াদী থেকে ডিঙ্গেদহে আসার সময় কুকুকের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর জখম হন নাইম সোসেন। স্থানীয় ব্যক্তিরা দ্রুত তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাইদুজ্জামান নাইমকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করেন।