ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

বৃত্তবানদের অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো উচিত

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:০৩:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০১৮
  • / ৩০২ বার পড়া হয়েছে

ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব চুয়াডাঙ্গা (ডুসাক)’র শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী নাসিম
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব চুয়াডাঙ্গা (ডুসাক) আর্থিক ভাবে অসচ্ছল ও মেধাবী অর্ধশত শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি প্রদান করেছে। গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের মোজাফফর আহমেদ অডিটোরিয়ামে এ শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি। সংগঠনের সভাপতি মো. হাসানুজ্জামান পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ইশতিয়াক বুলবুল পিয়াশ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী আলী আজগর টগর, সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ও উপদেষ্টা সাংবাদিক আহমেদ পিপুল, পুলিশ সুপার মো. জাফর হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা সমিতির মহিলা বিষয়ক সম্পাদিকা সালমা পারভীন যুথী, পেট্রোবাংলা কর্মকর্তা আব্দুল মান্নান, সহকারী রাজস্ব কর্মকর্তা তরিকুল ইসলাম, ঢাবি শিক্ষক সাঈদ সিদ্দিক, ডুসাকের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ডুসাকের সাবেক সভাপতি নাঈমুল হক রিংকু, ডুসাকের সাবেক সাধারণ সম্পাদক শামীম হোসেন মিজি প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী নাসিম বলেন, দেশে সৃষ্ট বর্তমান পরিস্থিতির জন্য বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তার দলই দায়ী। বিএনপির শাসনামলে জনগণ ন্যায়বিচার পায়নি দাবী করে মোহাম্মদ নাসিম বলেন, আপনি যদি ন্যায়বিচারের কথা বলেন, সেটা তামাশা ছাড়া কিছুই নয়। আজকে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে এর জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দায়ী।’ ডুসাক কর্তৃক শিক্ষা বৃত্তি কার্যক্রম সম্পর্কে তিনি বলেন, আজকের এই শিক্ষার্থীরা আগামী দিনে জাতির কর্ণধার হিসেবে প্রতিষ্ঠিত হবে। সমাজের বৃত্তবানদের ডুসাকের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে আর্থিকভাবে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়ানো উচিত।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত প্রায় অর্ধশত শিক্ষার্থীদেরকে এককালীন পাঁচ হাজার টাকা করে চেক প্রদান করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিটিভির সংবাদ পাঠিকা রওনক জাহান ও প্রমিত বাংলা পরিষদের সভাপতি রুহুল আমিন মল্লিক।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

বৃত্তবানদের অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো উচিত

আপলোড টাইম : ১১:০৩:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০১৮

ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব চুয়াডাঙ্গা (ডুসাক)’র শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী নাসিম
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব চুয়াডাঙ্গা (ডুসাক) আর্থিক ভাবে অসচ্ছল ও মেধাবী অর্ধশত শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি প্রদান করেছে। গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের মোজাফফর আহমেদ অডিটোরিয়ামে এ শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি। সংগঠনের সভাপতি মো. হাসানুজ্জামান পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ইশতিয়াক বুলবুল পিয়াশ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী আলী আজগর টগর, সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ও উপদেষ্টা সাংবাদিক আহমেদ পিপুল, পুলিশ সুপার মো. জাফর হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা সমিতির মহিলা বিষয়ক সম্পাদিকা সালমা পারভীন যুথী, পেট্রোবাংলা কর্মকর্তা আব্দুল মান্নান, সহকারী রাজস্ব কর্মকর্তা তরিকুল ইসলাম, ঢাবি শিক্ষক সাঈদ সিদ্দিক, ডুসাকের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ডুসাকের সাবেক সভাপতি নাঈমুল হক রিংকু, ডুসাকের সাবেক সাধারণ সম্পাদক শামীম হোসেন মিজি প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী নাসিম বলেন, দেশে সৃষ্ট বর্তমান পরিস্থিতির জন্য বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তার দলই দায়ী। বিএনপির শাসনামলে জনগণ ন্যায়বিচার পায়নি দাবী করে মোহাম্মদ নাসিম বলেন, আপনি যদি ন্যায়বিচারের কথা বলেন, সেটা তামাশা ছাড়া কিছুই নয়। আজকে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে এর জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দায়ী।’ ডুসাক কর্তৃক শিক্ষা বৃত্তি কার্যক্রম সম্পর্কে তিনি বলেন, আজকের এই শিক্ষার্থীরা আগামী দিনে জাতির কর্ণধার হিসেবে প্রতিষ্ঠিত হবে। সমাজের বৃত্তবানদের ডুসাকের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে আর্থিকভাবে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়ানো উচিত।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত প্রায় অর্ধশত শিক্ষার্থীদেরকে এককালীন পাঁচ হাজার টাকা করে চেক প্রদান করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিটিভির সংবাদ পাঠিকা রওনক জাহান ও প্রমিত বাংলা পরিষদের সভাপতি রুহুল আমিন মল্লিক।