ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

বৃক্ষ পরিবেশের ভারসাম্য রক্ষা করে

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৫৪:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুন ২০২১
  • / ৩১ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণকালে নঈম জোয়ার্দ্দার
নিজস্ব প্রতিবেদক:
‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পরিবেশের ভারসাম্য রক্ষায় দেশব্যাপী কেন্দ্রীয় যুবলীগের বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চুয়াডাঙ্গায় বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল পাঁচটায় জেলা যুবলীগের কার্যালয় সংলগ্ন স্থানে একটি ফলজ বৃক্ষরোপণ করে এই কর্মসূচির উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার। এই বৃক্ষরোপণ কর্মসূচি ও গাছের চারা বিতরণ কর্মসূচি পরবর্তী সময়ে উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়েও অব্যাহত থাকবে বলে জানান নঈম হাসান জোয়ার্দ্দার। পরে তিনি জেলা যুবলীগের কার্যালয় থেকে বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীদের মধ্যে ফলজ ও বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন।
বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচির উদ্বোধনকালে জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও কেন্দ্রীয় যুবলীগের আহ্বানে সাড়া দিয়ে চুয়াডাঙ্গা জেলার প্রত্যেকটি উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ডের নেতা-কর্মীকে অন্তত একটি করে ফলদ, বনজ ও ঔষধি গাছ রোপণ করতে হবে। তাই আজকে (গতকাল) প্রথম ধাপে শতাধিক বৃক্ষ আপনাদের হাতে তুলে দেওয়া হলো। এই বৃক্ষ শুধু আমাদের পুষ্টিই প্রদান করবে না, পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি অর্থনৈতিক সমৃদ্ধিও আনায়ন করবে।’
এসময় উপস্থিত ছিলেন যুবলীগ কর্মী রামিম হোসেন সৈকত, সামিউল শেখ সুইট, শেখ রাসেল, তানবীর রেজা টুটুল, দিপু বিশ্বাস, লোকমান, পিয়াস, নোমান, কবির, বিপুল, সজল, সাকিব, অমি, বাঁচ্চু প্রমুখ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

বৃক্ষ পরিবেশের ভারসাম্য রক্ষা করে

আপলোড টাইম : ০৯:৫৪:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুন ২০২১

চুয়াডাঙ্গায় বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণকালে নঈম জোয়ার্দ্দার
নিজস্ব প্রতিবেদক:
‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পরিবেশের ভারসাম্য রক্ষায় দেশব্যাপী কেন্দ্রীয় যুবলীগের বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চুয়াডাঙ্গায় বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল পাঁচটায় জেলা যুবলীগের কার্যালয় সংলগ্ন স্থানে একটি ফলজ বৃক্ষরোপণ করে এই কর্মসূচির উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার। এই বৃক্ষরোপণ কর্মসূচি ও গাছের চারা বিতরণ কর্মসূচি পরবর্তী সময়ে উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়েও অব্যাহত থাকবে বলে জানান নঈম হাসান জোয়ার্দ্দার। পরে তিনি জেলা যুবলীগের কার্যালয় থেকে বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীদের মধ্যে ফলজ ও বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন।
বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচির উদ্বোধনকালে জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও কেন্দ্রীয় যুবলীগের আহ্বানে সাড়া দিয়ে চুয়াডাঙ্গা জেলার প্রত্যেকটি উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ডের নেতা-কর্মীকে অন্তত একটি করে ফলদ, বনজ ও ঔষধি গাছ রোপণ করতে হবে। তাই আজকে (গতকাল) প্রথম ধাপে শতাধিক বৃক্ষ আপনাদের হাতে তুলে দেওয়া হলো। এই বৃক্ষ শুধু আমাদের পুষ্টিই প্রদান করবে না, পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি অর্থনৈতিক সমৃদ্ধিও আনায়ন করবে।’
এসময় উপস্থিত ছিলেন যুবলীগ কর্মী রামিম হোসেন সৈকত, সামিউল শেখ সুইট, শেখ রাসেল, তানবীর রেজা টুটুল, দিপু বিশ্বাস, লোকমান, পিয়াস, নোমান, কবির, বিপুল, সজল, সাকিব, অমি, বাঁচ্চু প্রমুখ।