ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

বিসিবির এজিএম আজ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:২০:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অগাস্ট ২০২১
  • / ২৭ বার পড়া হয়েছে

খেলাধুলা প্রতিবেদন:
দেশের ক্রিকেটের সবোর্চ্চ সংস্থা বিসিবির সাধারণ সভা বা এজিএম হবে বৃহস্পতিবার। সর্বশেষ বিসিবির এজিএম হয়েছিলো ২০১৭ সালে এরপর নানা কারণে একাধিক বার পিছিয়েছে এজিএমের দিনক্ষণ। বিসিবি বস নাজমুল হাসান পাপনের সভাপতিত্বে রাজধানীর পাঁচ তারকা একটি হোটেলে বৃহস্পতিবার দুপুর ১২টায় শুরু হবে এজিএম। গত ৪ বছরের আয়-ব্যয় সংক্রান্ত অডিট রিপোর্ট, কার্যক্রমসহ সবকিছুর অনুমোদন নিয়ে আলোচনা হবে সেখানে। পাশাপাশি পরিচালনা পর্ষদ কর্তৃক অনুমোদিত অর্থবছর সমূহের আয়-ব্যয় সংক্রান্ত বিষয় নিরীক্ষণ ও অনুমোদন এবং ২০২০-২১ অর্থবছরের বাজেট অনুমোদন করা হবে এজিএমে। কাউন্সিলররা নিজেদের আপত্তি, যেকোনো বিষয়ে বক্তব্য রাখতে পারবেন সেখানে। এ বিষয়ে বিসিবির সিইও নিজাম উদ্দিন চৌধুরী বলেন, ‘প্রকৃতপক্ষে গত তিন বছর আমাদের নানা সীমাবদ্ধতার কারণে আমরা আমাদের বার্ষিক সাধারণ সভা আয়োজন করতে পারিনি। এ বছর চেষ্টা ছিল জুলাই মাসে আমাদের এজিএম করার। সেটা সম্ভব হয়নি কোভিড প্রতিবন্ধকতার কারণে। আমাদের অনেক কাউন্সিলর ঢাকায় অবস্থান করছেন। আশা করছি সুষ্ঠ, সুন্দরভাবে আমাদের বার্ষিক সাধারণ সভা আয়োজন করতে পারব।’ বোর্ডের কার্যক্রম ও পেশাদারিত্ব নিয়ে অনেক প্রশ্ন থাকলেও কাউন্সিলররা সেসব নিয়ে আলোচনা করতে পারবেন কি না, এমন প্রশ্নের জবাবে নিজাম উদ্দিন চৌধুরী বলেন, বোর্ডের লক্ষ্য সবসময়ই থাকে যেন পেশাদারিত্বের জায়গাটা বেশি করে পরিচিতি করানো যায়। সে চেষ্টাই করছি, বাকিটা আমাদের কাউন্সিলররা বলবেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

বিসিবির এজিএম আজ

আপলোড টাইম : ০৮:২০:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অগাস্ট ২০২১

খেলাধুলা প্রতিবেদন:
দেশের ক্রিকেটের সবোর্চ্চ সংস্থা বিসিবির সাধারণ সভা বা এজিএম হবে বৃহস্পতিবার। সর্বশেষ বিসিবির এজিএম হয়েছিলো ২০১৭ সালে এরপর নানা কারণে একাধিক বার পিছিয়েছে এজিএমের দিনক্ষণ। বিসিবি বস নাজমুল হাসান পাপনের সভাপতিত্বে রাজধানীর পাঁচ তারকা একটি হোটেলে বৃহস্পতিবার দুপুর ১২টায় শুরু হবে এজিএম। গত ৪ বছরের আয়-ব্যয় সংক্রান্ত অডিট রিপোর্ট, কার্যক্রমসহ সবকিছুর অনুমোদন নিয়ে আলোচনা হবে সেখানে। পাশাপাশি পরিচালনা পর্ষদ কর্তৃক অনুমোদিত অর্থবছর সমূহের আয়-ব্যয় সংক্রান্ত বিষয় নিরীক্ষণ ও অনুমোদন এবং ২০২০-২১ অর্থবছরের বাজেট অনুমোদন করা হবে এজিএমে। কাউন্সিলররা নিজেদের আপত্তি, যেকোনো বিষয়ে বক্তব্য রাখতে পারবেন সেখানে। এ বিষয়ে বিসিবির সিইও নিজাম উদ্দিন চৌধুরী বলেন, ‘প্রকৃতপক্ষে গত তিন বছর আমাদের নানা সীমাবদ্ধতার কারণে আমরা আমাদের বার্ষিক সাধারণ সভা আয়োজন করতে পারিনি। এ বছর চেষ্টা ছিল জুলাই মাসে আমাদের এজিএম করার। সেটা সম্ভব হয়নি কোভিড প্রতিবন্ধকতার কারণে। আমাদের অনেক কাউন্সিলর ঢাকায় অবস্থান করছেন। আশা করছি সুষ্ঠ, সুন্দরভাবে আমাদের বার্ষিক সাধারণ সভা আয়োজন করতে পারব।’ বোর্ডের কার্যক্রম ও পেশাদারিত্ব নিয়ে অনেক প্রশ্ন থাকলেও কাউন্সিলররা সেসব নিয়ে আলোচনা করতে পারবেন কি না, এমন প্রশ্নের জবাবে নিজাম উদ্দিন চৌধুরী বলেন, বোর্ডের লক্ষ্য সবসময়ই থাকে যেন পেশাদারিত্বের জায়গাটা বেশি করে পরিচিতি করানো যায়। সে চেষ্টাই করছি, বাকিটা আমাদের কাউন্সিলররা বলবেন।