ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

বিশ্বকাপের আগে ইনজুরি আশঙ্কায় মাহমুদউল্লাহ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:১৭:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০১৯
  • / ৩৫২ বার পড়া হয়েছে

খেলাধুলা ডেস্ক: আসন্ন আইসিসি বিশ্বকাপের আগে ইনজুরির আশঙ্কায় রয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। এমআরআই রিপোর্টে তার কাঁধে সমস্যা ধরা পড়ছে। যে কারণে তাকে নিয়ে শঙ্কা ঘনীভূত হয়েছে। কয়েক মাস আগে মাহমুদউল্লাহ চোট পান। সবশেষ নিউজিল্যান্ড সফরে মাঠে দুটি ডাইভ দেন। সেসময় ওখানেই তার এমআরআই টেস্ট করানো হয়। গতকাল সোমবার সেই রিপোর্ট পেয়েছে বিসিবি। এমআরআই রিপোর্ট হাতে পেলেও আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছু বলতে চাননি বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। তবে বোর্ডের একজন কর্মকর্তা ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজকে বলেছে, তার সমস্যাটাকে বলা হয় ‘সুপিরিয়র লাব্রাম অ্যান্টিরিয়র অ্যান্ড পোস্টেরিয়ার’। যা গ্রেড-৩ এর পর্যায়ে রয়েছে। আমরা তাকে ১৫ দিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছি। এরপর থেকে পুনর্বাসন প্রক্রিয়া শুরু হবে। এই প্রক্রিয়ায় চিকিৎসা সফল না হলে অস্ত্রোপচার করা লাগতে পারে মাহমুদউল্লাহর। ওই কর্মকর্তা আরও বলেন, আমরা প্রথমে রক্ষণশীল পদ্ধতিতে চিকিৎসা করছি। যদি এটি ব্যর্থ হয়, তবে তাঁকে অস্ত্রোপচার করার প্রয়োজন হতে পারে। সে তার ফিটনেস ট্রেনিং করতে পারে। তবে তাকে চাপ না নিতে বলা হয়েছে। তার ইনজুরিটা মুস্তাফিজের মতোই। সাধারণত পেস বোলারদের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি হয়। আশা করছি রক্ষণশীল পদ্ধতিতেই তার চিকিৎসাটা সফল হবে। এমন ইনজুরিতে ২০১৬ সালে মুস্তাফিজকে অস্ত্রোপচার করতে হয়েছিল, যে কারণে তাকে ছয় মাসের জন্য ক্রিকেটের বাইরে ছিটকে পড়তে হয়। বিসিবির একজন কর্মকর্তা বলেছেন, মাহমুদউল্লাহকে সাত দিন বিশ্রামে থাকতে বলেছেন চিকিৎসক। এরপর তার বিষয়ে বোর্ড একটি সিদ্ধান্ত নেবে। তবে বিসিবির ওই কর্মকর্তা বলেন, ইনজুরি সত্ত্বেও ঝুঁকি নিয়ে মাহমুদউল্লাহ বিশ্বকাপে খেলতে পারবেন। তবে ক্রিকবাজকে মাহমুদউল্লাহ বলেন, আমার অবস্থা ভালো নয়। এই ইনজুরিটা অনেকটা মুস্তাফিজের মতোই। ঠিকভাবে সুস্থ না হলে আমারও অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে। তবে বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে আশাবাদী মাহমুদউল্লাহ। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ওভালে আগামী ২ জুন শুরু হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

বিশ্বকাপের আগে ইনজুরি আশঙ্কায় মাহমুদউল্লাহ

আপলোড টাইম : ১০:১৭:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০১৯

খেলাধুলা ডেস্ক: আসন্ন আইসিসি বিশ্বকাপের আগে ইনজুরির আশঙ্কায় রয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। এমআরআই রিপোর্টে তার কাঁধে সমস্যা ধরা পড়ছে। যে কারণে তাকে নিয়ে শঙ্কা ঘনীভূত হয়েছে। কয়েক মাস আগে মাহমুদউল্লাহ চোট পান। সবশেষ নিউজিল্যান্ড সফরে মাঠে দুটি ডাইভ দেন। সেসময় ওখানেই তার এমআরআই টেস্ট করানো হয়। গতকাল সোমবার সেই রিপোর্ট পেয়েছে বিসিবি। এমআরআই রিপোর্ট হাতে পেলেও আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছু বলতে চাননি বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। তবে বোর্ডের একজন কর্মকর্তা ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজকে বলেছে, তার সমস্যাটাকে বলা হয় ‘সুপিরিয়র লাব্রাম অ্যান্টিরিয়র অ্যান্ড পোস্টেরিয়ার’। যা গ্রেড-৩ এর পর্যায়ে রয়েছে। আমরা তাকে ১৫ দিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছি। এরপর থেকে পুনর্বাসন প্রক্রিয়া শুরু হবে। এই প্রক্রিয়ায় চিকিৎসা সফল না হলে অস্ত্রোপচার করা লাগতে পারে মাহমুদউল্লাহর। ওই কর্মকর্তা আরও বলেন, আমরা প্রথমে রক্ষণশীল পদ্ধতিতে চিকিৎসা করছি। যদি এটি ব্যর্থ হয়, তবে তাঁকে অস্ত্রোপচার করার প্রয়োজন হতে পারে। সে তার ফিটনেস ট্রেনিং করতে পারে। তবে তাকে চাপ না নিতে বলা হয়েছে। তার ইনজুরিটা মুস্তাফিজের মতোই। সাধারণত পেস বোলারদের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি হয়। আশা করছি রক্ষণশীল পদ্ধতিতেই তার চিকিৎসাটা সফল হবে। এমন ইনজুরিতে ২০১৬ সালে মুস্তাফিজকে অস্ত্রোপচার করতে হয়েছিল, যে কারণে তাকে ছয় মাসের জন্য ক্রিকেটের বাইরে ছিটকে পড়তে হয়। বিসিবির একজন কর্মকর্তা বলেছেন, মাহমুদউল্লাহকে সাত দিন বিশ্রামে থাকতে বলেছেন চিকিৎসক। এরপর তার বিষয়ে বোর্ড একটি সিদ্ধান্ত নেবে। তবে বিসিবির ওই কর্মকর্তা বলেন, ইনজুরি সত্ত্বেও ঝুঁকি নিয়ে মাহমুদউল্লাহ বিশ্বকাপে খেলতে পারবেন। তবে ক্রিকবাজকে মাহমুদউল্লাহ বলেন, আমার অবস্থা ভালো নয়। এই ইনজুরিটা অনেকটা মুস্তাফিজের মতোই। ঠিকভাবে সুস্থ না হলে আমারও অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে। তবে বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে আশাবাদী মাহমুদউল্লাহ। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ওভালে আগামী ২ জুন শুরু হবে।