ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

বিরোধের জেরে কলেজছাত্রকে পিটিয়ে জখম

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:২৭:১১ অপরাহ্ন, রবিবার, ৮ এপ্রিল ২০১৮
  • / ৩২৪ বার পড়া হয়েছে

জীবননগরের যাদবপুরে জমিজমা সংক্রান্ত
জীবননগর অফিস: জীবননগরে জমিজমা নিয়ে বিরোধের জেরে কলেজছাত্রকে পিটিয়ে রক্তাক্ত জখমের অভিযোগ উঠেছে। জীবননগর উপজেলার যাদবপুর গ্রামে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, গত শুক্রবার রাত সাড়ে ৯টার সময় জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের যাদবপুর গ্রামের আ. হামিদের ছেলে জীবননগর ডিগ্রি কলেজের ছাত্র জুয়েল (১৯) যাদবপুর গ্রামের ফুফুর বাড়ি থেকে নিজ বাড়ি যাওয়ার পথে একই গ্রামের মাঈনউদ্দিনের ছেলে জাফর, মোতাসিন, মৃত আলী আহম্মদের ছেলে নুর আলম ও মাঈনউদ্দিন মিলে তাকে রড ও লাঠি দিয়ে মারধর করে। একপর্যায় আহত জুয়েল চিৎকার করলে তার পরিবারের লোকজন ছুটে এলে মোতাসিনরা তাকে ছেড়ে চলে যায়। আহত জুয়েলকে তার পরিবারের লোকজন উদ্ধার করে গত শুক্রবার রাত সাড়ে ১১টার সময় জীবননগর হাসপাতালে ভর্তি করেন। আহত জুয়েল অভিযোগ করে বলেন, মাঈনউদ্দিনদের সাথে আমাদের দীর্ঘ দিনের জমিজমা নিয়ে বিরোধ চলছে এর আগেও তারা আমাদের পটল গাছ কাটাসহ বিভিন্ন ফসলাবাদ নষ্ট করে দিয়েছে। তার পরও আমরা তাদের কিছু বলিনি। তারা প্রায় আমাদের বাড়ি এসে হুমকি ধামকি দিয়ে থাকে, আমি গত শুক্রবার রাতে আমার ফুফুর বাড়ি থেকে বাড়ি ফিরছিলাম। এমন সময় জাফর, মোতাসিনসহ বেশ কয়েকজন তাদের বাড়ির সামনে দাড়িয়ে ছিল। আমি তাদের বাড়ির সামনে পৌছালে তারা দুই ভাই আমাকে রড ও লাঠি দিয়ে মারধর করে আমি চিৎকার করলে তারা আমাকে ধরে পাশের একটি বাগানে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে আমি তাদের ফেলে কোন রকম জীবন বাচিয়ে বাড়িতে পালিয়ে আসি।
এ ব্যাপারে মতোসিনের সাথে কথা বললে তিনি বলেন, আমাদের বিরুদ্ধে যে অভিযোগ তুলা হয়েছে এটি সম্পন্ন মিথ্যা ও বানোয়াট। আমরা কেন জুয়েলকে মারতে যাবো তা ছাড়া আমি আর আমার ভাই সকালে জীবননগর বাজারে আমাদের দোকানে আসি আর রাতে বাড়ি যায় তা হলে আমরা কি ভাবে তাকে মারধর করলাম? সমাজে আমাদের হেয়প্রতিপন্ন করার জন্য তার মিথ্যা অভিযোগ তুলেছে।
এ ব্যপারে ওয়ার্ড মেম্বার আ. সালামের সাথে কথা বললে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আ. হামিদ ও মাঈনউদ্দিনের পরিবারের মধ্যে দির্ঘ দিন জমি জায়গা নিয়ে দন্দ চলছে এটি আমি যানি। গত শুক্রবার রাতে জুয়েল তার ফুফুর বাড়ি থেকে নিজের বাড়িতে যাওয়ার পথে মাঈনউদ্দিনের দুই ছেলে তাকে রড ও লাঠি দিয়ে মারধর করেছে বলে জুয়েল আমাকে জানিয়েছে এবং জুয়েল রক্তাক্ত অবস্থায় আমার বাড়িতে এলে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যেতে বলি। এদিকে আহত কলেজছাত্র জুয়েলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক গতকাল শনিবার তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার্ড করেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

বিরোধের জেরে কলেজছাত্রকে পিটিয়ে জখম

আপলোড টাইম : ০৯:২৭:১১ অপরাহ্ন, রবিবার, ৮ এপ্রিল ২০১৮

জীবননগরের যাদবপুরে জমিজমা সংক্রান্ত
জীবননগর অফিস: জীবননগরে জমিজমা নিয়ে বিরোধের জেরে কলেজছাত্রকে পিটিয়ে রক্তাক্ত জখমের অভিযোগ উঠেছে। জীবননগর উপজেলার যাদবপুর গ্রামে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, গত শুক্রবার রাত সাড়ে ৯টার সময় জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের যাদবপুর গ্রামের আ. হামিদের ছেলে জীবননগর ডিগ্রি কলেজের ছাত্র জুয়েল (১৯) যাদবপুর গ্রামের ফুফুর বাড়ি থেকে নিজ বাড়ি যাওয়ার পথে একই গ্রামের মাঈনউদ্দিনের ছেলে জাফর, মোতাসিন, মৃত আলী আহম্মদের ছেলে নুর আলম ও মাঈনউদ্দিন মিলে তাকে রড ও লাঠি দিয়ে মারধর করে। একপর্যায় আহত জুয়েল চিৎকার করলে তার পরিবারের লোকজন ছুটে এলে মোতাসিনরা তাকে ছেড়ে চলে যায়। আহত জুয়েলকে তার পরিবারের লোকজন উদ্ধার করে গত শুক্রবার রাত সাড়ে ১১টার সময় জীবননগর হাসপাতালে ভর্তি করেন। আহত জুয়েল অভিযোগ করে বলেন, মাঈনউদ্দিনদের সাথে আমাদের দীর্ঘ দিনের জমিজমা নিয়ে বিরোধ চলছে এর আগেও তারা আমাদের পটল গাছ কাটাসহ বিভিন্ন ফসলাবাদ নষ্ট করে দিয়েছে। তার পরও আমরা তাদের কিছু বলিনি। তারা প্রায় আমাদের বাড়ি এসে হুমকি ধামকি দিয়ে থাকে, আমি গত শুক্রবার রাতে আমার ফুফুর বাড়ি থেকে বাড়ি ফিরছিলাম। এমন সময় জাফর, মোতাসিনসহ বেশ কয়েকজন তাদের বাড়ির সামনে দাড়িয়ে ছিল। আমি তাদের বাড়ির সামনে পৌছালে তারা দুই ভাই আমাকে রড ও লাঠি দিয়ে মারধর করে আমি চিৎকার করলে তারা আমাকে ধরে পাশের একটি বাগানে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে আমি তাদের ফেলে কোন রকম জীবন বাচিয়ে বাড়িতে পালিয়ে আসি।
এ ব্যাপারে মতোসিনের সাথে কথা বললে তিনি বলেন, আমাদের বিরুদ্ধে যে অভিযোগ তুলা হয়েছে এটি সম্পন্ন মিথ্যা ও বানোয়াট। আমরা কেন জুয়েলকে মারতে যাবো তা ছাড়া আমি আর আমার ভাই সকালে জীবননগর বাজারে আমাদের দোকানে আসি আর রাতে বাড়ি যায় তা হলে আমরা কি ভাবে তাকে মারধর করলাম? সমাজে আমাদের হেয়প্রতিপন্ন করার জন্য তার মিথ্যা অভিযোগ তুলেছে।
এ ব্যপারে ওয়ার্ড মেম্বার আ. সালামের সাথে কথা বললে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আ. হামিদ ও মাঈনউদ্দিনের পরিবারের মধ্যে দির্ঘ দিন জমি জায়গা নিয়ে দন্দ চলছে এটি আমি যানি। গত শুক্রবার রাতে জুয়েল তার ফুফুর বাড়ি থেকে নিজের বাড়িতে যাওয়ার পথে মাঈনউদ্দিনের দুই ছেলে তাকে রড ও লাঠি দিয়ে মারধর করেছে বলে জুয়েল আমাকে জানিয়েছে এবং জুয়েল রক্তাক্ত অবস্থায় আমার বাড়িতে এলে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যেতে বলি। এদিকে আহত কলেজছাত্র জুয়েলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক গতকাল শনিবার তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার্ড করেন।