ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

বিনা অনুমতিতে বাংলাদেশের পানি নিচ্ছে ভারত

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১২:৫৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০১৯
  • / ২৫৩ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদন:
আন্তর্জাতিক আইন অমান্য করে সীমান্তের জিরো লাইনে পাম্প বসিয়ে ফেনী নদী থেকে পানি উত্তোলন করছে ভারত। বাংলাদেশের পানিসম্পদ ও পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে যে, পানি উত্তোলন না করতে অনুরোধ জানানো হয়েছে ভারতকে। সূত্র জানায়, ২০১০ সালের জানুয়ারিতে ঢাকায় অনুষ্ঠিত পানিসম্পদ সচিব পর্যায়ের বৈঠকে ফেনী নদী থেকে ১ দশমিক ৮২ কিউসেক খাবার পানি পাম্পের মাধ্যমে চেয়েছিল ভারত। বৈঠকে মানবিকতার প্রেক্ষিতে ভারতকে পানি দেয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে সে সিদ্ধান্ত ভারতকে বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। ফলে বাংলাদেশের অনুমতি ছাড়া সীমান্তের শূন্য লাইনে পাম্প বসিয়ে পানি উত্তোলনের মাধ্যমে আন্তর্জাতিক আইন অমান্য করছে ভারত। বাংলাদেশের ফেনী নদী থেকে পানি উত্তোলন না করতে এবং সীমান্তের শূন্য লাইনে স্থাপনা অপসারণে ভারত কী ব্যবস্থা নিয়েছে তা জানতে চাওয়া হলে ভারতের প্রতিনিধি দল জানায়, বিষয়টি সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।
পানিসম্পদ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, মানবিক দৃষ্টিকোণ থেকে বাংলাদেশ পানি দিতে সম্মত হয়। কেউ খাবার পানি চাইবে, বাংলাদেশ সেটি দেবে না, বিষয়টি সে রকম নয়। তারা যে পরিমাণ পানি চেয়েছে তা ফেনী নদী প্রবাহের ২ থেকে ৩ শতাংশ। তবে বাংলাদেশের সম্মতিতে পানি উত্তোলন করলে বিষয়টি ভালো হতো। উল্লেখ্য, চলতি বছরের আগস্টে অনুষ্ঠিত বাংলাদেশ ও ভারতের পানিসম্পদ সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। ভারতের পক্ষ থেকে জানানো হয়, ত্রিপুরার সাবরুমে খাবার পানির সংকট রয়েছে। ভারতের সাবরুম শহরের জনগণের খাবার পানি সরবরাহের জন্য ভারতীয় পক্ষের অনুরোধে মানবিক দৃষ্টিকোণে পানি দেয়ার বিষয়ে নীতিগতভাবে সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে কতটুকু পানি দেয়া হবে সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। বাংলাদেশ-ভারত পানিসম্পদ সচিব পর্যায়ের বৈঠকে বাংলাদেশের পক্ষে পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার এবং ভারতের পক্ষে দেশটির পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব উপেন্দ্র প্রসাদ সিং নিজ নিজ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
প্রসঙ্গত, ফেনী নদীর উৎপত্তিস্থল বাংলাদেশের মাটিরাঙ্গার ভগবানটিলায়। অথচ ভারতের তরফ থেকে বলা হয়, এ নদীর উৎপত্তি ত্রিপুরা রাজ্যে। যদিও ১০৮ কিলোমিটারের এই নদীর কোনো অংশই ভারতের অভ্যন্তরে প্রবেশ করেনি।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

বিনা অনুমতিতে বাংলাদেশের পানি নিচ্ছে ভারত

আপলোড টাইম : ১২:৫৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০১৯

সমীকরণ প্রতিবেদন:
আন্তর্জাতিক আইন অমান্য করে সীমান্তের জিরো লাইনে পাম্প বসিয়ে ফেনী নদী থেকে পানি উত্তোলন করছে ভারত। বাংলাদেশের পানিসম্পদ ও পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে যে, পানি উত্তোলন না করতে অনুরোধ জানানো হয়েছে ভারতকে। সূত্র জানায়, ২০১০ সালের জানুয়ারিতে ঢাকায় অনুষ্ঠিত পানিসম্পদ সচিব পর্যায়ের বৈঠকে ফেনী নদী থেকে ১ দশমিক ৮২ কিউসেক খাবার পানি পাম্পের মাধ্যমে চেয়েছিল ভারত। বৈঠকে মানবিকতার প্রেক্ষিতে ভারতকে পানি দেয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে সে সিদ্ধান্ত ভারতকে বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। ফলে বাংলাদেশের অনুমতি ছাড়া সীমান্তের শূন্য লাইনে পাম্প বসিয়ে পানি উত্তোলনের মাধ্যমে আন্তর্জাতিক আইন অমান্য করছে ভারত। বাংলাদেশের ফেনী নদী থেকে পানি উত্তোলন না করতে এবং সীমান্তের শূন্য লাইনে স্থাপনা অপসারণে ভারত কী ব্যবস্থা নিয়েছে তা জানতে চাওয়া হলে ভারতের প্রতিনিধি দল জানায়, বিষয়টি সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।
পানিসম্পদ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, মানবিক দৃষ্টিকোণ থেকে বাংলাদেশ পানি দিতে সম্মত হয়। কেউ খাবার পানি চাইবে, বাংলাদেশ সেটি দেবে না, বিষয়টি সে রকম নয়। তারা যে পরিমাণ পানি চেয়েছে তা ফেনী নদী প্রবাহের ২ থেকে ৩ শতাংশ। তবে বাংলাদেশের সম্মতিতে পানি উত্তোলন করলে বিষয়টি ভালো হতো। উল্লেখ্য, চলতি বছরের আগস্টে অনুষ্ঠিত বাংলাদেশ ও ভারতের পানিসম্পদ সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। ভারতের পক্ষ থেকে জানানো হয়, ত্রিপুরার সাবরুমে খাবার পানির সংকট রয়েছে। ভারতের সাবরুম শহরের জনগণের খাবার পানি সরবরাহের জন্য ভারতীয় পক্ষের অনুরোধে মানবিক দৃষ্টিকোণে পানি দেয়ার বিষয়ে নীতিগতভাবে সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে কতটুকু পানি দেয়া হবে সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। বাংলাদেশ-ভারত পানিসম্পদ সচিব পর্যায়ের বৈঠকে বাংলাদেশের পক্ষে পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার এবং ভারতের পক্ষে দেশটির পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব উপেন্দ্র প্রসাদ সিং নিজ নিজ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
প্রসঙ্গত, ফেনী নদীর উৎপত্তিস্থল বাংলাদেশের মাটিরাঙ্গার ভগবানটিলায়। অথচ ভারতের তরফ থেকে বলা হয়, এ নদীর উৎপত্তি ত্রিপুরা রাজ্যে। যদিও ১০৮ কিলোমিটারের এই নদীর কোনো অংশই ভারতের অভ্যন্তরে প্রবেশ করেনি।