ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

বিদ্রোহী: স্বেচ্ছায় প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ দিয়েছে আওয়ামী লীগ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:০৯:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ ডিসেম্বর ২০১৮
  • / ৩০৩ বার পড়া হয়েছে

৭০ বছরে পদর্পণ করলো আওয়া

সমীকরণ ডেস্ক: আগামী জাতীয় সংসদ নির্বাচনে দল-জোট মনোনীতদের বাইরে আওয়ামী লীগের ৭৯ জন নেতা স্বতন্ত্র হিসেবে প্রার্থী হয়েছিলেন। এদের মধ্যে ৩২ জনই নির্বাচন কমিশনের যাচাই-বাছাইয়ে অযোগ্য হয়েছেন। এদিকে মাঠে দল-জোটের একক প্রার্থী রাখতে বিদ্রোহীদের স্বেচ্ছায় প্রার্থিতা প্রত্যাহার করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগ। নির্দেশ অমান্য করে কেউ প্রার্থী থাকলে তাকে দল থেকে আজীবন বহিষ্কার করা হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আমাদের জোটগত ও দলগত প্রার্থী মোটামুটি চূড়ান্ত হয়ে আছে। তালিকা না দিলেও মৌখিকভাবে চূড়ান্ত বলা আছে। কিছু কিছু আসনে প্রত্যাহারে শেষ দিনেও হয়তো দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে ভোটের দৌড়ে থাকতে চাইবেন। তাদের বিষয়ে আমাদের কঠোর বার্তা দেওয়া আছে। আমরা প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত অপেক্ষা করবো। আমরা বোঝানোর চেষ্টা করছি, করবো। আওয়ামী লীগাররা সময়মতো ঐক্যবদ্ধ হয়ে যাবে। তবে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনের পর আর নরম থাকার সুযোগ নেই, আমরা আগেও বলেছি বিদ্রোহী হলে দল থেকে আজীবন বহিষ্কার করা হবে। প্রসঙ্গত, দলের সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থীদের বিদ্রোহী হিসেবে ধরে নিয়েছে আওয়ামী লীগ।
এদিকে নির্বাচনী প্রচারণার আগেই শেষ মুহূর্তের ভোটের মাঠ পর্যবেক্ষণের সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। এজন্য একটি টিমও গঠন করা হয়েছে। আগামী এক সপ্তাহের মাধ্যমে ৩০০ আসনের সার্বিক চিত্রের প্রতিবেদন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার কাছে জমা দিবে এই কমিটি। রবিবার থেকে কমিটি কাজ শুরু করেছে। আর এ কাজটি সার্বিকভাবে তত্ত্বাবধায়ন করছেন দলীয় মনোনয়ন না পাওয়া আওয়ামী লীগের কেন্দ্রীয় পাঁচ নেতা। তারা হলেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, বিএম মোজাম্মেল হক ও আহমদ হোসেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

বিদ্রোহী: স্বেচ্ছায় প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ দিয়েছে আওয়ামী লীগ

আপলোড টাইম : ১১:০৯:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ ডিসেম্বর ২০১৮

সমীকরণ ডেস্ক: আগামী জাতীয় সংসদ নির্বাচনে দল-জোট মনোনীতদের বাইরে আওয়ামী লীগের ৭৯ জন নেতা স্বতন্ত্র হিসেবে প্রার্থী হয়েছিলেন। এদের মধ্যে ৩২ জনই নির্বাচন কমিশনের যাচাই-বাছাইয়ে অযোগ্য হয়েছেন। এদিকে মাঠে দল-জোটের একক প্রার্থী রাখতে বিদ্রোহীদের স্বেচ্ছায় প্রার্থিতা প্রত্যাহার করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগ। নির্দেশ অমান্য করে কেউ প্রার্থী থাকলে তাকে দল থেকে আজীবন বহিষ্কার করা হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আমাদের জোটগত ও দলগত প্রার্থী মোটামুটি চূড়ান্ত হয়ে আছে। তালিকা না দিলেও মৌখিকভাবে চূড়ান্ত বলা আছে। কিছু কিছু আসনে প্রত্যাহারে শেষ দিনেও হয়তো দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে ভোটের দৌড়ে থাকতে চাইবেন। তাদের বিষয়ে আমাদের কঠোর বার্তা দেওয়া আছে। আমরা প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত অপেক্ষা করবো। আমরা বোঝানোর চেষ্টা করছি, করবো। আওয়ামী লীগাররা সময়মতো ঐক্যবদ্ধ হয়ে যাবে। তবে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনের পর আর নরম থাকার সুযোগ নেই, আমরা আগেও বলেছি বিদ্রোহী হলে দল থেকে আজীবন বহিষ্কার করা হবে। প্রসঙ্গত, দলের সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থীদের বিদ্রোহী হিসেবে ধরে নিয়েছে আওয়ামী লীগ।
এদিকে নির্বাচনী প্রচারণার আগেই শেষ মুহূর্তের ভোটের মাঠ পর্যবেক্ষণের সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। এজন্য একটি টিমও গঠন করা হয়েছে। আগামী এক সপ্তাহের মাধ্যমে ৩০০ আসনের সার্বিক চিত্রের প্রতিবেদন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার কাছে জমা দিবে এই কমিটি। রবিবার থেকে কমিটি কাজ শুরু করেছে। আর এ কাজটি সার্বিকভাবে তত্ত্বাবধায়ন করছেন দলীয় মনোনয়ন না পাওয়া আওয়ামী লীগের কেন্দ্রীয় পাঁচ নেতা। তারা হলেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, বিএম মোজাম্মেল হক ও আহমদ হোসেন।