ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

বিদায় মজলুম আলেমেদ্বীন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৪৭:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ অগাস্ট ২০২১
  • / ২৫ বার পড়া হয়েছে

আল্লামা বাবুনগরীর জানাজায় লাখো জনতা, হেফাজতের নতুন আমির মহিবুল্লাহ বাবুনগরী
সমীকরণ প্রতিবেদন:
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির দেশের সর্বজন শ্রদ্ধেয় প্রবীণ আলেম আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার শিক্ষাসচিব শায়খুল হাদিস আল্লামা হাফেজ জুনাইদ বাবুনগরী আর নেই। গতকাল বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। বিদায় অকুতোভয় মজলুম আলেমেদ্বীন। এদিকে, হেফাজতে ইসলামের নতুন আমির হিসেবে মহিবুল্লাহ বাবুনগরীর নাম ঘোষণা করা হয়েছে। সংগঠনটির মহাসচিব নুরুল ইসলাম জেহাদী গতকাল রাতে এ ঘোষণা দেন।
আল্লামা জুনাইদ বাবুনগরী বেলা ১১টায় হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে ৬৮ বছর বয়সী এই মজলুম আলেমকে অ্যাম্বুলেন্সে হাটহাজারী থেকে নগরীর সিএসসিআর হাসপাতালে নেয়া হয়। তিনি দীর্ঘদিন যাবৎ কিডনী, ডায়বেটিকস, হাই-প্রেসারসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। সকাল ১০টায় হঠাৎ তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। এরপর হাসপাতালে নেয়ার কিছুক্ষণের মধ্যে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, পাঁচ কন্যা, এক পুত্র সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেনে।
ঈমানী তেজদীপ্ত অকুতোভয় প্রখ্যাত এ আলেমেদ্বীনের ইন্তেকালের খবরে চট্টগ্রামসহ দেশব্যাপী শোকের ছায়া নেমে আসে। তাকে শেষবারের মতো দেখতে দেশের নানা প্রান্ত থেকে সর্বস্তরের আলেম-উলামা, মাদরাসার ছাত্র-শিক্ষকসহ তৌহিদি জনতা হাসপাতাল এবং হাটহাজারী মাদরাসায় ছুটে আসেন। তাকে শেষ বিদায় জানাতে হেফাজতের নেতাকর্মী, সমর্থকদের পাশাপাশি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও হাটহাজারী মাদরাসায় আসেন। তার দীর্ঘদিনের কর্মস্থল হাটহাজারী মাদরাসা এবং জন্মস্থান উত্তর চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগরে নেমে আসে শোকের ছায়া। অ্যাম্বুলেন্সে হাসপাতাল থেকে তাকে হাটহাজারী মাদরাসায় নেয়া হলে সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। চট্টগ্রাম নগরী থেকে হাটহাজারী মাদরাসা পর্যন্ত রাস্তার দুই পাশে দাঁড়িয়ে শোকার্ত মানুষ তার প্রতি শেষ শ্রদ্ধা জানান।
প্রবীণ এ শিক্ষকের আকস্মিক ইন্তেকালের খবরে ছুটে আসা হেফাজতের সর্বস্তরের নেতাকর্মী, আলেম-উলামা, মাদরাসার শিক্ষার্থী ও স্থানীয় লোকজন কান্নায় ভেঙে পড়েন। সুশৃঙ্খলভাবে জানাজা দাফন সম্পন্ন করতে বিকেল থেকে রাত পর্যন্ত হাটহাজারী মাদরাসায় দফায় দফায় বৈঠকে মিলিত হন হেফাজত নেতা ও মাদরাসার শিক্ষকগণ। প্রথমে বাদ মাগরিব হাটহাজারী মাদরাসায় তার নামাজে জানাজা অনুষ্ঠানের ঘোষণা দেয়া হলেও পরে সারাদেশের আলেম-উলামাদের অনুরোধে সময় বাড়িয়ে রাত ১১টায় করা হয়। হাটহাজারী মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা ইয়াহিয়া জানান, দেশের বিভিন্ন এলাকা থেকে অনেকে জানাজায় শরিক হওয়ার আগ্রহ প্রকাশ করে রওনা দেন। পূর্ব নির্ধারিত সময়ে হাটহাজারী মাদরাসা ময়দানে বিশাল নামাজে জানাজা শেষে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়। হাটহাজারী মাদরাসা প্রাঙ্গণ থেকে শুরু করে আশপাশের কয়েক বর্গকিলোমিটার এলাকায় লাখো তৌহিদি জনতা অংশগ্রহণে বিশাল এ নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
এদিকে, হেফাজতে ইসলামের নতুন আমির হিসেবে মহিবুল্লাহ বাবুনগরীর নাম ঘোষণা করা হয়েছে। সংগঠনটির মহাসচিব নুরুল ইসলাম জেহাদী আজ রাতে এ ঘোষণা দেন। গতকাল বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুরে অসুস্থ হয়ে মারা যান আল্লামা জুনায়েদ বাবুনগরী। তার মৃত্যুর পর আমিরের পথ খালি হওয়ায় বাবুনগরীর জানাজার আগেই নতুন আমির ঘোষণা করে সংগঠনটি। বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় এক বিশেষ বৈঠকে এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে। ২০২০ সালে হেফাজতের আমির হন জুনায়েদ বাবুনগরী। আমৃত্যু তিনি এই পদে ছিলেন। এর আগে তিনি এ সংগঠনের মহাসচিব পদে ছিলেন। তখন আমির ছিলেন প্রয়াত আল্লামা আহমদ শফী। হেফাজতের ১৬ সদস্যবিশিষ্ট উপদেষ্টা কমিটির প্রধান উপদেষ্টা ছিলেন মুহিবুল্লাহ বাবুনগরী। প্রয়াত হেফাজত আমির মাওলানা জুনায়েদ বাবুনগরী ও মুহিবুল্লাহ বাবুনগরী সম্পর্কে মামা-ভাগ্নে। মুহিব্বুল্লাহ বাবুনগরী ইসলামী ঐক্যজোটের সিনিয়র ভাইস চেয়ারম্যান ছিলেন। এর আগে আল্লামা আহমদ শফীর নেতৃত্বাধীন হেফাজতের কমিটিতে সিনিয়র নায়েবে আমির হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

বিদায় মজলুম আলেমেদ্বীন

আপলোড টাইম : ০৯:৪৭:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ অগাস্ট ২০২১

আল্লামা বাবুনগরীর জানাজায় লাখো জনতা, হেফাজতের নতুন আমির মহিবুল্লাহ বাবুনগরী
সমীকরণ প্রতিবেদন:
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির দেশের সর্বজন শ্রদ্ধেয় প্রবীণ আলেম আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার শিক্ষাসচিব শায়খুল হাদিস আল্লামা হাফেজ জুনাইদ বাবুনগরী আর নেই। গতকাল বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। বিদায় অকুতোভয় মজলুম আলেমেদ্বীন। এদিকে, হেফাজতে ইসলামের নতুন আমির হিসেবে মহিবুল্লাহ বাবুনগরীর নাম ঘোষণা করা হয়েছে। সংগঠনটির মহাসচিব নুরুল ইসলাম জেহাদী গতকাল রাতে এ ঘোষণা দেন।
আল্লামা জুনাইদ বাবুনগরী বেলা ১১টায় হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে ৬৮ বছর বয়সী এই মজলুম আলেমকে অ্যাম্বুলেন্সে হাটহাজারী থেকে নগরীর সিএসসিআর হাসপাতালে নেয়া হয়। তিনি দীর্ঘদিন যাবৎ কিডনী, ডায়বেটিকস, হাই-প্রেসারসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। সকাল ১০টায় হঠাৎ তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। এরপর হাসপাতালে নেয়ার কিছুক্ষণের মধ্যে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, পাঁচ কন্যা, এক পুত্র সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেনে।
ঈমানী তেজদীপ্ত অকুতোভয় প্রখ্যাত এ আলেমেদ্বীনের ইন্তেকালের খবরে চট্টগ্রামসহ দেশব্যাপী শোকের ছায়া নেমে আসে। তাকে শেষবারের মতো দেখতে দেশের নানা প্রান্ত থেকে সর্বস্তরের আলেম-উলামা, মাদরাসার ছাত্র-শিক্ষকসহ তৌহিদি জনতা হাসপাতাল এবং হাটহাজারী মাদরাসায় ছুটে আসেন। তাকে শেষ বিদায় জানাতে হেফাজতের নেতাকর্মী, সমর্থকদের পাশাপাশি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও হাটহাজারী মাদরাসায় আসেন। তার দীর্ঘদিনের কর্মস্থল হাটহাজারী মাদরাসা এবং জন্মস্থান উত্তর চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগরে নেমে আসে শোকের ছায়া। অ্যাম্বুলেন্সে হাসপাতাল থেকে তাকে হাটহাজারী মাদরাসায় নেয়া হলে সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। চট্টগ্রাম নগরী থেকে হাটহাজারী মাদরাসা পর্যন্ত রাস্তার দুই পাশে দাঁড়িয়ে শোকার্ত মানুষ তার প্রতি শেষ শ্রদ্ধা জানান।
প্রবীণ এ শিক্ষকের আকস্মিক ইন্তেকালের খবরে ছুটে আসা হেফাজতের সর্বস্তরের নেতাকর্মী, আলেম-উলামা, মাদরাসার শিক্ষার্থী ও স্থানীয় লোকজন কান্নায় ভেঙে পড়েন। সুশৃঙ্খলভাবে জানাজা দাফন সম্পন্ন করতে বিকেল থেকে রাত পর্যন্ত হাটহাজারী মাদরাসায় দফায় দফায় বৈঠকে মিলিত হন হেফাজত নেতা ও মাদরাসার শিক্ষকগণ। প্রথমে বাদ মাগরিব হাটহাজারী মাদরাসায় তার নামাজে জানাজা অনুষ্ঠানের ঘোষণা দেয়া হলেও পরে সারাদেশের আলেম-উলামাদের অনুরোধে সময় বাড়িয়ে রাত ১১টায় করা হয়। হাটহাজারী মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা ইয়াহিয়া জানান, দেশের বিভিন্ন এলাকা থেকে অনেকে জানাজায় শরিক হওয়ার আগ্রহ প্রকাশ করে রওনা দেন। পূর্ব নির্ধারিত সময়ে হাটহাজারী মাদরাসা ময়দানে বিশাল নামাজে জানাজা শেষে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়। হাটহাজারী মাদরাসা প্রাঙ্গণ থেকে শুরু করে আশপাশের কয়েক বর্গকিলোমিটার এলাকায় লাখো তৌহিদি জনতা অংশগ্রহণে বিশাল এ নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
এদিকে, হেফাজতে ইসলামের নতুন আমির হিসেবে মহিবুল্লাহ বাবুনগরীর নাম ঘোষণা করা হয়েছে। সংগঠনটির মহাসচিব নুরুল ইসলাম জেহাদী আজ রাতে এ ঘোষণা দেন। গতকাল বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুরে অসুস্থ হয়ে মারা যান আল্লামা জুনায়েদ বাবুনগরী। তার মৃত্যুর পর আমিরের পথ খালি হওয়ায় বাবুনগরীর জানাজার আগেই নতুন আমির ঘোষণা করে সংগঠনটি। বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় এক বিশেষ বৈঠকে এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে। ২০২০ সালে হেফাজতের আমির হন জুনায়েদ বাবুনগরী। আমৃত্যু তিনি এই পদে ছিলেন। এর আগে তিনি এ সংগঠনের মহাসচিব পদে ছিলেন। তখন আমির ছিলেন প্রয়াত আল্লামা আহমদ শফী। হেফাজতের ১৬ সদস্যবিশিষ্ট উপদেষ্টা কমিটির প্রধান উপদেষ্টা ছিলেন মুহিবুল্লাহ বাবুনগরী। প্রয়াত হেফাজত আমির মাওলানা জুনায়েদ বাবুনগরী ও মুহিবুল্লাহ বাবুনগরী সম্পর্কে মামা-ভাগ্নে। মুহিব্বুল্লাহ বাবুনগরী ইসলামী ঐক্যজোটের সিনিয়র ভাইস চেয়ারম্যান ছিলেন। এর আগে আল্লামা আহমদ শফীর নেতৃত্বাধীন হেফাজতের কমিটিতে সিনিয়র নায়েবে আমির হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন।