ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

বিকেএসপিতে যেন পুরোনো মাশরাফি

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৫২:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০১৮
  • / ৩০৮ বার পড়া হয়েছে

খেলাধুলা ডেস্ক: সাভারে আবাহনী-শেখ জামাল লড়াইটা দেখলে মাশরাফি বিন মুর্তজার পুরোনো দিনে কথা মনে পড়ে যাবে সবার। বিকেএসপির চার নম্বর মঠে ‘নড়াইল এক্সপ্রেস’ বল হাতে দারুণ উজ্জ্বলতা ছড়িয়েছেন। বাইশ গজে আগুন ঝরিয়ে সাজঘরের রাস্তা দেখিয়েছেন পাঁচজন শেখ জামালের ব্যাটসম্যানকে। এনামুল হক বিজয়ের শতকে বড় স্কোরই গড়েছিল আবাহনী। ব্যাট হাতে মাশরাফি অবশ্য দেখাতে পারেননি ঝলক। তাতে কি, বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক বোলিংয়েই কুপোকাত করেছেন প্রতিপক্ষকে। শেখ জামালের দুই উদ্বোধনী ব্যাটসম্যানই ফিরেছেন মাশরাফির শিকার হয়ে। ম্যাচের শুরুতেই শুরু করেছিলেন জিয়াউর রহমানকে ফিরিয়ে। পরে তুলে নিয়েছেন সাইকাত আলীকেও। দুজনই ফিরেছেন বোল্ড হয়ে। প্রথম স্পেলে সব মিলিয়ে বল করেছিলেন সাত ওভার, ২৫ রান দিয়ে মাশরাফির ঝুলিতে দুই উইকেট। আর দ্বিতীয় স্পেলে ফিরে তো গুঁড়িয়ে দিয়েছেন শেখ জামালকে। যেখানে শেষ করেছিলেন প্রথম স্পেলের, সেখান থেকেই শুরু করেছেন দ্বিতীয় স্পেলের। বরং এই স্পেলে আরো ভয়ংকর ছিলেন বাংলাদেশ দলনায়ক। আল-ইমরান, নাজমুল ইসলাম ও আবু জায়েদকে ফিরিয়েছেন ৯ বলের ব্যবধানে। সব মিলিয়ে ৮.৩ ওভারে এক মেইডেন ও ২৯ রান দিয়ে মাশরাফির শিকার পাঁচ উইকেট। মজার ব্যাপার, পাঁচ উইকেটের চারটিই মাশরাফি তুলে নিয়েছেন সোজা বোল্ড করে। এই নিয়ে মাশরাফি পঞ্চমবার লিস্ট ‘এ’ ক্রিকেটে পাঁচ উইকেট শিকার করলেন। ২৪৮ ম্যাচে বাংলাদেশের সফলতম ওয়ানডে অধিনায়কের সংগ্রহ ৩৪৬ উইকেট।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

বিকেএসপিতে যেন পুরোনো মাশরাফি

আপলোড টাইম : ০৯:৫২:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০১৮

খেলাধুলা ডেস্ক: সাভারে আবাহনী-শেখ জামাল লড়াইটা দেখলে মাশরাফি বিন মুর্তজার পুরোনো দিনে কথা মনে পড়ে যাবে সবার। বিকেএসপির চার নম্বর মঠে ‘নড়াইল এক্সপ্রেস’ বল হাতে দারুণ উজ্জ্বলতা ছড়িয়েছেন। বাইশ গজে আগুন ঝরিয়ে সাজঘরের রাস্তা দেখিয়েছেন পাঁচজন শেখ জামালের ব্যাটসম্যানকে। এনামুল হক বিজয়ের শতকে বড় স্কোরই গড়েছিল আবাহনী। ব্যাট হাতে মাশরাফি অবশ্য দেখাতে পারেননি ঝলক। তাতে কি, বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক বোলিংয়েই কুপোকাত করেছেন প্রতিপক্ষকে। শেখ জামালের দুই উদ্বোধনী ব্যাটসম্যানই ফিরেছেন মাশরাফির শিকার হয়ে। ম্যাচের শুরুতেই শুরু করেছিলেন জিয়াউর রহমানকে ফিরিয়ে। পরে তুলে নিয়েছেন সাইকাত আলীকেও। দুজনই ফিরেছেন বোল্ড হয়ে। প্রথম স্পেলে সব মিলিয়ে বল করেছিলেন সাত ওভার, ২৫ রান দিয়ে মাশরাফির ঝুলিতে দুই উইকেট। আর দ্বিতীয় স্পেলে ফিরে তো গুঁড়িয়ে দিয়েছেন শেখ জামালকে। যেখানে শেষ করেছিলেন প্রথম স্পেলের, সেখান থেকেই শুরু করেছেন দ্বিতীয় স্পেলের। বরং এই স্পেলে আরো ভয়ংকর ছিলেন বাংলাদেশ দলনায়ক। আল-ইমরান, নাজমুল ইসলাম ও আবু জায়েদকে ফিরিয়েছেন ৯ বলের ব্যবধানে। সব মিলিয়ে ৮.৩ ওভারে এক মেইডেন ও ২৯ রান দিয়ে মাশরাফির শিকার পাঁচ উইকেট। মজার ব্যাপার, পাঁচ উইকেটের চারটিই মাশরাফি তুলে নিয়েছেন সোজা বোল্ড করে। এই নিয়ে মাশরাফি পঞ্চমবার লিস্ট ‘এ’ ক্রিকেটে পাঁচ উইকেট শিকার করলেন। ২৪৮ ম্যাচে বাংলাদেশের সফলতম ওয়ানডে অধিনায়কের সংগ্রহ ৩৪৬ উইকেট।