ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

বিকাশের তিন প্রতারক গ্রেপ্তার

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:২৭:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০২২
  • / ১১ বার পড়া হয়েছে

জীবননগর অফিস:
জীবননগর থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা সঙ্ঘবদ্ধ বিকাশ প্রতারক চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার রাতে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেকের নেতৃত্বে থানা পুলিশের এসআই সাজ্জাদ হোসেন সঙ্গীয় ফোর্সসহ বিশেষ কৌশল অবলম্বন করে প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে প্রতারক চক্রের তিন সদস্যকে আটক করতে সমর্থ হোন। গ্রেপ্তারকৃতরা হলেন- জীবননগর উপজেলার উথলী গ্রামের আবুল হোসেনের ছেলে হারুন অর-রশিদ (২৩), রাজশাহী জেলার বোয়ালিয়া থানার মথুরাডাঙ্গা গ্রামের রফিকুল ইসলামের ছেলে নাহিদ হোসেন (২৬) ও নরানীনগর সাধুর মোড়ের মৃত সৈয়দ ইয়াসিন আলীর ছেলে আমিরুল ইসলাম (৬০)। গ্রেফতারকৃত প্রতারকচক্রের তিন সদস্যকে গতকাল বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
জীবননগর থানা সূত্রে জানা যায়, মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির জীবননগর উপজেলার উথলী এরিয়া অফিসের নাইট গার্ড ফকির মোহাম্মদের ছেলে শরিকুল ইসলাম দুবাই প্রবাসী। তারা বাবা-ছেলে মোবাইলফোনে ইমুতে কথা বলতেন। এ অবস্থায় তাদের ইমু নম্বর অজ্ঞাত হ্যাকাররা কৌশলে তাদের নিয়ন্ত্রণে নেয়। পরবর্তীতে ছেলে সেজে কণ্ঠ নকল করে প্রতারকরা ফকির মোহাম্মদের নিকট থেকে কৌশলে গত ২৫ অক্টোবর থেকে ২৬ অক্টোবর দুপুর পর্যন্ত ৮টি বিকাশ নম্বরের মাধ্যমে ৫ লাখ টাকা হাতিয়ে নেয়। পরে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ভুক্তভোগী ফকির মোহাম্মদ জীবননগর থানায় একটি সাধারণ ডাইরি করেন। এরই প্রেক্ষিতে জীবননগর থানা পুলিশ বিশেষ প্রযুক্তির মাধ্যমে প্রতারক চক্রের তিন সদস্যকে আটক করতে সক্ষম হয়।
এবিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেক বলেন, গ্রেফতারকৃত তিন প্রতারক আন্ত:জেলা প্রতারক চক্রের সদস্য। তারা ভুক্তভোগী ফকির মোহাম্মদকে প্রতারণার ফাঁদে ফেলে মোবাইল বিকাশের মাধ্যমে পাঁচ লাখ টাকা হাতিয়ে নেয়। তাদেরকে থানার চৌকস সাব-ইন্সপেক্টর সাজ্জাদ হোসেন বিশেষ প্রযুক্তি ব্যবহার করে সনাক্ত করতে সক্ষম হয়। পরবর্তীতে গত বুধবার রাতে বিশেষ অভিযান চালিয়ে প্রতারক চক্রের তিন আসামিকে আটক করতে সক্ষম হয়। আদালতের মাধ্যমে তাদেরকে জেলা কারাগরে প্রেরণ করা হয়েছে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

বিকাশের তিন প্রতারক গ্রেপ্তার

আপলোড টাইম : ১১:২৭:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০২২

জীবননগর অফিস:
জীবননগর থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা সঙ্ঘবদ্ধ বিকাশ প্রতারক চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার রাতে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেকের নেতৃত্বে থানা পুলিশের এসআই সাজ্জাদ হোসেন সঙ্গীয় ফোর্সসহ বিশেষ কৌশল অবলম্বন করে প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে প্রতারক চক্রের তিন সদস্যকে আটক করতে সমর্থ হোন। গ্রেপ্তারকৃতরা হলেন- জীবননগর উপজেলার উথলী গ্রামের আবুল হোসেনের ছেলে হারুন অর-রশিদ (২৩), রাজশাহী জেলার বোয়ালিয়া থানার মথুরাডাঙ্গা গ্রামের রফিকুল ইসলামের ছেলে নাহিদ হোসেন (২৬) ও নরানীনগর সাধুর মোড়ের মৃত সৈয়দ ইয়াসিন আলীর ছেলে আমিরুল ইসলাম (৬০)। গ্রেফতারকৃত প্রতারকচক্রের তিন সদস্যকে গতকাল বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
জীবননগর থানা সূত্রে জানা যায়, মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির জীবননগর উপজেলার উথলী এরিয়া অফিসের নাইট গার্ড ফকির মোহাম্মদের ছেলে শরিকুল ইসলাম দুবাই প্রবাসী। তারা বাবা-ছেলে মোবাইলফোনে ইমুতে কথা বলতেন। এ অবস্থায় তাদের ইমু নম্বর অজ্ঞাত হ্যাকাররা কৌশলে তাদের নিয়ন্ত্রণে নেয়। পরবর্তীতে ছেলে সেজে কণ্ঠ নকল করে প্রতারকরা ফকির মোহাম্মদের নিকট থেকে কৌশলে গত ২৫ অক্টোবর থেকে ২৬ অক্টোবর দুপুর পর্যন্ত ৮টি বিকাশ নম্বরের মাধ্যমে ৫ লাখ টাকা হাতিয়ে নেয়। পরে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ভুক্তভোগী ফকির মোহাম্মদ জীবননগর থানায় একটি সাধারণ ডাইরি করেন। এরই প্রেক্ষিতে জীবননগর থানা পুলিশ বিশেষ প্রযুক্তির মাধ্যমে প্রতারক চক্রের তিন সদস্যকে আটক করতে সক্ষম হয়।
এবিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেক বলেন, গ্রেফতারকৃত তিন প্রতারক আন্ত:জেলা প্রতারক চক্রের সদস্য। তারা ভুক্তভোগী ফকির মোহাম্মদকে প্রতারণার ফাঁদে ফেলে মোবাইল বিকাশের মাধ্যমে পাঁচ লাখ টাকা হাতিয়ে নেয়। তাদেরকে থানার চৌকস সাব-ইন্সপেক্টর সাজ্জাদ হোসেন বিশেষ প্রযুক্তি ব্যবহার করে সনাক্ত করতে সক্ষম হয়। পরবর্তীতে গত বুধবার রাতে বিশেষ অভিযান চালিয়ে প্রতারক চক্রের তিন আসামিকে আটক করতে সক্ষম হয়। আদালতের মাধ্যমে তাদেরকে জেলা কারাগরে প্রেরণ করা হয়েছে।’