ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

বিকল্পধারার সহ-সভাপতি কমান্ডার শহিদুর রহমানের জাতীয় পার্টিতে যোগদান

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০২:৪৬:২০ অপরাহ্ন, সোমবার, ২১ নভেম্বর ২০১৬
  • / ৩২৭ বার পড়া হয়েছে

Ershad2_Dhakatimes

আলমডাঙ্গা অফিস: নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কমান্ডার ও বিকল্পধারার সহ-সভাপতি আলমডাঙ্গার কৃতি সন্তান ও বিএনএর প্রতিষ্ঠাতা মহাসচিব শহিদুর রহমান এরশাদের হাতে হাত দিয়ে জাতীয় পার্টিতে যোগদান করেন। এসময় জেলা পরিষদ নির্বাচনে জাতীয় পার্টি অংশ নেবে না বলে জানিয়ে দিয়েছেন দলটির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপ্রতি হুসাইন মুহম্মদ এরশাদ। এই মুহূর্তে দলের লক্ষ্য জাতীয় নির্বাচন। কোনো জেলার নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে কোনো চিন্তাভাবনা নেই। সকালে রাজধানীতে জাতীয় পার্টিতে এক যোগদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন এরশাদ। অনুষ্ঠানে বিকল্পধারার সাবেক সিনিয়র ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ ন্যাশনালিস্ট এলায়েন্স-বিএনএর মহাসচিব এম শহিদুর রহমান জাতীয় পার্টিতে যোগদেন। এরশাদ বলেন, ‘নির্বাচনের ফলাফল কী হবে সেটা আগে থেকেই অনুমান করতে পারছি আমরা। এ কারণে, জেলার কোনো নির্বাচনে অংশ নেবে না জাতীয় পার্টি। আমরা জাতীয় নির্বাচন নিয়ে ভাবছি। এলক্ষ্যে ইতিমধ্যে জেলায় জেলায় কমিটিও গঠন করা হয়েছে।’ আগামী জাতীয় নির্বাচনে জিতে জাতীয় পার্টিই সরকার গঠন করবে বলে আশাবাদী এরশাদ। যোগদান অনুষ্ঠানে এ কথাটিও বলেছেন তিনি। বর্তমান নির্বাচন কমিশনেরও সমালোচনা করেন এরশাদ। বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য স্বাধীন নির্বাচন কমিশন গঠন করতে হবে। এজন্য জাতীয় সংসদে আলোচনার দাবিও জানান তিনি। এরশাদ বলেন, নির্বাচন নিয়ে আওয়ামী সরকারও কিছুটা বিতর্কিত হয়েছে। এই অবস্থা থেকে সরকারকে বের হয়ে আসতে হবে। জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার জানান, জাতীয় নির্বাচনের প্রস্তুতি হিসেবে তৃণমূল পর্যায়ে ৪০টি কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটির কাজের তদারকির জন্য কেন্দ্রীয়ভাবেও কয়েকটি কমিটি কাজ করছে। অনুষ্ঠানে জাতীয় পার্টিতেযোগ দেয়া এম শহিদুর রহমান বলেন, এরশাদ জনগণের মনের কথা বুঝতে পারছেন। জনগণও সরকারের পরিবর্তন চাইছে। আগামীতে জাতীয় পার্টিকেই তারা ক্ষমতায় বসাবে।  এরশাদ আরও বলেন, “বিএনপি মাত্র আট বছর ক্ষমতার বাইরে, তাতেই তারা ছিন্নভিন্ন। শুধু টেলিভিশন পর্দায় তাদের দেখা যায়; মাঠে দেখা যায় না। আমরা ২৬ বছর ক্ষমতার বাইরে থেকেও টিকে আছি… শুধু টিকে আছি তা নয়- আমরা মাঠে আছি, জনগণের হৃদয়ে আছি, টেলিভিশন পর্দায়ও আছি। আমরা বসে নেই। জনগণের মনের কথা আমরা জানি।” বিকল্প ধারা বাংলাদেশের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কমান্ডার শহিদুর রহমানের জাতীয় পার্টিতে যোগদান উপলক্ষে ইমানুয়েলস কনভেনশন সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এরশাদ বলেন, “শহিদুর রহমান জাতীয় পার্টিতে যোগদান করায় আমি অত্যন্ত আনন্দিত। আমি সশস্ত্রবাহিনীতে ছিলাম, তিনিও ছিলেন। আমি ৩৬ বছর সেনাবাহিনীতে থেকে দেশের জন্য কাজ করেছি, তারপর দেশের স্বার্থে, জনগণের স্বার্থে রাজনীতিতে এসেছি। আমি আশা করব তিনিও দেশ এবং জনগণের স্বার্থে কাজ করবেন।” অন্যদের মধ্যে জাতীয় পার্টির কো চেয়ারম্যান জিএম কাদের, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, জাতীয় পার্টি ঢাকা উত্তরের সভাপতি ও প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সাল চিশতী অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

বিকল্পধারার সহ-সভাপতি কমান্ডার শহিদুর রহমানের জাতীয় পার্টিতে যোগদান

আপলোড টাইম : ০২:৪৬:২০ অপরাহ্ন, সোমবার, ২১ নভেম্বর ২০১৬

Ershad2_Dhakatimes

আলমডাঙ্গা অফিস: নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কমান্ডার ও বিকল্পধারার সহ-সভাপতি আলমডাঙ্গার কৃতি সন্তান ও বিএনএর প্রতিষ্ঠাতা মহাসচিব শহিদুর রহমান এরশাদের হাতে হাত দিয়ে জাতীয় পার্টিতে যোগদান করেন। এসময় জেলা পরিষদ নির্বাচনে জাতীয় পার্টি অংশ নেবে না বলে জানিয়ে দিয়েছেন দলটির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপ্রতি হুসাইন মুহম্মদ এরশাদ। এই মুহূর্তে দলের লক্ষ্য জাতীয় নির্বাচন। কোনো জেলার নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে কোনো চিন্তাভাবনা নেই। সকালে রাজধানীতে জাতীয় পার্টিতে এক যোগদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন এরশাদ। অনুষ্ঠানে বিকল্পধারার সাবেক সিনিয়র ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ ন্যাশনালিস্ট এলায়েন্স-বিএনএর মহাসচিব এম শহিদুর রহমান জাতীয় পার্টিতে যোগদেন। এরশাদ বলেন, ‘নির্বাচনের ফলাফল কী হবে সেটা আগে থেকেই অনুমান করতে পারছি আমরা। এ কারণে, জেলার কোনো নির্বাচনে অংশ নেবে না জাতীয় পার্টি। আমরা জাতীয় নির্বাচন নিয়ে ভাবছি। এলক্ষ্যে ইতিমধ্যে জেলায় জেলায় কমিটিও গঠন করা হয়েছে।’ আগামী জাতীয় নির্বাচনে জিতে জাতীয় পার্টিই সরকার গঠন করবে বলে আশাবাদী এরশাদ। যোগদান অনুষ্ঠানে এ কথাটিও বলেছেন তিনি। বর্তমান নির্বাচন কমিশনেরও সমালোচনা করেন এরশাদ। বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য স্বাধীন নির্বাচন কমিশন গঠন করতে হবে। এজন্য জাতীয় সংসদে আলোচনার দাবিও জানান তিনি। এরশাদ বলেন, নির্বাচন নিয়ে আওয়ামী সরকারও কিছুটা বিতর্কিত হয়েছে। এই অবস্থা থেকে সরকারকে বের হয়ে আসতে হবে। জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার জানান, জাতীয় নির্বাচনের প্রস্তুতি হিসেবে তৃণমূল পর্যায়ে ৪০টি কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটির কাজের তদারকির জন্য কেন্দ্রীয়ভাবেও কয়েকটি কমিটি কাজ করছে। অনুষ্ঠানে জাতীয় পার্টিতেযোগ দেয়া এম শহিদুর রহমান বলেন, এরশাদ জনগণের মনের কথা বুঝতে পারছেন। জনগণও সরকারের পরিবর্তন চাইছে। আগামীতে জাতীয় পার্টিকেই তারা ক্ষমতায় বসাবে।  এরশাদ আরও বলেন, “বিএনপি মাত্র আট বছর ক্ষমতার বাইরে, তাতেই তারা ছিন্নভিন্ন। শুধু টেলিভিশন পর্দায় তাদের দেখা যায়; মাঠে দেখা যায় না। আমরা ২৬ বছর ক্ষমতার বাইরে থেকেও টিকে আছি… শুধু টিকে আছি তা নয়- আমরা মাঠে আছি, জনগণের হৃদয়ে আছি, টেলিভিশন পর্দায়ও আছি। আমরা বসে নেই। জনগণের মনের কথা আমরা জানি।” বিকল্প ধারা বাংলাদেশের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কমান্ডার শহিদুর রহমানের জাতীয় পার্টিতে যোগদান উপলক্ষে ইমানুয়েলস কনভেনশন সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এরশাদ বলেন, “শহিদুর রহমান জাতীয় পার্টিতে যোগদান করায় আমি অত্যন্ত আনন্দিত। আমি সশস্ত্রবাহিনীতে ছিলাম, তিনিও ছিলেন। আমি ৩৬ বছর সেনাবাহিনীতে থেকে দেশের জন্য কাজ করেছি, তারপর দেশের স্বার্থে, জনগণের স্বার্থে রাজনীতিতে এসেছি। আমি আশা করব তিনিও দেশ এবং জনগণের স্বার্থে কাজ করবেন।” অন্যদের মধ্যে জাতীয় পার্টির কো চেয়ারম্যান জিএম কাদের, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, জাতীয় পার্টি ঢাকা উত্তরের সভাপতি ও প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সাল চিশতী অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন।