ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

বিএনপির ১৭ নেতা-কর্মীকে জেলে পাঠানোর প্রতিবাদে ছাত্রদলের বিবৃতি

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৪:০২:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩
  • / ৫ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদন:

চুয়াডাঙ্গায় নাশকতা মামলায় বিএনপির ১৭ নেতা-কর্মীকে জেলহাজতে পাঠানোর প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে দামুড়হুদা উপজেলা ছাত্রদল। গতকাল বুধবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিবৃতি প্রদান করেন দামুড়হুদা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আফজালুর রহমান সবুজ ও সদস্যসচিব এমডিকে সুলতান।

বিবৃতিতে নেতৃবৃন্দ জানান, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল দামুড়হুদা উপজেলা শাখার সভাপতি মো. মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক মো. রফিকুল হাসান তনু, চুয়াডাঙ্গা জেলা কৃষক দলের আহ্বায়ক মো. মোকাররম হোসেনসহ দামুড়হুদা উপজেলার অন্তর্গত ইউনিয়ন বিএনপির শীর্ষ নেতা-কর্মীদের নামে অবৈধ সরকারের নতজানু প্রশাসনের দ্বারা দায়েরকৃত মিথ্যা মামলায় মহামান্য উচ্চ আদালতের জামিন নিয়ে চুয়াডাঙ্গা জেলা জজ আদালতের প্রতি সম্মান জানিয়ে আত্মসমর্পণ করলে জামিন বাতিল করে অবৈধ, স্বৈরাচার সরকারের নির্দেশে চলা আদালত বিএনপির ১৭ নেতা-কর্মীকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেয়। এটি সম্পূর্ণ অবৈধ এবং সুশাসনের পরিপন্থী। দামুড়হুদা উপজেলা ছাত্রদল আদালতের এমন পক্ষপাতমূলক আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।’

বিবৃতিতে তাঁরা আরও জানান, গণতন্ত্র পুনরুদ্ধারের পথকে অবরুদ্ধ করতে হামলা-মামলা, গ্রেপ্তারের পথ বেছে নিয়েছে অবৈধ, স্বৈরাচার, ভোট চোর মাফিয়া সরকার। তবে হামলা-মামলা, জেল-জুলুম নির্যাতন চালিয়ে কখনোই গণতান্ত্রিক আন্দোলনের সংগ্রামী সিপাহীদের সাহসী পদযাত্রাকে রুখে দেওয়া যায় না। দমন-পীড়নের মাত্রা যত বেশি হবে, নেতা-কর্মীদের মনোবল তত বেশি ইস্পাত কঠিন আকারে রুপ নেবে ইনশাল্লাহ। রাতের আঁধার যত গভীর হয়, ভোরের সোনালী আলো ততই সন্নিকটে আসে। অচিরেই গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে নির্যাতিত জাতীয়তাবাদী আদর্শের নেতা-কর্মী এবং জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধে ভেসে যাবে নব্য বাকশালি স্বৈরাচারের সকল ষড়যন্ত্র। জিয়া পরিবারের নেতৃত্বে আসন্ন গণআন্দোলনের মাধ্যমে বাংলাদেশের আকাশে উদিত হবে গণতন্ত্রের স্বাধীন সূর্য, এটাই চলমান আন্দোলনে সকলের অঙ্গীকার।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

বিএনপির ১৭ নেতা-কর্মীকে জেলে পাঠানোর প্রতিবাদে ছাত্রদলের বিবৃতি

আপলোড টাইম : ০৪:০২:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩

সমীকরণ প্রতিবেদন:

চুয়াডাঙ্গায় নাশকতা মামলায় বিএনপির ১৭ নেতা-কর্মীকে জেলহাজতে পাঠানোর প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে দামুড়হুদা উপজেলা ছাত্রদল। গতকাল বুধবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিবৃতি প্রদান করেন দামুড়হুদা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আফজালুর রহমান সবুজ ও সদস্যসচিব এমডিকে সুলতান।

বিবৃতিতে নেতৃবৃন্দ জানান, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল দামুড়হুদা উপজেলা শাখার সভাপতি মো. মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক মো. রফিকুল হাসান তনু, চুয়াডাঙ্গা জেলা কৃষক দলের আহ্বায়ক মো. মোকাররম হোসেনসহ দামুড়হুদা উপজেলার অন্তর্গত ইউনিয়ন বিএনপির শীর্ষ নেতা-কর্মীদের নামে অবৈধ সরকারের নতজানু প্রশাসনের দ্বারা দায়েরকৃত মিথ্যা মামলায় মহামান্য উচ্চ আদালতের জামিন নিয়ে চুয়াডাঙ্গা জেলা জজ আদালতের প্রতি সম্মান জানিয়ে আত্মসমর্পণ করলে জামিন বাতিল করে অবৈধ, স্বৈরাচার সরকারের নির্দেশে চলা আদালত বিএনপির ১৭ নেতা-কর্মীকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেয়। এটি সম্পূর্ণ অবৈধ এবং সুশাসনের পরিপন্থী। দামুড়হুদা উপজেলা ছাত্রদল আদালতের এমন পক্ষপাতমূলক আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।’

বিবৃতিতে তাঁরা আরও জানান, গণতন্ত্র পুনরুদ্ধারের পথকে অবরুদ্ধ করতে হামলা-মামলা, গ্রেপ্তারের পথ বেছে নিয়েছে অবৈধ, স্বৈরাচার, ভোট চোর মাফিয়া সরকার। তবে হামলা-মামলা, জেল-জুলুম নির্যাতন চালিয়ে কখনোই গণতান্ত্রিক আন্দোলনের সংগ্রামী সিপাহীদের সাহসী পদযাত্রাকে রুখে দেওয়া যায় না। দমন-পীড়নের মাত্রা যত বেশি হবে, নেতা-কর্মীদের মনোবল তত বেশি ইস্পাত কঠিন আকারে রুপ নেবে ইনশাল্লাহ। রাতের আঁধার যত গভীর হয়, ভোরের সোনালী আলো ততই সন্নিকটে আসে। অচিরেই গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে নির্যাতিত জাতীয়তাবাদী আদর্শের নেতা-কর্মী এবং জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধে ভেসে যাবে নব্য বাকশালি স্বৈরাচারের সকল ষড়যন্ত্র। জিয়া পরিবারের নেতৃত্বে আসন্ন গণআন্দোলনের মাধ্যমে বাংলাদেশের আকাশে উদিত হবে গণতন্ত্রের স্বাধীন সূর্য, এটাই চলমান আন্দোলনে সকলের অঙ্গীকার।