ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

বিএনপির সমাবেশ আজ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৩৯:০১ পূর্বাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০১৯
  • / ৩৪৫ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদন:
গত জাতীয় নির্বাচনে ‘ভোট ডাকাতি’ হয়েছে উল্লেখ করে এর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি। আজ বেলা দুইটায় রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। বিএনপির সহ-দপ্তর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। সমাবেশে বিএনপি মহাসচিবসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। গত ২৩ ডিসেম্বর নয়াপল্টন অথবা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার ঘোষণা দেয় বিএনপি। এর জন্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে অনুমতি চেয়েছে দলটি। জানতে চাইলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আমরা দুই জায়গায় সমাবেশ করার জন্য প্রশাসনের কাছ থেকে অনুমতি চেয়েছি। কিন্তু এখন পর্যন্ত অনুমতি পাইনি। আশা করছি রাতের মধ্যেই অনুমতি পেয়ে যাব। অনুমতি না পেলে বিএনপি সমাবেশ করবে কিনা জানতে চাইলে তিনি বলেন, দলের নেতারা বসেই এই সিদ্ধান্ত নেবেন। এদিকে গতকাল নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, আগামীকাল ৩০শে ডিসেম্বর, এই দিনটিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে ঘোষণা করা হয়েছে। যা ইতোমধ্যেই আপনাদের অবহিত করা হয়েছে। এই দিনটি উপলক্ষে দেশব্যাপী বিএনপি সভা-সমাবেশ-মিছিল, কালো ব্যাজ ধারণ এবং দলীয় কার্যালয়গুলোতে কালো পতাকা উত্তোলন করবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

বিএনপির সমাবেশ আজ

আপলোড টাইম : ১০:৩৯:০১ পূর্বাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০১৯

সমীকরণ প্রতিবেদন:
গত জাতীয় নির্বাচনে ‘ভোট ডাকাতি’ হয়েছে উল্লেখ করে এর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি। আজ বেলা দুইটায় রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। বিএনপির সহ-দপ্তর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। সমাবেশে বিএনপি মহাসচিবসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। গত ২৩ ডিসেম্বর নয়াপল্টন অথবা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার ঘোষণা দেয় বিএনপি। এর জন্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে অনুমতি চেয়েছে দলটি। জানতে চাইলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আমরা দুই জায়গায় সমাবেশ করার জন্য প্রশাসনের কাছ থেকে অনুমতি চেয়েছি। কিন্তু এখন পর্যন্ত অনুমতি পাইনি। আশা করছি রাতের মধ্যেই অনুমতি পেয়ে যাব। অনুমতি না পেলে বিএনপি সমাবেশ করবে কিনা জানতে চাইলে তিনি বলেন, দলের নেতারা বসেই এই সিদ্ধান্ত নেবেন। এদিকে গতকাল নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, আগামীকাল ৩০শে ডিসেম্বর, এই দিনটিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে ঘোষণা করা হয়েছে। যা ইতোমধ্যেই আপনাদের অবহিত করা হয়েছে। এই দিনটি উপলক্ষে দেশব্যাপী বিএনপি সভা-সমাবেশ-মিছিল, কালো ব্যাজ ধারণ এবং দলীয় কার্যালয়গুলোতে কালো পতাকা উত্তোলন করবে।