ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

বিএনপিকে নির্বাচনে নিতে ষড়যন্ত্র চলছে : মীর্জা ফখরুল’

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৫:২৪:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০১৭
  • / ২৮৮ বার পড়া হয়েছে

th1সমীকরণ ডেস্ক:  ক্ষমতাসীন সরকারের অধীনে বিএনপিকে নির্বাচনে নিতে গভীর ষড়যন্ত্র চলছে- এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন বিষয় নয়, বিএনপি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা চায়। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন নির্বাচন নয়। সরকার একই কায়দায় ছলচাতুরী করে, প্রতারণা করে গোল করতে চায়। কিন্তু তা এত সহজ নয়। তিনি অভিযোগ করেন, দেশের কোথাও গণতন্ত্র নেই। জনগণকে বোকা বানানোর জন্য সরকার গণতন্ত্রের কথা বলে। আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না।
আজ সোমবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কারাবন্দী দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্র ফোরাম ও উত্তরাঞ্চল ছাত্র ফোরাম ওই আলোচনার আয়োজন করে। বিএনপির মহাসচিব বলেন, ‘আইন করা হয়েছে, দুইবার জাতীয় সংসদ নির্বাচন না করলে নিবন্ধন বাতিল হয়ে যাবে। আইন থাকবে, আইন মানুষের কল্যাণের জন্য। যে আইন মানুষের কল্যাণে আসবে না, সে আইন, আইন নয়।’ নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবি তুলে ধরে ফখরুল বলেন, ‘যে নির্বাচনে জনগণ তাদের ভোট দিতে পারবে না, সেটিকে কি আমরা নির্বাচন বলতে পারি? আওয়ামী লীগ চায় আবারো ৫ জানুয়ারির মত নির্বাচন করে ক্ষমতায় আসতে। কিন্তু বাংলাদেশের মানুষ কখনোই ষড়যন্ত্রকে মেনে নেবে না। ষড়যন্ত্র করে বেশি দিন ক্ষমতায় টিকে থাকা যায় না।’
আলোচনায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ২০ দলের শরিক বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, বিএনপি ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ প্রমুখ বক্তব্য রাখেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

বিএনপিকে নির্বাচনে নিতে ষড়যন্ত্র চলছে : মীর্জা ফখরুল’

আপলোড টাইম : ০৫:২৪:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০১৭

th1সমীকরণ ডেস্ক:  ক্ষমতাসীন সরকারের অধীনে বিএনপিকে নির্বাচনে নিতে গভীর ষড়যন্ত্র চলছে- এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন বিষয় নয়, বিএনপি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা চায়। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন নির্বাচন নয়। সরকার একই কায়দায় ছলচাতুরী করে, প্রতারণা করে গোল করতে চায়। কিন্তু তা এত সহজ নয়। তিনি অভিযোগ করেন, দেশের কোথাও গণতন্ত্র নেই। জনগণকে বোকা বানানোর জন্য সরকার গণতন্ত্রের কথা বলে। আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না।
আজ সোমবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কারাবন্দী দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্র ফোরাম ও উত্তরাঞ্চল ছাত্র ফোরাম ওই আলোচনার আয়োজন করে। বিএনপির মহাসচিব বলেন, ‘আইন করা হয়েছে, দুইবার জাতীয় সংসদ নির্বাচন না করলে নিবন্ধন বাতিল হয়ে যাবে। আইন থাকবে, আইন মানুষের কল্যাণের জন্য। যে আইন মানুষের কল্যাণে আসবে না, সে আইন, আইন নয়।’ নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবি তুলে ধরে ফখরুল বলেন, ‘যে নির্বাচনে জনগণ তাদের ভোট দিতে পারবে না, সেটিকে কি আমরা নির্বাচন বলতে পারি? আওয়ামী লীগ চায় আবারো ৫ জানুয়ারির মত নির্বাচন করে ক্ষমতায় আসতে। কিন্তু বাংলাদেশের মানুষ কখনোই ষড়যন্ত্রকে মেনে নেবে না। ষড়যন্ত্র করে বেশি দিন ক্ষমতায় টিকে থাকা যায় না।’
আলোচনায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ২০ দলের শরিক বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, বিএনপি ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ প্রমুখ বক্তব্য রাখেন।