ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

বায়োজিদ সভাপতি ও আবু জাফর সম্পাদক

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৪১:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০১৯
  • / ১৯৫ বার পড়া হয়েছে

বাংলাদেশ হাজি সমিতি আলমডাঙ্গা শাখার কমিটি গঠন
আলমডাঙ্গা অফিস:
বাংলাদেশ হাজি সমিতি আলমডাঙ্গা শাখার কমিটি গঠন করা হয়েছে। গতকাল রোববার দুপুর সাড়ে ১২টায় আলমডাঙ্গা মিয়াপাড়াস্থ হাজি সমিতির কার্যালয়ে এক সভায় এ কমিটি গঠন অনুষ্ঠিত হয়।
বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শমসের মল্লিকের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন আলহাজ্ব বায়োজিদ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ নুর মোহাম্মদ জকু, আলহাজ্ব ডা. আব্দুস সহিদ, আলহাজ্ব মো. জহুরুল ইসলাম ও আলহাজ্ব মো. আব্দুল হাই। আলহাজ্ব আব্দুল ওহাবের উপস্থাপনায় শুভেচ্ছা বক্তব্য দেন আলহাজ্ব শমসের মল্লিক। তিনি বলেন, ‘১৯৯৮ সালে বাংলাদেশ হাজি সমিতি গঠন করা হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে আমি এই সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছি। বর্তমানে শারীরিক অসুস্থতার কারণে আমি সভাপতির পদ থেকে অব্যাহতি নিচ্ছি। আমি অনুভব করছি, সমিতির নতুন কমিটি গঠন করে এর কর্যক্রম চাঙা রাখতে।’ সভায় হাজি সমিতির গঠনতন্ত্রবিরোধী কার্যকলাপ করায় ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে হাজি আব্দুল কাদেরকে এবং প্রায় এক বছর সমিতির কোনো সভায় উপস্থিত না থাকায় হাজি আবেদ আলী খানকে বহিষ্কার করা হয়। পরে শতাধিক হাজিদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে পাঁচকমলাপুর দারুল উলুম হাফেজিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক আলহাজ্ব মাওলানা বায়োজিদ হোসেনকে সভাপতি ও আলহাজ্ব শেখ আবু জাফরকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্যবিশিষ্ট ৫ বছর মেয়াদি কমিটি গঠন করা হয়। কমিটি গঠন শেষে হাজি সমিতির সব সদস্য এক মধ্যাহ্নভোজে অংশ নেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

বায়োজিদ সভাপতি ও আবু জাফর সম্পাদক

আপলোড টাইম : ০৯:৪১:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০১৯

বাংলাদেশ হাজি সমিতি আলমডাঙ্গা শাখার কমিটি গঠন
আলমডাঙ্গা অফিস:
বাংলাদেশ হাজি সমিতি আলমডাঙ্গা শাখার কমিটি গঠন করা হয়েছে। গতকাল রোববার দুপুর সাড়ে ১২টায় আলমডাঙ্গা মিয়াপাড়াস্থ হাজি সমিতির কার্যালয়ে এক সভায় এ কমিটি গঠন অনুষ্ঠিত হয়।
বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শমসের মল্লিকের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন আলহাজ্ব বায়োজিদ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ নুর মোহাম্মদ জকু, আলহাজ্ব ডা. আব্দুস সহিদ, আলহাজ্ব মো. জহুরুল ইসলাম ও আলহাজ্ব মো. আব্দুল হাই। আলহাজ্ব আব্দুল ওহাবের উপস্থাপনায় শুভেচ্ছা বক্তব্য দেন আলহাজ্ব শমসের মল্লিক। তিনি বলেন, ‘১৯৯৮ সালে বাংলাদেশ হাজি সমিতি গঠন করা হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে আমি এই সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছি। বর্তমানে শারীরিক অসুস্থতার কারণে আমি সভাপতির পদ থেকে অব্যাহতি নিচ্ছি। আমি অনুভব করছি, সমিতির নতুন কমিটি গঠন করে এর কর্যক্রম চাঙা রাখতে।’ সভায় হাজি সমিতির গঠনতন্ত্রবিরোধী কার্যকলাপ করায় ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে হাজি আব্দুল কাদেরকে এবং প্রায় এক বছর সমিতির কোনো সভায় উপস্থিত না থাকায় হাজি আবেদ আলী খানকে বহিষ্কার করা হয়। পরে শতাধিক হাজিদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে পাঁচকমলাপুর দারুল উলুম হাফেজিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক আলহাজ্ব মাওলানা বায়োজিদ হোসেনকে সভাপতি ও আলহাজ্ব শেখ আবু জাফরকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্যবিশিষ্ট ৫ বছর মেয়াদি কমিটি গঠন করা হয়। কমিটি গঠন শেষে হাজি সমিতির সব সদস্য এক মধ্যাহ্নভোজে অংশ নেন।