ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

বাল্যবিবাহ প্রতিরোধে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৪১:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২০
  • / ২৫১ বার পড়া হয়েছে

কেডিকে ইউনিয়নে মাদক, ও বাল্যবিবাহ রোধে মতবিনিময় সভায় ডিসি নজরুল ইসলাম
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া:
জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও বাল্যবিবাহ রোধে করণীয় এবং নৈতিক শিক্ষার প্রয়োজনীয়তা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কেডিকে ইউনিয়ন পরিষদ ও ওয়েভ ফাউন্ডেশনের সমৃদ্ধি কর্মসূচির যৌথ উদ্যোগে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় কেডিকে ইউনিয়ন পরিষদ চত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কেডিকে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কেডিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খায়রুল বাশার শিপলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। মাদকবিরোধী অভিযানের ধারাবাহিক অংশ হিসেবে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের পক্ষ থেকে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতি দমন অব্যাহত রয়েছে। বাল্যবিবাহ প্রতিরোধে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। চুয়াডাঙ্গা জেলাকে একটি মডেল জেলা হিসেবে উপহার দিতে ও পরিচ্ছন্ন গ্রাম, পরিচ্ছন্ন শহর গড়তে তিনি সবার সহযোগিতা চান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, ‘বাংলাদেশকে আরও এগিয়ে নিতে নিজেকে বদলে নিন। আমরা সবাই নিজেদের অবস্থান থেকে নিজেকে বদলাতে বা পরিবর্তন করতে পারলেই এ সমাজ, রাষ্ট্রের উন্নতি হবে। আমাদের বাংলাদেশ এখন জননেত্রী শেখ হাসিনার হাত ধরে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম, কেডিকে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস শুকুর সরকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেডিকে ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি দাউদ হোসেন, কাশিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম, ওয়েভ ফাউন্ডেশনের উপজেলা সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ, কেডিকে ইউনিয়ন পরিষদের মেম্বার খাসিয়ার রহমান মিঠু, দলুরুদ্দিন দুলাল, আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি নারায়ণ ভৌমিক, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মামুন, কেডিকে ইউনিয়ন পরিষদের সচিব মনিরুজ্জামান, ওয়েভ ফাউন্ডেশন সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী নুরুল মোমেন রইচ, সমৃদ্ধি কর্মসূচির সমাজ উন্নয়ন কর্মকর্তা জেসমিন আক্তার পপি, প্রোগ্রাম অফিসার পাপিয়া খাতুন, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন কাশিপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মো. মোস্তফা। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংবাদিক আরফান কবির।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

বাল্যবিবাহ প্রতিরোধে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না

আপলোড টাইম : ০৯:৪১:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২০

কেডিকে ইউনিয়নে মাদক, ও বাল্যবিবাহ রোধে মতবিনিময় সভায় ডিসি নজরুল ইসলাম
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া:
জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও বাল্যবিবাহ রোধে করণীয় এবং নৈতিক শিক্ষার প্রয়োজনীয়তা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কেডিকে ইউনিয়ন পরিষদ ও ওয়েভ ফাউন্ডেশনের সমৃদ্ধি কর্মসূচির যৌথ উদ্যোগে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় কেডিকে ইউনিয়ন পরিষদ চত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কেডিকে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কেডিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খায়রুল বাশার শিপলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। মাদকবিরোধী অভিযানের ধারাবাহিক অংশ হিসেবে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের পক্ষ থেকে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতি দমন অব্যাহত রয়েছে। বাল্যবিবাহ প্রতিরোধে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। চুয়াডাঙ্গা জেলাকে একটি মডেল জেলা হিসেবে উপহার দিতে ও পরিচ্ছন্ন গ্রাম, পরিচ্ছন্ন শহর গড়তে তিনি সবার সহযোগিতা চান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, ‘বাংলাদেশকে আরও এগিয়ে নিতে নিজেকে বদলে নিন। আমরা সবাই নিজেদের অবস্থান থেকে নিজেকে বদলাতে বা পরিবর্তন করতে পারলেই এ সমাজ, রাষ্ট্রের উন্নতি হবে। আমাদের বাংলাদেশ এখন জননেত্রী শেখ হাসিনার হাত ধরে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম, কেডিকে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস শুকুর সরকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেডিকে ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি দাউদ হোসেন, কাশিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম, ওয়েভ ফাউন্ডেশনের উপজেলা সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ, কেডিকে ইউনিয়ন পরিষদের মেম্বার খাসিয়ার রহমান মিঠু, দলুরুদ্দিন দুলাল, আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি নারায়ণ ভৌমিক, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মামুন, কেডিকে ইউনিয়ন পরিষদের সচিব মনিরুজ্জামান, ওয়েভ ফাউন্ডেশন সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী নুরুল মোমেন রইচ, সমৃদ্ধি কর্মসূচির সমাজ উন্নয়ন কর্মকর্তা জেসমিন আক্তার পপি, প্রোগ্রাম অফিসার পাপিয়া খাতুন, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন কাশিপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মো. মোস্তফা। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংবাদিক আরফান কবির।