ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

বাবা শাহরুখের হাত ধরেই বড় পর্দায় আসছেন আরিয়ান

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৩০:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৯ জুন ২০১৯
  • / ৩৮৩ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক:
বেশ অনেক দিন ধরেই শোনা যাচ্ছে বড় পর্দায় অভিষেক হবে রোমান্স কিং শাহরুখ পুত্র আরিয়ান খানের। এবার এই জল্পনা-কল্পনার শেষ হতে যাচ্ছে। বাবার সাথেই একই ছবিতে কাজ করার সুযোগ পেলেন বলিউড আরিয়ান খান। ডিজনি ওয়াল্টের জনপ্রিয় ছবি ‘দ্য জঙ্গল বুক ২০১৬’র পর বিখ্যাত এই প্রযোজনা সংস্থা মুক্তি দিতে যাচ্ছে তাদের নতুন ছবি ‘দ্য লায়ন কিং’। ‘দ্য জঙ্গল বুক’ সিরিজের সবচেয়ে আকর্ষণীয় গল্প নিয়ে তৈরি করা হয়েছে ছবিটি। এমন খবরের ঘোষণা নিজের ফেসবুক পেজ থেকে দিয়েছেন শাহরুখই। এ বিষয়ে কিং খান বলেন, ‘আমাদের ঘরে সবার পছন্দের ছবি জঙ্গল বুক। আমি এই ভেবে আনন্দিত হচ্ছি যে ‘দ্য লায়ন কিং’ দেখার সময় আবরামের অনুভূতি কেমন হবে? সে দুটি প্রিয় চরিত্রের কণ্ঠে তার বাবা ও ভাইকে পেতে যাচ্ছে।’ ওয়াল্ট ডিজনির ভারতীয় প্রধান বিক্রম দুগগল জানিয়েছেন, এইটা ডিজনি কর্তৃপক্ষের জন্য আনন্দের বিষয় যে মুসাফা চরিত্রে কণ্ঠ দিতে শাহরুখ নিজেই রাজি হয়েছেন। আর ছেলের চরিত্রে তার শাহরুখ পুত্র আরিয়ানের গলা শোনা যাবে। এটি হিন্দী ভার্সনেও মুক্তি দেয়া হবে ভারতে। ছবিটির কেন্দ্রীয় দুই চরিত্র মুসাফা ও তার ছেলে সিমবা। হিন্দি ভার্সনে এই দুই চরিত্রের কণ্ঠ দেবেন শাহরুখ ও আরিয়ান খান। আয়রন ম্যান ও জঙ্গল বুক ২০১৬ খ্যাত পরিচালক জন ফারভু নির্মাণ করেছেন ছবিটি। আগামী ১৯ জুলাই ইংলিশ, হিন্দী, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাবে ‘দ্য লায়ন কিং’।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

বাবা শাহরুখের হাত ধরেই বড় পর্দায় আসছেন আরিয়ান

আপলোড টাইম : ০৯:৩০:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৯ জুন ২০১৯

বিনোদন ডেস্ক:
বেশ অনেক দিন ধরেই শোনা যাচ্ছে বড় পর্দায় অভিষেক হবে রোমান্স কিং শাহরুখ পুত্র আরিয়ান খানের। এবার এই জল্পনা-কল্পনার শেষ হতে যাচ্ছে। বাবার সাথেই একই ছবিতে কাজ করার সুযোগ পেলেন বলিউড আরিয়ান খান। ডিজনি ওয়াল্টের জনপ্রিয় ছবি ‘দ্য জঙ্গল বুক ২০১৬’র পর বিখ্যাত এই প্রযোজনা সংস্থা মুক্তি দিতে যাচ্ছে তাদের নতুন ছবি ‘দ্য লায়ন কিং’। ‘দ্য জঙ্গল বুক’ সিরিজের সবচেয়ে আকর্ষণীয় গল্প নিয়ে তৈরি করা হয়েছে ছবিটি। এমন খবরের ঘোষণা নিজের ফেসবুক পেজ থেকে দিয়েছেন শাহরুখই। এ বিষয়ে কিং খান বলেন, ‘আমাদের ঘরে সবার পছন্দের ছবি জঙ্গল বুক। আমি এই ভেবে আনন্দিত হচ্ছি যে ‘দ্য লায়ন কিং’ দেখার সময় আবরামের অনুভূতি কেমন হবে? সে দুটি প্রিয় চরিত্রের কণ্ঠে তার বাবা ও ভাইকে পেতে যাচ্ছে।’ ওয়াল্ট ডিজনির ভারতীয় প্রধান বিক্রম দুগগল জানিয়েছেন, এইটা ডিজনি কর্তৃপক্ষের জন্য আনন্দের বিষয় যে মুসাফা চরিত্রে কণ্ঠ দিতে শাহরুখ নিজেই রাজি হয়েছেন। আর ছেলের চরিত্রে তার শাহরুখ পুত্র আরিয়ানের গলা শোনা যাবে। এটি হিন্দী ভার্সনেও মুক্তি দেয়া হবে ভারতে। ছবিটির কেন্দ্রীয় দুই চরিত্র মুসাফা ও তার ছেলে সিমবা। হিন্দি ভার্সনে এই দুই চরিত্রের কণ্ঠ দেবেন শাহরুখ ও আরিয়ান খান। আয়রন ম্যান ও জঙ্গল বুক ২০১৬ খ্যাত পরিচালক জন ফারভু নির্মাণ করেছেন ছবিটি। আগামী ১৯ জুলাই ইংলিশ, হিন্দী, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাবে ‘দ্য লায়ন কিং’।