ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

বাংলাদেশি আরচ্যারদের হতাশার একটি দিন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:০৮:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০১৯
  • / ২০৪ বার পড়া হয়েছে

খেলাধুলা ডেস্ক
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে চলমান ২১তম এশিয়ান আরচ্যারি চ্যাম্পিয়নশিপে আজ হতাশার একটি দিন পার করল বাংলাদেশি আরচ্যাররা। প্রতিযোগিতার তৃতীয় দিনে সোমবার সেমি-ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছেন দেশসেরা তীরন্দাজ রোমান সানা। পুরুষদের রিকার্ভ ইভেন্টের এলিমেন্টেশন রাউন্ডে স্বাগতিক থাইল্যান্ডের পাথাইরাত তানাপাতের কাছে ৬-২ সেটে হেরে গেছেন তিনি। এর আগে অবশ্য স্বাগতিক দলের আরেক আরচ্যার মাতান ফ্লোরান্তেকে ৭-১ সেটে হারিয়ে শেষ ষোলতে উন্নীত হয়েছিলেন তিনি। এছাড়া প্রি কোয়ার্টার ফাইনালে নিজ নিজ ম্যাচে হেরে কোয়ার্টার ফাইনালে পৌঁছাতে ব্যর্থ হয়েছেন বাংলাদেশের মোহাম্মদ তামিমুল ইসলাম, মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল ও মো. সাকিব মোল্লা। মহিলাদের রিকার্ভের এলিমেন্টেশন রাউন্ডেও নিজ নিজ ম্যাচে হেরে গেছেন বাংলাদেশের নারী আরচ্যার নাসরিন আক্তার, বিউটি রায়, মোসাম্মৎ ইতি খাতুন ও মেহনাজ আক্তার মনিরা। পুরুষদের কম্পাউন্ড ইভেন্টের এলিমেন্টেশন রাউন্ডে হেরে গেছেন বাংলাদেশের আরচ্যার মো. সোহেল রানা ও অসীম কুমার দাস। মহিলাদের এলিমেন্টেশন রাউন্ডে চাইনিজ তাইপের প্রতিপক্ষ ‘লিন মিং-চিং এর কাছে হেরে গেছেন বাংলাদেশের সুস্মিতা বনিক। রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে উত্তর কোরিয়ার কাছে ৫-১ সেটে হেরে যায় বাংলাদেশ। কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টের কোয়ার্টার ফাইনালে অসীম কুমার দাস ও সুস্মিতা বনিককে নিয়ে গঠিত বাংলাদেশ দল হেরে যায় কোরিয়ার কাছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

বাংলাদেশি আরচ্যারদের হতাশার একটি দিন

আপলোড টাইম : ১০:০৮:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০১৯

খেলাধুলা ডেস্ক
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে চলমান ২১তম এশিয়ান আরচ্যারি চ্যাম্পিয়নশিপে আজ হতাশার একটি দিন পার করল বাংলাদেশি আরচ্যাররা। প্রতিযোগিতার তৃতীয় দিনে সোমবার সেমি-ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছেন দেশসেরা তীরন্দাজ রোমান সানা। পুরুষদের রিকার্ভ ইভেন্টের এলিমেন্টেশন রাউন্ডে স্বাগতিক থাইল্যান্ডের পাথাইরাত তানাপাতের কাছে ৬-২ সেটে হেরে গেছেন তিনি। এর আগে অবশ্য স্বাগতিক দলের আরেক আরচ্যার মাতান ফ্লোরান্তেকে ৭-১ সেটে হারিয়ে শেষ ষোলতে উন্নীত হয়েছিলেন তিনি। এছাড়া প্রি কোয়ার্টার ফাইনালে নিজ নিজ ম্যাচে হেরে কোয়ার্টার ফাইনালে পৌঁছাতে ব্যর্থ হয়েছেন বাংলাদেশের মোহাম্মদ তামিমুল ইসলাম, মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল ও মো. সাকিব মোল্লা। মহিলাদের রিকার্ভের এলিমেন্টেশন রাউন্ডেও নিজ নিজ ম্যাচে হেরে গেছেন বাংলাদেশের নারী আরচ্যার নাসরিন আক্তার, বিউটি রায়, মোসাম্মৎ ইতি খাতুন ও মেহনাজ আক্তার মনিরা। পুরুষদের কম্পাউন্ড ইভেন্টের এলিমেন্টেশন রাউন্ডে হেরে গেছেন বাংলাদেশের আরচ্যার মো. সোহেল রানা ও অসীম কুমার দাস। মহিলাদের এলিমেন্টেশন রাউন্ডে চাইনিজ তাইপের প্রতিপক্ষ ‘লিন মিং-চিং এর কাছে হেরে গেছেন বাংলাদেশের সুস্মিতা বনিক। রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে উত্তর কোরিয়ার কাছে ৫-১ সেটে হেরে যায় বাংলাদেশ। কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টের কোয়ার্টার ফাইনালে অসীম কুমার দাস ও সুস্মিতা বনিককে নিয়ে গঠিত বাংলাদেশ দল হেরে যায় কোরিয়ার কাছে।