ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

বলিয়ারপুরের শহিদুলের বাড়িতে হামলা ও ভাংচুর

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:২৩:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ মার্চ ২০১৮
  • / ৪২০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ইউনিয়নের বলিয়ারপুর গ্রামের শহিদুল নামের একজনের বাড়ীতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। গতকাল এশার নামাজের পর রাত আনুমানিক ৮টার দিকে এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। এক প্রত্যক্ষদর্শী জানায়, এশার নামাজের পর শহিদুলের বাড়িতে একই গ্রামের সালামতের ছেলে সোহেল ও ছোটসহ মোমিনপুর ইউনিয়নের সরিষাডাঙ্গা গ্রামের বাসিন্দা খাদেমপুরের ইউপি সচিব মুসাব আলীসহ ১০-১২ জনের একদল যুবক বলিয়ারপুরের বাদশা মন্ডলের ছেলে শহিদুল হকের বাড়িতে লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা চালায়। এসময় তারা শহিদুলকে বাড়িতে না পেয়ে তার বাড়ির গেট, ঘরের দেওয়াল ভাংচুর করে। তারপর বাড়ির মহিলাদের প্রকাশ্যে হুমকি দেয়। এবং তারা বলে শহিদুলকে আমরা যেখানে পাবো সেখানেই মারধর করবো। একপর্যায়ে গ্রামবাসী একত্রিত হয়ে প্রতিরোধ করলে মুসাব তার দলবলসহ সেখান থেকে চলে যায়। এ ঘটনার পর শহিদুলের পরিবারের লোকজনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এছাড়া গ্রামবাসী অনেককে বলতে শোনা যায়, পার্শবর্তী ইউনিয়নের একজন মানুষ দলবলসহ গ্রামে এসে হামলা, ভাংচুরসহ হুমকি দেওয়ার সাহস কোথা থেকে পাই? গ্রামবাসী প্রশাসনের কাছে এ ঘটনার প্রতিকার চেয়েছে। এবিষয়ে শহিদুল হক জানান, কোন কারন ছাড়াই আমাদের বাড়িতে এসে মুসাবসহ তার দলবল হামলা চালিয়ে ভাংচুর করেছে। এতে আমার ঘরে থাকা প্রায় ৫০ হাজার টাকার আসবাবপত্র নষ্ট হয়েছে। প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

বলিয়ারপুরের শহিদুলের বাড়িতে হামলা ও ভাংচুর

আপলোড টাইম : ১০:২৩:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ মার্চ ২০১৮

নিজস্ব প্রতিবেদক: আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ইউনিয়নের বলিয়ারপুর গ্রামের শহিদুল নামের একজনের বাড়ীতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। গতকাল এশার নামাজের পর রাত আনুমানিক ৮টার দিকে এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। এক প্রত্যক্ষদর্শী জানায়, এশার নামাজের পর শহিদুলের বাড়িতে একই গ্রামের সালামতের ছেলে সোহেল ও ছোটসহ মোমিনপুর ইউনিয়নের সরিষাডাঙ্গা গ্রামের বাসিন্দা খাদেমপুরের ইউপি সচিব মুসাব আলীসহ ১০-১২ জনের একদল যুবক বলিয়ারপুরের বাদশা মন্ডলের ছেলে শহিদুল হকের বাড়িতে লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা চালায়। এসময় তারা শহিদুলকে বাড়িতে না পেয়ে তার বাড়ির গেট, ঘরের দেওয়াল ভাংচুর করে। তারপর বাড়ির মহিলাদের প্রকাশ্যে হুমকি দেয়। এবং তারা বলে শহিদুলকে আমরা যেখানে পাবো সেখানেই মারধর করবো। একপর্যায়ে গ্রামবাসী একত্রিত হয়ে প্রতিরোধ করলে মুসাব তার দলবলসহ সেখান থেকে চলে যায়। এ ঘটনার পর শহিদুলের পরিবারের লোকজনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এছাড়া গ্রামবাসী অনেককে বলতে শোনা যায়, পার্শবর্তী ইউনিয়নের একজন মানুষ দলবলসহ গ্রামে এসে হামলা, ভাংচুরসহ হুমকি দেওয়ার সাহস কোথা থেকে পাই? গ্রামবাসী প্রশাসনের কাছে এ ঘটনার প্রতিকার চেয়েছে। এবিষয়ে শহিদুল হক জানান, কোন কারন ছাড়াই আমাদের বাড়িতে এসে মুসাবসহ তার দলবল হামলা চালিয়ে ভাংচুর করেছে। এতে আমার ঘরে থাকা প্রায় ৫০ হাজার টাকার আসবাবপত্র নষ্ট হয়েছে। প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।