ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

বন্ধ হচ্ছে গুগল প্লে মিউজিক!

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৪৪:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২০
  • / ১৪০ বার পড়া হয়েছে

প্রযুক্তি ডেস্ক:
আগামী অক্টোবরে যুক্তরাজ্যে প্লে মিউজিক সেবা বন্ধ করছে গুগল। ইউটিউব মিউজিক অ্যাপ জনপ্রিয় করার জন্য গুগল এমন সিদ্ধান্ত নিয়েছে। খবর বিবিসির। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ জানিয়েছে, সেপ্টেম্বর থেকেই নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকায় এ সেবা বন্ধ হবে। ডিসেম্বর থেকে গুগল প্লে মিউজিক সেবা পুরোপুরি বন্ধ হয়ে যাবে।
বিবিসি বলছে, অ্যান্ড্রয়েড ফোনগুলোতে গুগল প্লে মিউজিক অ্যাপটি প্রি-ইন্সটল হিসেবে যুক্ত করা হলেও তা স্পটিফাই এবং অ্যাপল মিউজিকের মতো জনপ্রিয় হতে পারেনি। ব্যবহারকারীদের আকর্ষণ করতে ব্যর্থ হয়েছে। গুগল বলছে, ইউটিউব মিউজিক অ্যাপে ৬ কোটি গান থাকছে। বিনামূল্যে গানগুলো শোনা যাবে। প্লে মিউজিক সেবা বন্ধের আগে ব্যবহারকারীদের নোটিশ দেওয়া হবে। অ্যান্ড্রয়েড ১০ যুক্ত ফোনে ইউটিউব মিউজিক প্রি-ইন্সটল হিসেবে থাকবে। বন্ধ হওয়ার আগে ব্যবহারকারীরা প্লে লিস্টস, আর্টিস্টস, অ্যালবামস, গান, কেনা কনটেন্ট, রেকমেন্ডেশন ও আপলোডস বিভাগগুলো ট্রান্সফারের সুযোগ পাবেন। বিশেষজ্ঞরা বলছেন, ইউটিউবের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে গুগল সঠিক পথে আগাচ্ছে। ২০১১ সালের নভেম্বরে যাত্রা শুরু করে গুগল প্লে মিউজিক। ইউটিউব মিউজিক অ্যাপ ও গুগল প্লে মিউজিকের সাবস্ক্রাইবার সংখ্যা ২ কোটি।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

বন্ধ হচ্ছে গুগল প্লে মিউজিক!

আপলোড টাইম : ০৮:৪৪:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২০

প্রযুক্তি ডেস্ক:
আগামী অক্টোবরে যুক্তরাজ্যে প্লে মিউজিক সেবা বন্ধ করছে গুগল। ইউটিউব মিউজিক অ্যাপ জনপ্রিয় করার জন্য গুগল এমন সিদ্ধান্ত নিয়েছে। খবর বিবিসির। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ জানিয়েছে, সেপ্টেম্বর থেকেই নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকায় এ সেবা বন্ধ হবে। ডিসেম্বর থেকে গুগল প্লে মিউজিক সেবা পুরোপুরি বন্ধ হয়ে যাবে।
বিবিসি বলছে, অ্যান্ড্রয়েড ফোনগুলোতে গুগল প্লে মিউজিক অ্যাপটি প্রি-ইন্সটল হিসেবে যুক্ত করা হলেও তা স্পটিফাই এবং অ্যাপল মিউজিকের মতো জনপ্রিয় হতে পারেনি। ব্যবহারকারীদের আকর্ষণ করতে ব্যর্থ হয়েছে। গুগল বলছে, ইউটিউব মিউজিক অ্যাপে ৬ কোটি গান থাকছে। বিনামূল্যে গানগুলো শোনা যাবে। প্লে মিউজিক সেবা বন্ধের আগে ব্যবহারকারীদের নোটিশ দেওয়া হবে। অ্যান্ড্রয়েড ১০ যুক্ত ফোনে ইউটিউব মিউজিক প্রি-ইন্সটল হিসেবে থাকবে। বন্ধ হওয়ার আগে ব্যবহারকারীরা প্লে লিস্টস, আর্টিস্টস, অ্যালবামস, গান, কেনা কনটেন্ট, রেকমেন্ডেশন ও আপলোডস বিভাগগুলো ট্রান্সফারের সুযোগ পাবেন। বিশেষজ্ঞরা বলছেন, ইউটিউবের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে গুগল সঠিক পথে আগাচ্ছে। ২০১১ সালের নভেম্বরে যাত্রা শুরু করে গুগল প্লে মিউজিক। ইউটিউব মিউজিক অ্যাপ ও গুগল প্লে মিউজিকের সাবস্ক্রাইবার সংখ্যা ২ কোটি।