ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

বঙ্গবন্ধু ও দেশের ইতিহাস সম্পর্কে জানতে হবে

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:১২:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২০
  • / ১৮৪ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় মুজিববর্ষ রোভার মুট উদ্বোধনকালে এমপি ছেলুন জোয়ার্দ্দার
নিজস্ব প্রতিবেদক:
‘মুজববর্ষে রোভারিং, উন্নয়নে প্রতিদিন’ এ প্রতিপাদ্যে মুজিববর্ষ ৪র্থ চুয়াডাঙ্গা জেলা রোভার মুট-২০২০-এর উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা সরকারি কলেজের মাঠে বাংলাদেশ স্কাউটস চুয়াডাঙ্গা জেলা রোভার এ অনুষ্ঠানের আয়োজন করে। পাঁচ দিনব্যাপী এ আয়োজনে চুয়াডাঙ্গা জেলার মোট ২৪টি দল এতে অংশগ্রহণ করে। রোভার মুটের উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। এ সময় তিনি তাঁর বক্তব্যে বলেন, ‘আজ রোভার স্কাউটসের মিলনমেলা। আজ তোমরা একত্রিত হয়েছ এখানে। এরকমই যখন তোমরা দেশের বাইরে যেয়ে অন্যান্য দেশের স্কাউটসের সদস্যদের সঙ্গে একত্রিত হবে, তখন সবাই সবার দেশের ইতহাস সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ করে। সে কারণে তোমাদের এ দেশের ইতিহাস সম্পর্কে জানতে হবে। যেকোনো মানুষের বিপদাপদে তাদের পাশে দাঁড়াতে হবে। তোমরা বিশ্বের যেকোনো দেশে যেখানে যাবে, সেখানে তোমরা তোমাদের ট্রেনিংকে কাজে লাগাতে হবে। আমরা সবাই চাই, আমাদের ছেলেরা মাথা উঁচু করে সবস্থান থেকে জয়ী হয়ে আসবে। তোমরা আনন্দ উল্লস করবে। প্রত্যেকে একে অপরের সঙ্গে পরিচিত হবে, যাতে তোমরা তোমাদের এই সম্পর্ককে কাজে লাগাতে পার।’
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনিরা পারভিন এবং চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ ও চুয়াডাঙ্গা রোভার স্কাউটসের সহসভাপতি প্রফেসর আজিজুর রহমান। আলোচনা সভার শুরুতে আমন্ত্রিত অতিথিদের আসন গ্রহণ ও ফুল দিয়ে বরণ করা হয়। চুয়াডাঙ্গা সরকারি কলেজের কর্মকর্তরা আমন্ত্রিত অতিথিদের রোভার মুটের লোগো সম্বলিত স্কার্ফ ও ক্যাপ পরিয়ে দেন। এরপর জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় ও রোভার পতাকা উত্তোলন করা হয়। দর্শনা সরকারি কলেজের প্রভাষক রেহমান আজিজের পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য দেন মুট সচিব ও জেলা রোভারের সম্পাদক চুয়াডাঙ্গা সরকারি কলেজের সহকারী অধ্যাপক জাহিদুল হাসান। এ সময় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. সাইফুর রশিদ, চুয়াডাঙ্গা সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক সফিকুল ইসলাম, পৌর কলেজের সাবেক অধ্যাপক শেখ সেলিম, প্রথম আলোর চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি শাহ আলম সনিসহ বিভিন্ন কলেজের শিক্ষক ও রোভারের জেলা কমিটির সদস্যবৃন্দ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

বঙ্গবন্ধু ও দেশের ইতিহাস সম্পর্কে জানতে হবে

আপলোড টাইম : ১০:১২:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২০

চুয়াডাঙ্গায় মুজিববর্ষ রোভার মুট উদ্বোধনকালে এমপি ছেলুন জোয়ার্দ্দার
নিজস্ব প্রতিবেদক:
‘মুজববর্ষে রোভারিং, উন্নয়নে প্রতিদিন’ এ প্রতিপাদ্যে মুজিববর্ষ ৪র্থ চুয়াডাঙ্গা জেলা রোভার মুট-২০২০-এর উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা সরকারি কলেজের মাঠে বাংলাদেশ স্কাউটস চুয়াডাঙ্গা জেলা রোভার এ অনুষ্ঠানের আয়োজন করে। পাঁচ দিনব্যাপী এ আয়োজনে চুয়াডাঙ্গা জেলার মোট ২৪টি দল এতে অংশগ্রহণ করে। রোভার মুটের উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। এ সময় তিনি তাঁর বক্তব্যে বলেন, ‘আজ রোভার স্কাউটসের মিলনমেলা। আজ তোমরা একত্রিত হয়েছ এখানে। এরকমই যখন তোমরা দেশের বাইরে যেয়ে অন্যান্য দেশের স্কাউটসের সদস্যদের সঙ্গে একত্রিত হবে, তখন সবাই সবার দেশের ইতহাস সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ করে। সে কারণে তোমাদের এ দেশের ইতিহাস সম্পর্কে জানতে হবে। যেকোনো মানুষের বিপদাপদে তাদের পাশে দাঁড়াতে হবে। তোমরা বিশ্বের যেকোনো দেশে যেখানে যাবে, সেখানে তোমরা তোমাদের ট্রেনিংকে কাজে লাগাতে হবে। আমরা সবাই চাই, আমাদের ছেলেরা মাথা উঁচু করে সবস্থান থেকে জয়ী হয়ে আসবে। তোমরা আনন্দ উল্লস করবে। প্রত্যেকে একে অপরের সঙ্গে পরিচিত হবে, যাতে তোমরা তোমাদের এই সম্পর্ককে কাজে লাগাতে পার।’
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনিরা পারভিন এবং চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ ও চুয়াডাঙ্গা রোভার স্কাউটসের সহসভাপতি প্রফেসর আজিজুর রহমান। আলোচনা সভার শুরুতে আমন্ত্রিত অতিথিদের আসন গ্রহণ ও ফুল দিয়ে বরণ করা হয়। চুয়াডাঙ্গা সরকারি কলেজের কর্মকর্তরা আমন্ত্রিত অতিথিদের রোভার মুটের লোগো সম্বলিত স্কার্ফ ও ক্যাপ পরিয়ে দেন। এরপর জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় ও রোভার পতাকা উত্তোলন করা হয়। দর্শনা সরকারি কলেজের প্রভাষক রেহমান আজিজের পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য দেন মুট সচিব ও জেলা রোভারের সম্পাদক চুয়াডাঙ্গা সরকারি কলেজের সহকারী অধ্যাপক জাহিদুল হাসান। এ সময় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. সাইফুর রশিদ, চুয়াডাঙ্গা সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক সফিকুল ইসলাম, পৌর কলেজের সাবেক অধ্যাপক শেখ সেলিম, প্রথম আলোর চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি শাহ আলম সনিসহ বিভিন্ন কলেজের শিক্ষক ও রোভারের জেলা কমিটির সদস্যবৃন্দ।