ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুর খুনিদের বিচারের রায় দ্রুত কার্যকরের দাবি

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:২৬:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০১৯
  • / ২০০ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় রাত ১২টা ১ মিনিটে মোমবাতি জ্বালিয়ে শোকের মাস শুরু
বিশেষ প্রতিবেদক:
শোকের মাসের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে মোমবাতির আলোকচ্ছটার মধ্য দিয়ে মাসব্যাপী কর্মসূচির সূচনা করেছে চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। গতকাল বুধবার দিবাগত রাতে শহরের শহীদ হাসান চত্বর মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে জেলা স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের আয়োজনে মোমবাতি প্রজ্জ্বলন ও নিরবতা পালন করে এ কর্মসূচি পালন করা হয়। এর আগে কেদারগঞ্জ নতুন বাজারস্থ দলীয় কার্যালয় থেকে মোমবাতি জ্বালিয়ে আলোর মিছিল নিয়ে স্মৃতিস্তম্ভে এসে সমবেত হন নেতা-কর্মীরা। রাত ১২টা ১ মিনিটে মোমবাতি প্রজ্জ্বলন শেষে ১ মিনিট নিরবতা পালন করেন তাঁরা।
এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু, স্বেচ্ছাসেবক লীগের জেলা সদস্য মিলন, রাজ্জাক, ৪ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সেলিম রেজা পিন্টু, সাধারণ সম্পাদক রবিন শেখ, ৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম টোকন, স্বেচ্ছাসেবক লীগের নেতা মামুন, নাজমুল, ইমরান, পাপেল, জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপন, দপ্তর সম্পাদক জনি আহমেদ, সদর থানা কৃষক লীগের আহ্বায়ক আব্দুল মতিন দুদু, সদর উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদিকা মাছুমা আক্তার, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হুসাইন জ্যাকি, সদর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান, পৌর ছাত্রলীগের সহসভাপতি জাহাঙ্গীর হোসেন, ছাত্রলীগের নেতা সোহাগ, সজিব, শাওন, সুমন, রাকিব, আনিস, জাহিদ, ইয়াসিন, রাকিব, সুরুজ, অংকন, হাসান, পিয়াস, রাব্বি, সানজিদ প্রমুখ।
কর্মসূচি উদ্বোধন শেষে সংক্ষিপ্ত আলোচনায় জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু বলেন, ‘১৯৭৫ সালের এ মাসেই বাঙালি জাতি তথা আমরা হারিয়েছি হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারকে। বীর বাঙালির ইতিহাসে কলঙ্কিত এক অধ্যায় সূচিত হয় এ আগস্ট মাসেই। কারণ ৭১-এ পরাজিতরা চেয়েছিল, বাঙালির অগ্রগতির রাশ টেনে ধরতে। তাই প্রতিবছর আগস্ট মাস নতুন করে ভাবতে শেখায় বাঙালি জাতিকে। প্রতিশোধের চেতনায় শাণিত করে সবাইকে।’ তিনি আরও বলেন, ‘১৫ আগস্টে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়, বিশ্বের ইতিহাসে এ ধরনের রাজনৈতিক হত্যাকা- আর দ্বিতীয়টি নেই। রাজনৈতিক মতাদর্শের ক্ষেত্রে আমাদের মধ্যে ভেদাভেদ থাকলেও বঙ্গবন্ধুকে বিভাজন করা উচিত নয়। তিনি কোনো রাজনৈতিক দলের নেতা নন, তিনি বাংলাদেশের সর্বসাধারণের নেতা।’ এ সময় তিনি বিভিন্ন দেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করার দাবি জানান।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

বঙ্গবন্ধুর খুনিদের বিচারের রায় দ্রুত কার্যকরের দাবি

আপলোড টাইম : ০৯:২৬:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০১৯

চুয়াডাঙ্গায় রাত ১২টা ১ মিনিটে মোমবাতি জ্বালিয়ে শোকের মাস শুরু
বিশেষ প্রতিবেদক:
শোকের মাসের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে মোমবাতির আলোকচ্ছটার মধ্য দিয়ে মাসব্যাপী কর্মসূচির সূচনা করেছে চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। গতকাল বুধবার দিবাগত রাতে শহরের শহীদ হাসান চত্বর মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে জেলা স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের আয়োজনে মোমবাতি প্রজ্জ্বলন ও নিরবতা পালন করে এ কর্মসূচি পালন করা হয়। এর আগে কেদারগঞ্জ নতুন বাজারস্থ দলীয় কার্যালয় থেকে মোমবাতি জ্বালিয়ে আলোর মিছিল নিয়ে স্মৃতিস্তম্ভে এসে সমবেত হন নেতা-কর্মীরা। রাত ১২টা ১ মিনিটে মোমবাতি প্রজ্জ্বলন শেষে ১ মিনিট নিরবতা পালন করেন তাঁরা।
এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু, স্বেচ্ছাসেবক লীগের জেলা সদস্য মিলন, রাজ্জাক, ৪ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সেলিম রেজা পিন্টু, সাধারণ সম্পাদক রবিন শেখ, ৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম টোকন, স্বেচ্ছাসেবক লীগের নেতা মামুন, নাজমুল, ইমরান, পাপেল, জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপন, দপ্তর সম্পাদক জনি আহমেদ, সদর থানা কৃষক লীগের আহ্বায়ক আব্দুল মতিন দুদু, সদর উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদিকা মাছুমা আক্তার, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হুসাইন জ্যাকি, সদর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান, পৌর ছাত্রলীগের সহসভাপতি জাহাঙ্গীর হোসেন, ছাত্রলীগের নেতা সোহাগ, সজিব, শাওন, সুমন, রাকিব, আনিস, জাহিদ, ইয়াসিন, রাকিব, সুরুজ, অংকন, হাসান, পিয়াস, রাব্বি, সানজিদ প্রমুখ।
কর্মসূচি উদ্বোধন শেষে সংক্ষিপ্ত আলোচনায় জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু বলেন, ‘১৯৭৫ সালের এ মাসেই বাঙালি জাতি তথা আমরা হারিয়েছি হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারকে। বীর বাঙালির ইতিহাসে কলঙ্কিত এক অধ্যায় সূচিত হয় এ আগস্ট মাসেই। কারণ ৭১-এ পরাজিতরা চেয়েছিল, বাঙালির অগ্রগতির রাশ টেনে ধরতে। তাই প্রতিবছর আগস্ট মাস নতুন করে ভাবতে শেখায় বাঙালি জাতিকে। প্রতিশোধের চেতনায় শাণিত করে সবাইকে।’ তিনি আরও বলেন, ‘১৫ আগস্টে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়, বিশ্বের ইতিহাসে এ ধরনের রাজনৈতিক হত্যাকা- আর দ্বিতীয়টি নেই। রাজনৈতিক মতাদর্শের ক্ষেত্রে আমাদের মধ্যে ভেদাভেদ থাকলেও বঙ্গবন্ধুকে বিভাজন করা উচিত নয়। তিনি কোনো রাজনৈতিক দলের নেতা নন, তিনি বাংলাদেশের সর্বসাধারণের নেতা।’ এ সময় তিনি বিভিন্ন দেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করার দাবি জানান।