ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

বখে যাওয়া পলাশ র‌্যাবের সন্ত্রাসী তালিকায়

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৫৯:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৯
  • / ৩৫৮ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদন:
ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাইগামী বাংলাদেশ বিমানের বিমান ‘ময়ূরপঙ্খী’ ছিনতাই চেষ্টার ঘটনায় কমান্ডো অভিযানে নিহত পলাশ আহমেদ ওরফে মাহিবীর জাহানকে নিয়ে নানা তথ্য উঠে আসছে। তবে বিমানবন্দরের চার স্তরের নিরাপত্তা ভেদ করে কীভাবে ফ্লাইটে ‘আগ্নেয়াস্ত্র’ নিয়ে ঢুকে গেল, সেসব প্রশ্নের কোনো উত্তর খুঁজে পাচ্ছেন না সংশ্লিষ্টরা। পাশাপাশি ‘অস্ত্রধারী’ কে এই পলাশ? তা জানতেও উদগ্রীব সবাই। এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য মতে, তার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জে। মিডিয়াতে কাজ করতেন। তিনি নায়িকা শিমলার দ্বিতীয় স্বামী। তারও দ্বিতীয় বিয়ে ছিল এটি। ৭ বছর আগে তিনি অপহরণ মামলায় গ্রেফতার হয়েছিলেন।
গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানিয়েছে, বিমানের যাত্রী তালিকা অনুযায়ী, পলাশ অভ্যন্তরীণ রুটের (ঢাকা-চট্টগ্রাম) যাত্রী ছিলেন। বিমানের ১৭-এ সিটে বসেছিলেন। র‌্যাবের অপরাধীদের ডাটাবেজ থেকে জানা গেছে, তার পুরো নাম পলাশ আহমেদ। বাবার নাম পিয়ার জাহান সরদার। জন্ম ১৩ ফেব্রুয়ারি ১৯৯৪। গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরিজপুরের দুধঘাটায়। পলাশ ২০১২ সালের ২৮ মার্চ একটি অপহরণ মামলায় সহযোগীসহ গ্রেফতার হয়েছিলেন। এ মামলায় ২০ দিন কারাভোগ করেন। পরে জামিনে ছাড়া পেয়ে ঢাকায় চলে আসেন।
গতকাল পলাশের বাবা গণমাধ্যমকে জানিয়েছেন, ১৯৯০ সালে কুয়েতে যান পলাশের বাবা। এরপর দ্বিতীয় দফায় সৌদি যান। গত সাত বছর ধরে তিনি দেশে আছেন। তিনি কাছে না থাকায় হয়ত ছেলে বখে গেছে বলে মনে করেন পলাশের বাবা। পলাশ ২০১১ সালে দাখিল পাস করে সোনারগাঁও ডিগ্রি কলেজে ভর্তি হলেও পড়াশোনা শেষ করতে পারেনি। পরের বছর কাঁচপুরের এক স্কুলছাত্রীকে নিয়ে পালিয়ে যায়। ওই ঘটনায় গ্রেফতার হয়ে কারাভোগও করে। তবু নিজেকে শোধরায়নি। পলাশের বাবা জানান, তিনি প্রবাসে থাকার সময় তার পাঠানো টাকা-পয়সায় উচ্ছৃঙ্খল জীবনযাপনে অভ্যস্ত হয়ে উঠে পলাশ। এরই মধ্যে মিডিয়ার সঙ্গেও জড়ায়। দুই বছর আগে ‘কবর’ নামে একটি শর্টফিল্মে অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করেছিল। এর জন্য বাড়ি ছেড়ে ঢাকায় থাকা শুরু করে। টাকার প্রয়োজন হলে বাড়ি যেত। গত বছর নায়িকা শিমলাকে বিয়ে করে বাড়িতে আসে। এর আগে ২০১৪ সালে বগুড়ায় মেঘলা নামে একটি মেয়েকে বিয়ে করেছিল। সে ঘরে আয়ান নামে আড়াই বছরের একটি ছেলেও আছে। তবে শিমলার সঙ্গে বিয়ে হওয়ার পর ২০১৭ সালে প্রথম স্ত্রী পলাশকে তালাক দেয়।
বাবা পিয়ার জাহান আরো জানান, সম্প্রতি শম্ভুপুরা ইউনিয়নের চরকিশোরগঞ্জ এলাকায় বিদেশে পাঠানোর কথা বলে ৪-৫ জনের কাছ থেকে ৮-১০ লাখ টাকা নিয়ে যায়। গত ২০-২৫ দিন আগে আবারও বাড়িতে আসে। এ সময় তার মধ্যে বেশ পরিবর্তন লক্ষ্য করা যায়। পাঁচ ওয়াক্ত নামাজ আদায়, এমনকি মসজিদে আজানও দিয়েছে। গত শুক্রবার বাড়ি থেকে বের হওয়ার সময় মাকে বলেছিল ভ্রমণ ভিসায় সে দুবাই যাবে। ছেলের উচ্ছৃঙ্খল জীবন নিয়ে তিনি এতটাই অতিষ্ঠ ছিলেন যে, তিনি চেয়েছেন হয় ছেলে ভালো হোক, না হয় মরে যাক। সে ইচ্ছাটাই যেন পূরণ হলো পিয়ার জাহানের। জানা যায়, ছোটবেলা থেকেই নারীদের প্রতি আকৃষ্ট ছিল পলাশ। একবার স্থানীয় একটি মাদ্রাসায় বোরকা পড়ে ঢুকে এক ছাত্রীর সঙ্গে রাত্রীযাপন করে।
নায়িকা শিমলাকে বিয়ে ও অন্যান্য : চট্টগ্রামে বিমান ছিনতাইয়ের চেষ্টাকারী এবং কমান্ডো অভিযানে নিহত পলাশ আহমেদ ওরফে মাহাবী জাহান ছিলেন নায়িকা শিমলার দ্বিতীয় স্বামী। যদিও শিমলা যখন সিনেমার নায়িকা তখন পলাশ মায়ের কোলে। আবার শিমলাও পলাশের দ্বিতীয় স্ত্রী। এদিকে ঘটনা জানাজানির পর গণমাধ্যম কর্মীরা শিমলাকেও খুঁজছেন। তবে গতকাল সন্ধ্যায় শিমলা গণমাধ্যমের কাছে দাবি করেন, চার মাস আগেই পলাশকে তালাক দিয়েছেন তিনি। পলাশ মানসিক ভারসাম্য হারিয়ে ফেলায় এ সিদ্ধান্ত নিতে হয়েছে। তিনি জানান, ২০১৭ সালের ১২ সেপ্টেম্বর তাদের প্রথম দেখা হয়। এরপর তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। ২০১৮ সালের ৩ মার্চ তাদের বিয়ে হয়। ওই বছরেরই শেষ দিকে, ৬ নভেম্বর তাদের বিচ্ছেদ হয়। এক প্রশ্নের জবাবে জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী বলেন, ‘সে যা করেছে তা অস্বাভাবিক। দেশের জন্য দুঃখজনক ও লজ্জার। এজন্য যদি প্রয়োজন হয়, আমি দেশের জন্য যেকোনো কিছু ফেস করতে রাজি।’ ঢাকাই সিনেমার এক সময়ের আলোচিত নায়িকা শিমলা। ১৯৯৯ সালে শহীদুল ইসলাম খোকন পরিচালিত ‘ম্যাডাম ফুলি’ সিনেমা দিয়ে অভিষেক ঘটে। অভিষেকের ছবিতেই তিনি শ্রেষ্ঠ অভিনেত্রীর ক্যাটাগরিতে জয় করে নেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সেই থেকে ‘ম্যাডাম ফুলি’ নামেই চলচ্চিত্রে পরিচিতি শিমলার। এক সময়ের আলোচিত এ নায়িকা আলোচনায় নেই বহু দিন। ক্যারিয়ারে ভাটা চলছে প্রায় ১০ বছর হলো। চলচ্চিত্রে কাজ নেই, তাই নেই আলোচনায়ও। তার সর্বশেষ অভিনীত ছবি রুবেল আনুশ পরিচালিত ‘নিষিদ্ধ প্রেমের গল্প’। ছবিটির শুটিং নিয়ে পরিচালকের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়ায় আলোচনায় ছিলেন কিছু দিন।
গত বছরের প্রথম দিনে বিয়ে নিয়ে খবরের শিরোনাম হন শিমলা। তখন যার সঙ্গে তার বিয়ের খবর প্রকাশ হলো তিনিই এই পলাশ আহমেদ ওরফে মাহিবী জাহান। এবার স্বামীর জন্যই আবার আলোচনায় এলেন শিমলা। যদিও দৃশ্যপট একেবারেই ভিন্ন। কারণ তার স্বামীই ঢাকা থেকে দুবাইগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট ‘ময়ূরপঙ্খী’ ছিনতাই চেষ্টাকারী। যিনি এরই মধ্যে কমান্ডো অভিযানে নিহত। এ সূত্রেই এখন আলোচনায় নায়িকা শিমলা। বিয়ের এক বছর না যেতেই তাদের দাম্পত্যে ফাটল ধরেছিল। শিমলার আগ্রহেই বিচ্ছেদ হয়। কিন্তু সেটি মেনে নিতে পারেননি পলাশ। হতাশায় বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। আর সেই হতাশা থেকেই হয়ত নিজেকে মৃত্যুর দিকে ঠেলে দেন পলাশ। বিমানে ওঠার আগের স্ট্যাটাস ‘ঘৃণা নিঃশ্বাসে প্রশ্বাসে’ : নিহত হওয়ার কয়েক ঘণ্টা আগে অর্থাৎ দুপুর ১টা ৩ মিনিটে নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দেন মো. পলাশ আহমেদ ওরফে মাহিবী জাহান। এতে তিনি লিখেন ‘ঘৃণা নিঃশ্বাসে প্রশ্বাসে’। ফেসবুকে এটাই ছিল তার শেষ স্ট্যাটাস। এই স্ট্যাটাসে নায়িকা শিমলার সঙ্গে বিচ্ছেদে হতাশার চিত্রই ফুটে উঠেছে।
পলাশের ‘শালা বাবু’ ক্রিকেটার সাকিব : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টি-টোয়েন্টি ও টেস্ট ফরম্যাটের অধিনায়ক সাকিব আল হাসান এবং বিমান ছিনতাই চেষ্টাকারী পলাশ আহমেদ ওরফে মাহাবী জাহান সম্পর্কে শালা-দুলাভাই! ফেসবুকে এক স্ট্যাটাসে ছবি শেয়ার করে এমন দাবি করেছিলেন ছিনতাই চেষ্টাকারী ওই যুবক। জানা গেছে, চিত্রনায়িকা শিমলা সাকিব আল হাসানের দুঃসম্পর্কের বোন হয়। সেই অর্থে বিমান ছিনতাই চেষ্টাকারী পলাশ সাকিব আল হাসানের দুলাভাই। গত বছরের ৩১ আগস্ট চিত্রনায়িকা সিমলা ও সাকিব আল হাসানের সঙ্গে মাহীবী জাহান নামের নিজের ফেসবুক টাইমলাইনে দুটি ছবি শেয়ার করেন পলাশ আহমেদ। ছবির ক্যাপশানে তিনি লেখেন, ‘বউ আমি আর শালা বাবু সাকিব’। গত রোববার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ময়ূরপঙ্খী বিমানটি চট্টগ্রাম হয়ে দুবাই যাচ্ছিল। উড্ডয়নের পর এক অস্ত্রধারী যাত্রী তা নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে। বিমানটি চট্টগ্রাম হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করানো হয়। পরে কমান্ডো অভিযান শুরুর মাত্র ৮ মিনিটের মধ্যে সন্ধ্যা ৭টা ২৪ মিনিটে বিমানটি জিম্মিদশা থেকে মুক্ত হয়। ওই অভিযানে ছিনতাই চেষ্টাকারী পলাশ নিহত হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

বখে যাওয়া পলাশ র‌্যাবের সন্ত্রাসী তালিকায়

আপলোড টাইম : ১০:৫৯:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৯

সমীকরণ প্রতিবেদন:
ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাইগামী বাংলাদেশ বিমানের বিমান ‘ময়ূরপঙ্খী’ ছিনতাই চেষ্টার ঘটনায় কমান্ডো অভিযানে নিহত পলাশ আহমেদ ওরফে মাহিবীর জাহানকে নিয়ে নানা তথ্য উঠে আসছে। তবে বিমানবন্দরের চার স্তরের নিরাপত্তা ভেদ করে কীভাবে ফ্লাইটে ‘আগ্নেয়াস্ত্র’ নিয়ে ঢুকে গেল, সেসব প্রশ্নের কোনো উত্তর খুঁজে পাচ্ছেন না সংশ্লিষ্টরা। পাশাপাশি ‘অস্ত্রধারী’ কে এই পলাশ? তা জানতেও উদগ্রীব সবাই। এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য মতে, তার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জে। মিডিয়াতে কাজ করতেন। তিনি নায়িকা শিমলার দ্বিতীয় স্বামী। তারও দ্বিতীয় বিয়ে ছিল এটি। ৭ বছর আগে তিনি অপহরণ মামলায় গ্রেফতার হয়েছিলেন।
গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানিয়েছে, বিমানের যাত্রী তালিকা অনুযায়ী, পলাশ অভ্যন্তরীণ রুটের (ঢাকা-চট্টগ্রাম) যাত্রী ছিলেন। বিমানের ১৭-এ সিটে বসেছিলেন। র‌্যাবের অপরাধীদের ডাটাবেজ থেকে জানা গেছে, তার পুরো নাম পলাশ আহমেদ। বাবার নাম পিয়ার জাহান সরদার। জন্ম ১৩ ফেব্রুয়ারি ১৯৯৪। গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরিজপুরের দুধঘাটায়। পলাশ ২০১২ সালের ২৮ মার্চ একটি অপহরণ মামলায় সহযোগীসহ গ্রেফতার হয়েছিলেন। এ মামলায় ২০ দিন কারাভোগ করেন। পরে জামিনে ছাড়া পেয়ে ঢাকায় চলে আসেন।
গতকাল পলাশের বাবা গণমাধ্যমকে জানিয়েছেন, ১৯৯০ সালে কুয়েতে যান পলাশের বাবা। এরপর দ্বিতীয় দফায় সৌদি যান। গত সাত বছর ধরে তিনি দেশে আছেন। তিনি কাছে না থাকায় হয়ত ছেলে বখে গেছে বলে মনে করেন পলাশের বাবা। পলাশ ২০১১ সালে দাখিল পাস করে সোনারগাঁও ডিগ্রি কলেজে ভর্তি হলেও পড়াশোনা শেষ করতে পারেনি। পরের বছর কাঁচপুরের এক স্কুলছাত্রীকে নিয়ে পালিয়ে যায়। ওই ঘটনায় গ্রেফতার হয়ে কারাভোগও করে। তবু নিজেকে শোধরায়নি। পলাশের বাবা জানান, তিনি প্রবাসে থাকার সময় তার পাঠানো টাকা-পয়সায় উচ্ছৃঙ্খল জীবনযাপনে অভ্যস্ত হয়ে উঠে পলাশ। এরই মধ্যে মিডিয়ার সঙ্গেও জড়ায়। দুই বছর আগে ‘কবর’ নামে একটি শর্টফিল্মে অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করেছিল। এর জন্য বাড়ি ছেড়ে ঢাকায় থাকা শুরু করে। টাকার প্রয়োজন হলে বাড়ি যেত। গত বছর নায়িকা শিমলাকে বিয়ে করে বাড়িতে আসে। এর আগে ২০১৪ সালে বগুড়ায় মেঘলা নামে একটি মেয়েকে বিয়ে করেছিল। সে ঘরে আয়ান নামে আড়াই বছরের একটি ছেলেও আছে। তবে শিমলার সঙ্গে বিয়ে হওয়ার পর ২০১৭ সালে প্রথম স্ত্রী পলাশকে তালাক দেয়।
বাবা পিয়ার জাহান আরো জানান, সম্প্রতি শম্ভুপুরা ইউনিয়নের চরকিশোরগঞ্জ এলাকায় বিদেশে পাঠানোর কথা বলে ৪-৫ জনের কাছ থেকে ৮-১০ লাখ টাকা নিয়ে যায়। গত ২০-২৫ দিন আগে আবারও বাড়িতে আসে। এ সময় তার মধ্যে বেশ পরিবর্তন লক্ষ্য করা যায়। পাঁচ ওয়াক্ত নামাজ আদায়, এমনকি মসজিদে আজানও দিয়েছে। গত শুক্রবার বাড়ি থেকে বের হওয়ার সময় মাকে বলেছিল ভ্রমণ ভিসায় সে দুবাই যাবে। ছেলের উচ্ছৃঙ্খল জীবন নিয়ে তিনি এতটাই অতিষ্ঠ ছিলেন যে, তিনি চেয়েছেন হয় ছেলে ভালো হোক, না হয় মরে যাক। সে ইচ্ছাটাই যেন পূরণ হলো পিয়ার জাহানের। জানা যায়, ছোটবেলা থেকেই নারীদের প্রতি আকৃষ্ট ছিল পলাশ। একবার স্থানীয় একটি মাদ্রাসায় বোরকা পড়ে ঢুকে এক ছাত্রীর সঙ্গে রাত্রীযাপন করে।
নায়িকা শিমলাকে বিয়ে ও অন্যান্য : চট্টগ্রামে বিমান ছিনতাইয়ের চেষ্টাকারী এবং কমান্ডো অভিযানে নিহত পলাশ আহমেদ ওরফে মাহাবী জাহান ছিলেন নায়িকা শিমলার দ্বিতীয় স্বামী। যদিও শিমলা যখন সিনেমার নায়িকা তখন পলাশ মায়ের কোলে। আবার শিমলাও পলাশের দ্বিতীয় স্ত্রী। এদিকে ঘটনা জানাজানির পর গণমাধ্যম কর্মীরা শিমলাকেও খুঁজছেন। তবে গতকাল সন্ধ্যায় শিমলা গণমাধ্যমের কাছে দাবি করেন, চার মাস আগেই পলাশকে তালাক দিয়েছেন তিনি। পলাশ মানসিক ভারসাম্য হারিয়ে ফেলায় এ সিদ্ধান্ত নিতে হয়েছে। তিনি জানান, ২০১৭ সালের ১২ সেপ্টেম্বর তাদের প্রথম দেখা হয়। এরপর তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। ২০১৮ সালের ৩ মার্চ তাদের বিয়ে হয়। ওই বছরেরই শেষ দিকে, ৬ নভেম্বর তাদের বিচ্ছেদ হয়। এক প্রশ্নের জবাবে জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী বলেন, ‘সে যা করেছে তা অস্বাভাবিক। দেশের জন্য দুঃখজনক ও লজ্জার। এজন্য যদি প্রয়োজন হয়, আমি দেশের জন্য যেকোনো কিছু ফেস করতে রাজি।’ ঢাকাই সিনেমার এক সময়ের আলোচিত নায়িকা শিমলা। ১৯৯৯ সালে শহীদুল ইসলাম খোকন পরিচালিত ‘ম্যাডাম ফুলি’ সিনেমা দিয়ে অভিষেক ঘটে। অভিষেকের ছবিতেই তিনি শ্রেষ্ঠ অভিনেত্রীর ক্যাটাগরিতে জয় করে নেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সেই থেকে ‘ম্যাডাম ফুলি’ নামেই চলচ্চিত্রে পরিচিতি শিমলার। এক সময়ের আলোচিত এ নায়িকা আলোচনায় নেই বহু দিন। ক্যারিয়ারে ভাটা চলছে প্রায় ১০ বছর হলো। চলচ্চিত্রে কাজ নেই, তাই নেই আলোচনায়ও। তার সর্বশেষ অভিনীত ছবি রুবেল আনুশ পরিচালিত ‘নিষিদ্ধ প্রেমের গল্প’। ছবিটির শুটিং নিয়ে পরিচালকের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়ায় আলোচনায় ছিলেন কিছু দিন।
গত বছরের প্রথম দিনে বিয়ে নিয়ে খবরের শিরোনাম হন শিমলা। তখন যার সঙ্গে তার বিয়ের খবর প্রকাশ হলো তিনিই এই পলাশ আহমেদ ওরফে মাহিবী জাহান। এবার স্বামীর জন্যই আবার আলোচনায় এলেন শিমলা। যদিও দৃশ্যপট একেবারেই ভিন্ন। কারণ তার স্বামীই ঢাকা থেকে দুবাইগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট ‘ময়ূরপঙ্খী’ ছিনতাই চেষ্টাকারী। যিনি এরই মধ্যে কমান্ডো অভিযানে নিহত। এ সূত্রেই এখন আলোচনায় নায়িকা শিমলা। বিয়ের এক বছর না যেতেই তাদের দাম্পত্যে ফাটল ধরেছিল। শিমলার আগ্রহেই বিচ্ছেদ হয়। কিন্তু সেটি মেনে নিতে পারেননি পলাশ। হতাশায় বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। আর সেই হতাশা থেকেই হয়ত নিজেকে মৃত্যুর দিকে ঠেলে দেন পলাশ। বিমানে ওঠার আগের স্ট্যাটাস ‘ঘৃণা নিঃশ্বাসে প্রশ্বাসে’ : নিহত হওয়ার কয়েক ঘণ্টা আগে অর্থাৎ দুপুর ১টা ৩ মিনিটে নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দেন মো. পলাশ আহমেদ ওরফে মাহিবী জাহান। এতে তিনি লিখেন ‘ঘৃণা নিঃশ্বাসে প্রশ্বাসে’। ফেসবুকে এটাই ছিল তার শেষ স্ট্যাটাস। এই স্ট্যাটাসে নায়িকা শিমলার সঙ্গে বিচ্ছেদে হতাশার চিত্রই ফুটে উঠেছে।
পলাশের ‘শালা বাবু’ ক্রিকেটার সাকিব : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টি-টোয়েন্টি ও টেস্ট ফরম্যাটের অধিনায়ক সাকিব আল হাসান এবং বিমান ছিনতাই চেষ্টাকারী পলাশ আহমেদ ওরফে মাহাবী জাহান সম্পর্কে শালা-দুলাভাই! ফেসবুকে এক স্ট্যাটাসে ছবি শেয়ার করে এমন দাবি করেছিলেন ছিনতাই চেষ্টাকারী ওই যুবক। জানা গেছে, চিত্রনায়িকা শিমলা সাকিব আল হাসানের দুঃসম্পর্কের বোন হয়। সেই অর্থে বিমান ছিনতাই চেষ্টাকারী পলাশ সাকিব আল হাসানের দুলাভাই। গত বছরের ৩১ আগস্ট চিত্রনায়িকা সিমলা ও সাকিব আল হাসানের সঙ্গে মাহীবী জাহান নামের নিজের ফেসবুক টাইমলাইনে দুটি ছবি শেয়ার করেন পলাশ আহমেদ। ছবির ক্যাপশানে তিনি লেখেন, ‘বউ আমি আর শালা বাবু সাকিব’। গত রোববার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ময়ূরপঙ্খী বিমানটি চট্টগ্রাম হয়ে দুবাই যাচ্ছিল। উড্ডয়নের পর এক অস্ত্রধারী যাত্রী তা নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে। বিমানটি চট্টগ্রাম হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করানো হয়। পরে কমান্ডো অভিযান শুরুর মাত্র ৮ মিনিটের মধ্যে সন্ধ্যা ৭টা ২৪ মিনিটে বিমানটি জিম্মিদশা থেকে মুক্ত হয়। ওই অভিযানে ছিনতাই চেষ্টাকারী পলাশ নিহত হয়।