ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

বই মানুষকে জ্ঞানের আলোয় আলোকিত করে

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৩৭:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০১৭
  • / ৫৫২ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ বইমেলা পরিদর্শনকালে জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক: ‘পড়িলে বই আলোকিত হই; না পড়িলে বই অন্ধকারে রই’ অনেকটা সেরকমই, বই মানুষকে জ্ঞানের আলোয় আলোকিত করে; একই সাথে সমস্ত প্রকার খারাপ কাজ হতে বিরত রাখে। গতকাল শনিবার বিকাল ৩টায় চুয়াডাঙ্গা শিল্পকলা একাডেমি চত্ত্বরে আয়োজিত বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ বই মেলা পরিদর্শনকালে এসব কথা বলেছেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। তিনি আরো বলেন, ‘বই মানুষকে অন্ধকার থেকে আলোর জগতে নিয়ে আসে। বই প্রেমীরা জানে কোন পরিস্থিতিতে তাদের কী করতে হয়; কারণ- বই তাদেরকে শিক্ষা দেয় কোন কাজের সুফল এবং কুফল সম্পর্কে।’ পরে তিনি সমগ্র বই মেলা ঘুরে দেখেন এবং বিভিন্ন বই পড়েন। তবে প্রথম দিনে খুব একটা ক্রেতা সমাগম না হলেও বাকী দিনগুলোতে বই প্রেমীরা স্বতস্ফুর্ত ভাবে এই ভ্রাম্যমাণ বই মেলা পরিদর্শন করে তাদের পছন্দের বই কিনবে বলে আশাবাদ ব্যক্ত করেন জেলা প্রশাসক।  এ সময় জেলা প্রশাসকের হাতে একটি শুভেচ্ছা স্মারক স্বরুপ বিশ্ব সাহিত্য কেন্দ্রের বই তুলে দেন মেলার কর্মীরা।
এদিকে, ‘আপনার দোরগোড়ায় বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ বইমেলায় আত্মীয়, বন্ধু-পরিজনসহ সাদর আমন্ত্রণ জানাচ্ছি। বই কিনুন, বই পড়ুন, আলোকিত হোন; প্রিয়জনকে বই উপহার দিন।’ এ আহ্বান জানিয়ে গতকাল শনিবার চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমি চত্ত্বরে এ মেলা শুরু হয।
ভ্রাম্যমান বইমেলার সংগঠক দেলোয়ার হোসেন জানান, দেশব্যাপী আলোকিত মানুষ গড়ার আন্দোলনের অংশ হিসেবে বিশ্বসাহিত্য কেন্দ্রের বিশেষ উদ্যোগ ভ্রাম্যমাণ বইমেলা। এ বই মেলায় রয়েছে বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রকাশনাসহ দেশি-বিদেশি সকল প্রখ্যাত প্রকাশনা প্রতিষ্ঠান কর্তৃক প্রকাশিত ১০ হাজারের বেশি বিখ্যাত বই। থাকবে দেশি-বিদেশি লেখকদের বিভিন্ন বিখ্যাত উপন্যাস, গল্প, রম্যরচনা, ভ্রমণ কাহিনী, কবিতা, প্রবন্ধ, নাটক, জীবনীগ্রন্থসহ সবধরনের বই।
তিনি আরো জানান, প্রতিদিন বেলা ২টা থেকে রাত ৮টা পর্যন্ত এ মেলা চলবে। মেলা থেকে দর্শনার্থীরা তাদের পছন্দ ও চাহিদা অনুযায়ী বই কিনতে পারবেন। চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহযোগিতায় বিশ্ব সাহিত্য কেন্দ্র আয়োজিত এ মেলা চলবে আগামী ১৭ অক্টোবর পর্যন্ত।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

বই মানুষকে জ্ঞানের আলোয় আলোকিত করে

আপলোড টাইম : ১০:৩৭:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০১৭

চুয়াডাঙ্গায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ বইমেলা পরিদর্শনকালে জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক: ‘পড়িলে বই আলোকিত হই; না পড়িলে বই অন্ধকারে রই’ অনেকটা সেরকমই, বই মানুষকে জ্ঞানের আলোয় আলোকিত করে; একই সাথে সমস্ত প্রকার খারাপ কাজ হতে বিরত রাখে। গতকাল শনিবার বিকাল ৩টায় চুয়াডাঙ্গা শিল্পকলা একাডেমি চত্ত্বরে আয়োজিত বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ বই মেলা পরিদর্শনকালে এসব কথা বলেছেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। তিনি আরো বলেন, ‘বই মানুষকে অন্ধকার থেকে আলোর জগতে নিয়ে আসে। বই প্রেমীরা জানে কোন পরিস্থিতিতে তাদের কী করতে হয়; কারণ- বই তাদেরকে শিক্ষা দেয় কোন কাজের সুফল এবং কুফল সম্পর্কে।’ পরে তিনি সমগ্র বই মেলা ঘুরে দেখেন এবং বিভিন্ন বই পড়েন। তবে প্রথম দিনে খুব একটা ক্রেতা সমাগম না হলেও বাকী দিনগুলোতে বই প্রেমীরা স্বতস্ফুর্ত ভাবে এই ভ্রাম্যমাণ বই মেলা পরিদর্শন করে তাদের পছন্দের বই কিনবে বলে আশাবাদ ব্যক্ত করেন জেলা প্রশাসক।  এ সময় জেলা প্রশাসকের হাতে একটি শুভেচ্ছা স্মারক স্বরুপ বিশ্ব সাহিত্য কেন্দ্রের বই তুলে দেন মেলার কর্মীরা।
এদিকে, ‘আপনার দোরগোড়ায় বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ বইমেলায় আত্মীয়, বন্ধু-পরিজনসহ সাদর আমন্ত্রণ জানাচ্ছি। বই কিনুন, বই পড়ুন, আলোকিত হোন; প্রিয়জনকে বই উপহার দিন।’ এ আহ্বান জানিয়ে গতকাল শনিবার চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমি চত্ত্বরে এ মেলা শুরু হয।
ভ্রাম্যমান বইমেলার সংগঠক দেলোয়ার হোসেন জানান, দেশব্যাপী আলোকিত মানুষ গড়ার আন্দোলনের অংশ হিসেবে বিশ্বসাহিত্য কেন্দ্রের বিশেষ উদ্যোগ ভ্রাম্যমাণ বইমেলা। এ বই মেলায় রয়েছে বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রকাশনাসহ দেশি-বিদেশি সকল প্রখ্যাত প্রকাশনা প্রতিষ্ঠান কর্তৃক প্রকাশিত ১০ হাজারের বেশি বিখ্যাত বই। থাকবে দেশি-বিদেশি লেখকদের বিভিন্ন বিখ্যাত উপন্যাস, গল্প, রম্যরচনা, ভ্রমণ কাহিনী, কবিতা, প্রবন্ধ, নাটক, জীবনীগ্রন্থসহ সবধরনের বই।
তিনি আরো জানান, প্রতিদিন বেলা ২টা থেকে রাত ৮টা পর্যন্ত এ মেলা চলবে। মেলা থেকে দর্শনার্থীরা তাদের পছন্দ ও চাহিদা অনুযায়ী বই কিনতে পারবেন। চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহযোগিতায় বিশ্ব সাহিত্য কেন্দ্র আয়োজিত এ মেলা চলবে আগামী ১৭ অক্টোবর পর্যন্ত।