ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

ফেদেরারকে বিদায় করে অখ্যাত সিসিপাসের ইতিহাস

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৫৩:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ জানুয়ারী ২০১৯
  • / ৩২০ বার পড়া হয়েছে

খেলাধুলা ডেস্ক: দীর্ঘদেহী খেলোয়াড়টির মাথায় ঝাঁকড়া চুল। দেখতে যোদ্ধার মতো হলেও অনভিজ্ঞ এই তরুণের বয়স মাত্র ২০ বছর। অন্যদিকে প্রতিপক্ষ ২০ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী সুইস তারকা। কিন্তু অস্ট্রেলিয়ান ওপেনের শেষ ষোলর ম্যাচশেষে জয়ী খেলোয়াড়টির নাম রজার ফেদেরার নয়, অখ্যাত গ্রিক তরুণ স্তেফানোস সিসিপাস! বড় ম্যাচের চাপ আর প্রবল প্রতিপক্ষের মোকাবিলা করে গ্রিসের ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে কোনো গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠেছেন এই তরুণ। আর ফেভারিট ফেদেরারকে বিদায় করে জন্ম দিয়েছেন নতুন এক গ্রিক রূপকথার। অস্ট্রেলিয়ান ওপেনে এর আগে ছয়বার চ্যাম্পিয়ন হয়েছেন ফেদেরার। ম্যাচ শুরুর আগে সিসিপাসকে তাই গোনায় ধরেনি কেউ-ই। কিন্তু চতুর্দশ বাছাই গ্রিক তরুণ যেন ইতিহাস গড়ার পণ করেই কোর্টে নেমেছিলেন। মেলবোর্নে প্রথম সেটে হেরে গেলেও ৬-৭, ৭-৬, ৭-৫, ৭-৬ গেমে জয় নিয়েই কোর্ট ছাড়েন তিনি। রড লেভার অ্যারিনা থেকে তাই শূন্য হাতেই বিদায় নিতে হলো সুইস ইন্টারন্যশনালকে। তবে ম্যাচশেষে অভিনন্দন জানাতে ভুল করেননি ফেদেরার। তরুণ প্রতিপক্ষকে জড়িয়ে ধরে জানিয়েছেন উষ্ণ শুভকামনা। আর এমন ইতিহাস গড়ে আনন্দে অশ্রুসজল হয়েছেন সিসিপাস। আবেগের বন্যায় ভেসে যেতে যেতে প্রাথমিক প্রতিক্রিয়ায় নিজেকে ‘এই মুহূর্তে এই গ্রহের সবচেয়ে সুখী মানুষ’ আখ্যা দিয়েছেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

ফেদেরারকে বিদায় করে অখ্যাত সিসিপাসের ইতিহাস

আপলোড টাইম : ০৯:৫৩:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ জানুয়ারী ২০১৯

খেলাধুলা ডেস্ক: দীর্ঘদেহী খেলোয়াড়টির মাথায় ঝাঁকড়া চুল। দেখতে যোদ্ধার মতো হলেও অনভিজ্ঞ এই তরুণের বয়স মাত্র ২০ বছর। অন্যদিকে প্রতিপক্ষ ২০ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী সুইস তারকা। কিন্তু অস্ট্রেলিয়ান ওপেনের শেষ ষোলর ম্যাচশেষে জয়ী খেলোয়াড়টির নাম রজার ফেদেরার নয়, অখ্যাত গ্রিক তরুণ স্তেফানোস সিসিপাস! বড় ম্যাচের চাপ আর প্রবল প্রতিপক্ষের মোকাবিলা করে গ্রিসের ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে কোনো গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠেছেন এই তরুণ। আর ফেভারিট ফেদেরারকে বিদায় করে জন্ম দিয়েছেন নতুন এক গ্রিক রূপকথার। অস্ট্রেলিয়ান ওপেনে এর আগে ছয়বার চ্যাম্পিয়ন হয়েছেন ফেদেরার। ম্যাচ শুরুর আগে সিসিপাসকে তাই গোনায় ধরেনি কেউ-ই। কিন্তু চতুর্দশ বাছাই গ্রিক তরুণ যেন ইতিহাস গড়ার পণ করেই কোর্টে নেমেছিলেন। মেলবোর্নে প্রথম সেটে হেরে গেলেও ৬-৭, ৭-৬, ৭-৫, ৭-৬ গেমে জয় নিয়েই কোর্ট ছাড়েন তিনি। রড লেভার অ্যারিনা থেকে তাই শূন্য হাতেই বিদায় নিতে হলো সুইস ইন্টারন্যশনালকে। তবে ম্যাচশেষে অভিনন্দন জানাতে ভুল করেননি ফেদেরার। তরুণ প্রতিপক্ষকে জড়িয়ে ধরে জানিয়েছেন উষ্ণ শুভকামনা। আর এমন ইতিহাস গড়ে আনন্দে অশ্রুসজল হয়েছেন সিসিপাস। আবেগের বন্যায় ভেসে যেতে যেতে প্রাথমিক প্রতিক্রিয়ায় নিজেকে ‘এই মুহূর্তে এই গ্রহের সবচেয়ে সুখী মানুষ’ আখ্যা দিয়েছেন।