ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

ফুটবল নির্ধারণ করবে প্রেমিকার ভাগ্য!

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:০০:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১১ জুন ২০১৮
  • / ৭৬২ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: একজনের প্রেমে মজেছে দুই বোন। সিদ্ধান্ত হলো, যার দল জিতবে সেই পাবে পছন্দের মানুষকে। এই দ্বন্দ্বের মধ্যেই ম্যাচ হলো ‘ড্র’, শুরু হলো নতুন গল্প। এবারের ঈদ ও বিশ্বকাপ ফুটবল যেন মিলেমিশে একাকার। স্বাভাবিকভাবেই ঈদ বিনোদনেও ঢুকে পড়েছে ফুটবল উন্মাদনা। এটিএন বাংলায় ঈদের তৃতীয়দিন রাত সাড়ে ১১টায় প্রচার হবে ঈদের বিশেষ টেলিফিল্ম ‘ফুটবলে প্রেম’। টেলিফিল্মটি রচনা ও পরিচালনা করেছেন এস এ হক অলিক। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, জান্নাতুল নাইম এভ্রিল, ইসরাত চৈতি রয়, জিয়াউল হাসান কিসলু, শিখাসহ আরো অনেকে। টেলিফিল্মটির গল্প আবর্তিত হয়েছে এভাবেÍ অপূর্ব বিদেশ থেকে দেশে বেড়াতে আসে। দেশে এসে সে খালার বাসায় উঠে। খালার দুই মেয়ে এভ্রিল ও চৈতি আগে থেকেই অপূর্বর প্রেমে মজে আছে। অপূর্বকে দেখার পর সেটার ব্যপকতা আরও বেড়ে যায়। তবে তার তা নিজেদের মধ্যেই লুকিয়ে রাখে। সেটা অপূর্ব পর্যন্ত প্রকাশ পায় না। এমন কি শুরুর দিকে এভ্রিল জানে না চৈতিও অপূর্বকে পছন্দ করে। আবার চৈতিও জানে না এভ্রিল অপূর্বকে পছন্দ করে। যখন জানা জানি হয় তখন দুই বোনের মধ্যে শুরু হয় দন্দ্ব। অপূর্ব দেশে থাকতে ভালো ফুটবল খেলতো তাই এলাকার ফুটবল ক্লাবের ছেলেরা অপূর্বকে সম্বর্ধনা দিবে বলে ঠিক করে। সে অনুযায়ী একটি প্রীতি ফুটবল ম্যাচ এর আয়োজন করে এলাকার ছেলেরা। চৈতি এসে বলে সেদিন খেলা হবে ব্রাজিল আর আর্জেন্টিনার। যেহেতু চৈতি ব্রাজিল সাপোর্ট করে তাই সে ব্রাজিল টিম ম্যানেজারের দায়িত্ব পালন করে। অন্যদিকে আর্জেন্টির সমর্থক হেসেবে দলের ম্যানেজারের দায়িত্ব নেয় এভ্রিল। আর খেলায় যে জিতবে অপূর্ব হবে তার। কিন্তু ম্যাচ হয় ড্র। বিপাকে পড়ে দুই বোন। গল্প এগিয়ে যায়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

ফুটবল নির্ধারণ করবে প্রেমিকার ভাগ্য!

আপলোড টাইম : ১১:০০:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১১ জুন ২০১৮

বিনোদন ডেস্ক: একজনের প্রেমে মজেছে দুই বোন। সিদ্ধান্ত হলো, যার দল জিতবে সেই পাবে পছন্দের মানুষকে। এই দ্বন্দ্বের মধ্যেই ম্যাচ হলো ‘ড্র’, শুরু হলো নতুন গল্প। এবারের ঈদ ও বিশ্বকাপ ফুটবল যেন মিলেমিশে একাকার। স্বাভাবিকভাবেই ঈদ বিনোদনেও ঢুকে পড়েছে ফুটবল উন্মাদনা। এটিএন বাংলায় ঈদের তৃতীয়দিন রাত সাড়ে ১১টায় প্রচার হবে ঈদের বিশেষ টেলিফিল্ম ‘ফুটবলে প্রেম’। টেলিফিল্মটি রচনা ও পরিচালনা করেছেন এস এ হক অলিক। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, জান্নাতুল নাইম এভ্রিল, ইসরাত চৈতি রয়, জিয়াউল হাসান কিসলু, শিখাসহ আরো অনেকে। টেলিফিল্মটির গল্প আবর্তিত হয়েছে এভাবেÍ অপূর্ব বিদেশ থেকে দেশে বেড়াতে আসে। দেশে এসে সে খালার বাসায় উঠে। খালার দুই মেয়ে এভ্রিল ও চৈতি আগে থেকেই অপূর্বর প্রেমে মজে আছে। অপূর্বকে দেখার পর সেটার ব্যপকতা আরও বেড়ে যায়। তবে তার তা নিজেদের মধ্যেই লুকিয়ে রাখে। সেটা অপূর্ব পর্যন্ত প্রকাশ পায় না। এমন কি শুরুর দিকে এভ্রিল জানে না চৈতিও অপূর্বকে পছন্দ করে। আবার চৈতিও জানে না এভ্রিল অপূর্বকে পছন্দ করে। যখন জানা জানি হয় তখন দুই বোনের মধ্যে শুরু হয় দন্দ্ব। অপূর্ব দেশে থাকতে ভালো ফুটবল খেলতো তাই এলাকার ফুটবল ক্লাবের ছেলেরা অপূর্বকে সম্বর্ধনা দিবে বলে ঠিক করে। সে অনুযায়ী একটি প্রীতি ফুটবল ম্যাচ এর আয়োজন করে এলাকার ছেলেরা। চৈতি এসে বলে সেদিন খেলা হবে ব্রাজিল আর আর্জেন্টিনার। যেহেতু চৈতি ব্রাজিল সাপোর্ট করে তাই সে ব্রাজিল টিম ম্যানেজারের দায়িত্ব পালন করে। অন্যদিকে আর্জেন্টির সমর্থক হেসেবে দলের ম্যানেজারের দায়িত্ব নেয় এভ্রিল। আর খেলায় যে জিতবে অপূর্ব হবে তার। কিন্তু ম্যাচ হয় ড্র। বিপাকে পড়ে দুই বোন। গল্প এগিয়ে যায়।