ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

ফিল্মফেয়ারের সেরা অভিনেতা ইরফান খান

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৩৬:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৯ মার্চ ২০২১
  • / ৫৮ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদন:
৬৬তম ফিল্মফেয়ার পুরস্কার বিজেতাদের নাম ঘোষণা করা হয়েছে। আংরেজি মিডিয়াম ছবির জন্য (মরণোত্তর) সেরা অভিনেতার পুরস্কার পেলেন ইরফান খান। গতকাল শনিবার রাতে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ২০২১-এর আসর বসে। এবার সেরা ছবি, সেরা অভিনেত্রী, সেরা কাহিনি এবং সেরা এডিটিংসহ সাতটি পুরস্কার পেয়েছে তাপসী পান্নু অভিনীত ‘থাপ্পড়’ ছবি। অন্যদিকে, ছয়টি পুরস্কার জিতে ‘গুলাবো সিতাবো’ রয়েছে সাফল্যের শীর্ষে। প্রয়াত দুই অভিনেতা ইরফান খান ও সুশান্ত সিং রাজপুতের স্মৃতিতে ভাস্বর হয়ে ওঠে ফিল্মফেয়ার উৎসব। ‘আংরেজি মিডিয়াম’ সিনেমার জন্য মরণোত্তর ফিল্মফেয়ারে ভূষিত হলেন ইরফান। পাশাপাশি তাকে জীবনকৃতি সম্মানও দেওয়া হয়। একনজরে দেখে নিন কোন তারকা কোন পুরস্কার পেলেন : সেরা পরিচালক: ওম রাউত (তানহাজি: দ্য আনসাং ওয়ারিয়র) সেরা চলচ্চিত্র (সমালোচক): প্রতীক ভাটস (ইব আলে ও!) সেরা অভিনেতা: ইরফান খান (আংরেজি মিডিয়াম) সেরা অভিনেতা (সমালোচক): অমিতাভ বচ্চন (গুলাবো সিতাবো) সেরা অভিনেত্রী: তাপসী পান্নু (থাপ্পড়) সেরা অভিনেত্রী (সমালোচক): তিলোত্তমা সোম (স্যর) সেরা সহ-অভিনেতা: সইফ আলী খান (তানহাজি: দ্য আনসাং ওয়ারিয়র) সেরা সহ-অভিনেত্রী: ফারোখ খান (গুলাবো সিতাবো) সেরা কাহিনী: অনুভব সুশীলা সিনহা ও মৃন্ময়ী লাগো ওয়াইকুল (থাপ্পড়) সেরা চিত্রনাট্য: রোহেনা গেরা (স্যর) সেরা সংলাপ: জুহি চতুর্বেদী (গুলাবো সিতাবো) সেরা ডেবিউ পুরুষ পরিচালক: রাজেশ কৃষ্ণণ (লুটকেস) সেরা ডেবিউ মহিলা পরিচালক: আলায়া (জওয়ানি জানেমন) সেরা মিউজিক অ্যালবাম: প্রীতম (লুডো) সেরা লিরিক্স: গুলজার (ছপাক) সেরা পুরুষ প্লেব্যাক গায়ক: রাঘব চৈতন্য (থাপ্পড়) সেরা মহিলা প্লেব্যাক গায়ক: আশিস কৌর (মলং) সেরা শর্টফিল্ম (ফিকশন): অর্জুন উল্লেখ্য, গত বছর ২৯ এপ্রিল প্রয়াত হন অভিনেতা ইরফান খান। ক্যান্সারের সঙ্গে লড়াই থামে তার। না-ফেরার দেশে চলে যান মাত্র ৫৩ বছর বয়সী অভিনেতা। তার শেষ ছবি আংরেজি মিডিয়াম। বাবার হয়ে শনিবার এই সম্মান গ্রহণ করেন অভিনেতার ছেলে বাবিল খান।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

ফিল্মফেয়ারের সেরা অভিনেতা ইরফান খান

আপলোড টাইম : ১০:৩৬:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৯ মার্চ ২০২১

বিনোদন প্রতিবেদন:
৬৬তম ফিল্মফেয়ার পুরস্কার বিজেতাদের নাম ঘোষণা করা হয়েছে। আংরেজি মিডিয়াম ছবির জন্য (মরণোত্তর) সেরা অভিনেতার পুরস্কার পেলেন ইরফান খান। গতকাল শনিবার রাতে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ২০২১-এর আসর বসে। এবার সেরা ছবি, সেরা অভিনেত্রী, সেরা কাহিনি এবং সেরা এডিটিংসহ সাতটি পুরস্কার পেয়েছে তাপসী পান্নু অভিনীত ‘থাপ্পড়’ ছবি। অন্যদিকে, ছয়টি পুরস্কার জিতে ‘গুলাবো সিতাবো’ রয়েছে সাফল্যের শীর্ষে। প্রয়াত দুই অভিনেতা ইরফান খান ও সুশান্ত সিং রাজপুতের স্মৃতিতে ভাস্বর হয়ে ওঠে ফিল্মফেয়ার উৎসব। ‘আংরেজি মিডিয়াম’ সিনেমার জন্য মরণোত্তর ফিল্মফেয়ারে ভূষিত হলেন ইরফান। পাশাপাশি তাকে জীবনকৃতি সম্মানও দেওয়া হয়। একনজরে দেখে নিন কোন তারকা কোন পুরস্কার পেলেন : সেরা পরিচালক: ওম রাউত (তানহাজি: দ্য আনসাং ওয়ারিয়র) সেরা চলচ্চিত্র (সমালোচক): প্রতীক ভাটস (ইব আলে ও!) সেরা অভিনেতা: ইরফান খান (আংরেজি মিডিয়াম) সেরা অভিনেতা (সমালোচক): অমিতাভ বচ্চন (গুলাবো সিতাবো) সেরা অভিনেত্রী: তাপসী পান্নু (থাপ্পড়) সেরা অভিনেত্রী (সমালোচক): তিলোত্তমা সোম (স্যর) সেরা সহ-অভিনেতা: সইফ আলী খান (তানহাজি: দ্য আনসাং ওয়ারিয়র) সেরা সহ-অভিনেত্রী: ফারোখ খান (গুলাবো সিতাবো) সেরা কাহিনী: অনুভব সুশীলা সিনহা ও মৃন্ময়ী লাগো ওয়াইকুল (থাপ্পড়) সেরা চিত্রনাট্য: রোহেনা গেরা (স্যর) সেরা সংলাপ: জুহি চতুর্বেদী (গুলাবো সিতাবো) সেরা ডেবিউ পুরুষ পরিচালক: রাজেশ কৃষ্ণণ (লুটকেস) সেরা ডেবিউ মহিলা পরিচালক: আলায়া (জওয়ানি জানেমন) সেরা মিউজিক অ্যালবাম: প্রীতম (লুডো) সেরা লিরিক্স: গুলজার (ছপাক) সেরা পুরুষ প্লেব্যাক গায়ক: রাঘব চৈতন্য (থাপ্পড়) সেরা মহিলা প্লেব্যাক গায়ক: আশিস কৌর (মলং) সেরা শর্টফিল্ম (ফিকশন): অর্জুন উল্লেখ্য, গত বছর ২৯ এপ্রিল প্রয়াত হন অভিনেতা ইরফান খান। ক্যান্সারের সঙ্গে লড়াই থামে তার। না-ফেরার দেশে চলে যান মাত্র ৫৩ বছর বয়সী অভিনেতা। তার শেষ ছবি আংরেজি মিডিয়াম। বাবার হয়ে শনিবার এই সম্মান গ্রহণ করেন অভিনেতার ছেলে বাবিল খান।