ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

ফায়ার ফক্সে ভিপিএন ফিচার

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৪৭:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২০
  • / ১৯৩ বার পড়া হয়েছে

প্রযুক্তি ডেস্ক:
ব্রাউজারে “মোজিলা ভিপিএন” নামের ভিপিএন ফিচার নিয়ে এসেছে ফায়ার ফক্স। এই ফিচার গ্রাহকরা নিজেরদের উইন্ডোজ, অ্যান্ড্রোয়েড এবং আইএসও অপারেটিং সিস্টেমে ইন্সটল করা ওয়েব ব্রাউজারে ব্যবহার করতে পারবেন। মোজিলা ফায়ার ফক্সের এই ভিপিএন ফিচার মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুর এবং মালেশিয়ার গ্রাহকরা আপাতত উপভোগ করতে পারবেন। ফায়ার ফক্সের নির্মাতারা জানান, এই ফিচার ইতিমধ্যেই তাদের নাইটলি ভার্সনে ইকোগনিটো মোডের প্রাইভেট ব্রাউজিং উইন্ডোতে যোগ করা আছে।
মজার ব্যাপার হচ্ছে, ওয়েব ব্রাউজারটির গ্রাহকরা ভিপিএনের মাধ্যমে অতিরিক্ত নিরাপত্তা এবং গোপনীয়তা ব্যবস্থা পাবেন। যা ওয়েব ব্রাউজারটির ইকোগনিটো মোডের প্রাইভেট ব্রাউজিং উইন্ডোতে সীমিত আকারে রয়েছে। নিরাপত্তা এবং গোপনীয়তার দিক থেকে ইকোগনিটো মোডের তুলনায় এই ভিপিএন এর ফিচার তুলনামূলক ভাবে এগিয়ে রয়েছে গ্রাহকের তথ্য নিরাপত্তায়। এদিকে নিরাপত্তা ও গোপনীয়তা বিচারে মোজিলা ইতিমধ্যে “প্রোটোন ভিপিএন” এবং “ফায়ার ফক্স প্রাইভেট নেটওয়ার্কের” পরীক্ষামূলক ব্যবহার সম্পন্ন করেছে। উইন্ডোজ অপারেটিং সিস্টেমের মোজিলার ওয়েব ব্রাউজার ফায়ার ফক্স নাইটলির নতুন ভার্সন এর গ্রাহকরা ÒCtrl+Shift+PÓ দিয়ে ইকোগনিটো মোডের প্রাইভেট ব্রাউজিং উইন্ডো চালু করলেই নিচের দিকে দেখতে পাবেন ÒTry Mozilla VPNÓ ” প্রশ্নের সাথে “ÒTry Mozilla VPNÓ ” নামের একটি বাটন এ ক্লিক করার জন্য অনুরোধ করছে। “ঞৎু গড়ুরষষধ ঠচঘ” বাটনে ক্লিক করলেই ভৌগলিক অবস্থান বিবেচনায় আপনি ফিচারটি ব্যবহার করতে পারবেন কিনা জানিয়ে দেবে ফায়ার ফক্স। তবে ফিচারটি সব দেশের জন্য এখনও উন্মুক্ত করেনি মোজিলা ফায়ার ফক্স।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

ফায়ার ফক্সে ভিপিএন ফিচার

আপলোড টাইম : ০৮:৪৭:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২০

প্রযুক্তি ডেস্ক:
ব্রাউজারে “মোজিলা ভিপিএন” নামের ভিপিএন ফিচার নিয়ে এসেছে ফায়ার ফক্স। এই ফিচার গ্রাহকরা নিজেরদের উইন্ডোজ, অ্যান্ড্রোয়েড এবং আইএসও অপারেটিং সিস্টেমে ইন্সটল করা ওয়েব ব্রাউজারে ব্যবহার করতে পারবেন। মোজিলা ফায়ার ফক্সের এই ভিপিএন ফিচার মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুর এবং মালেশিয়ার গ্রাহকরা আপাতত উপভোগ করতে পারবেন। ফায়ার ফক্সের নির্মাতারা জানান, এই ফিচার ইতিমধ্যেই তাদের নাইটলি ভার্সনে ইকোগনিটো মোডের প্রাইভেট ব্রাউজিং উইন্ডোতে যোগ করা আছে।
মজার ব্যাপার হচ্ছে, ওয়েব ব্রাউজারটির গ্রাহকরা ভিপিএনের মাধ্যমে অতিরিক্ত নিরাপত্তা এবং গোপনীয়তা ব্যবস্থা পাবেন। যা ওয়েব ব্রাউজারটির ইকোগনিটো মোডের প্রাইভেট ব্রাউজিং উইন্ডোতে সীমিত আকারে রয়েছে। নিরাপত্তা এবং গোপনীয়তার দিক থেকে ইকোগনিটো মোডের তুলনায় এই ভিপিএন এর ফিচার তুলনামূলক ভাবে এগিয়ে রয়েছে গ্রাহকের তথ্য নিরাপত্তায়। এদিকে নিরাপত্তা ও গোপনীয়তা বিচারে মোজিলা ইতিমধ্যে “প্রোটোন ভিপিএন” এবং “ফায়ার ফক্স প্রাইভেট নেটওয়ার্কের” পরীক্ষামূলক ব্যবহার সম্পন্ন করেছে। উইন্ডোজ অপারেটিং সিস্টেমের মোজিলার ওয়েব ব্রাউজার ফায়ার ফক্স নাইটলির নতুন ভার্সন এর গ্রাহকরা ÒCtrl+Shift+PÓ দিয়ে ইকোগনিটো মোডের প্রাইভেট ব্রাউজিং উইন্ডো চালু করলেই নিচের দিকে দেখতে পাবেন ÒTry Mozilla VPNÓ ” প্রশ্নের সাথে “ÒTry Mozilla VPNÓ ” নামের একটি বাটন এ ক্লিক করার জন্য অনুরোধ করছে। “ঞৎু গড়ুরষষধ ঠচঘ” বাটনে ক্লিক করলেই ভৌগলিক অবস্থান বিবেচনায় আপনি ফিচারটি ব্যবহার করতে পারবেন কিনা জানিয়ে দেবে ফায়ার ফক্স। তবে ফিচারটি সব দেশের জন্য এখনও উন্মুক্ত করেনি মোজিলা ফায়ার ফক্স।