ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:০২:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০১৭
  • / ৪০০ বার পড়া হয়েছে

মহেশপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি

মহেশপুর প্রতিনিধি: মহেশপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি ফরম পূরণের সাথে অতিরিক্তি ফি আদায়ের অভিযোগ উঠেছে। তবে প্রশাসন অতিরিক্ত ফি আদায়কারী শিক্ষা প্রতিষ্ঠান গুলোর বিরুদ্ধে অভিযান চালানোর ফলে সরকার নির্ধারিত ফি ছাড়া অতিরিক্ত ফি আদায়ের টাকা ফেরত দিচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফি সংক্রান্ত বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের দেওয়া পত্রে উল্লেখিত সুয়্যেমোটো রুল নং-২৫/২০১৪ এর প্রেক্ষিতে হাইকোর্ট বিভাগ হতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কোন বিদ্যালয় কিংবা মহাবিদ্যালয় শিক্ষা বোর্ড কর্তৃক নির্ধারিত ফি এর বেশি কোন অযুহাতে অতিরিক্ত ফি আদায় করতে পারবে না। এমনি চিঠি সকল শিক্ষা প্রতিষ্ঠানে দেওয়া হলেও তারা সরকারী নিয়ম নীতিকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করেছে। এমনি অভিযোগ রয়েছে মহেশপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়, হাবাসপুর মাধ্যামিক বিদ্যালয়, রাহাতুল্লা সরদার মাধ্যমিক বিদ্যালয়, খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়, আলহাজ্ব মফিজ উদ্দিন একাডেমি, মহেশপুর দাখিল মাদ্রাসা, পাথরা মাধ্যমিক বিদ্যালয়, মহিউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়, স্বরুপপুর মাধ্যমিক বিদ্যালয়সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের বিরুদ্ধে। প্রশাসনের অভিযানে অতিরিক্ত ফি আদায়ের টাকা ফেরত দিয়েছে আলহাজ্ব মফিজ উদ্দিন একাডেমি শিক্ষা প্রতিষ্ঠান। এ বিষয়ে আলহাজ্ব মফিজ উদ্দিন একাডেমির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আক্তারুজ্জামান বলেন, ম্যানেজিং কমিটির নির্দেশে অতিরিক্ত ফি নিয়েছিলাম। পরে শিক্ষা অফিসারের নির্দেশে অতিরিক্ত ফি’র টাকা শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে ফেরত দিয়েছি। একজন অভিভাবক বলেন, তার ছেলের বোর্ড ফি বাবদ তার কাছ থেকে ৩৩৫০ টাকা নিয়ে ছিলেন। গতকাল অফিসে ডেকে ১০০০ হাজার টাকা ফেরত দিয়েছে। মহেশপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আমজাদ হোসেন জানান, ইতিমধ্যে শিক্ষার্থী ও অভিভাবকদের নিকট আলহাজ্ব মফিজ উদ্দিন একাডেমি শিক্ষা প্রতিষ্ঠান অতিরিক্ত ফি আদায়ের টাকা ফেরত দিয়েছে। তেমনি ভাবে অভিযুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানকে অতিরিক্ত ফি আদায়ের টাকা ফেরত দিতে হবে। তা না হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে কঠোর হুশিয়ারী দিয়েছেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

আপলোড টাইম : ১১:০২:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০১৭

মহেশপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি

মহেশপুর প্রতিনিধি: মহেশপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি ফরম পূরণের সাথে অতিরিক্তি ফি আদায়ের অভিযোগ উঠেছে। তবে প্রশাসন অতিরিক্ত ফি আদায়কারী শিক্ষা প্রতিষ্ঠান গুলোর বিরুদ্ধে অভিযান চালানোর ফলে সরকার নির্ধারিত ফি ছাড়া অতিরিক্ত ফি আদায়ের টাকা ফেরত দিচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফি সংক্রান্ত বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের দেওয়া পত্রে উল্লেখিত সুয়্যেমোটো রুল নং-২৫/২০১৪ এর প্রেক্ষিতে হাইকোর্ট বিভাগ হতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কোন বিদ্যালয় কিংবা মহাবিদ্যালয় শিক্ষা বোর্ড কর্তৃক নির্ধারিত ফি এর বেশি কোন অযুহাতে অতিরিক্ত ফি আদায় করতে পারবে না। এমনি চিঠি সকল শিক্ষা প্রতিষ্ঠানে দেওয়া হলেও তারা সরকারী নিয়ম নীতিকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করেছে। এমনি অভিযোগ রয়েছে মহেশপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়, হাবাসপুর মাধ্যামিক বিদ্যালয়, রাহাতুল্লা সরদার মাধ্যমিক বিদ্যালয়, খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়, আলহাজ্ব মফিজ উদ্দিন একাডেমি, মহেশপুর দাখিল মাদ্রাসা, পাথরা মাধ্যমিক বিদ্যালয়, মহিউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়, স্বরুপপুর মাধ্যমিক বিদ্যালয়সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের বিরুদ্ধে। প্রশাসনের অভিযানে অতিরিক্ত ফি আদায়ের টাকা ফেরত দিয়েছে আলহাজ্ব মফিজ উদ্দিন একাডেমি শিক্ষা প্রতিষ্ঠান। এ বিষয়ে আলহাজ্ব মফিজ উদ্দিন একাডেমির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আক্তারুজ্জামান বলেন, ম্যানেজিং কমিটির নির্দেশে অতিরিক্ত ফি নিয়েছিলাম। পরে শিক্ষা অফিসারের নির্দেশে অতিরিক্ত ফি’র টাকা শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে ফেরত দিয়েছি। একজন অভিভাবক বলেন, তার ছেলের বোর্ড ফি বাবদ তার কাছ থেকে ৩৩৫০ টাকা নিয়ে ছিলেন। গতকাল অফিসে ডেকে ১০০০ হাজার টাকা ফেরত দিয়েছে। মহেশপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আমজাদ হোসেন জানান, ইতিমধ্যে শিক্ষার্থী ও অভিভাবকদের নিকট আলহাজ্ব মফিজ উদ্দিন একাডেমি শিক্ষা প্রতিষ্ঠান অতিরিক্ত ফি আদায়ের টাকা ফেরত দিয়েছে। তেমনি ভাবে অভিযুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানকে অতিরিক্ত ফি আদায়ের টাকা ফেরত দিতে হবে। তা না হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে কঠোর হুশিয়ারী দিয়েছেন।