ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

প্রেম করে বিয়ে : স্ত্রী অপহরণ মামলায় স্বামী গ্রেফতার

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৫:২২:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০১৭
  • / ৩১১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার কুকিয়া চাঁদপুর গ্রামের স্কুলছাত্রী অপহরণ মামলার প্রধান আসামী সাজ্জাদকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে পৌর এলাকার কোর্টপাড়ার একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় ওই বাড়ি থেকে অপহৃত স্কুলছাত্রীকেও উদ্ধার করা হয়েছে। স্কুলছাত্রীর পরিবারের দায়ের করা মামলায় ৭ জন আসামীর মধ্যে এর আগে ৪ জনকে গ্রেফতার করে পুলিশ। তবে, স্কুলছাত্রী জিনিয়া ও সাজ্জাদ মাসখানেক আগে ঝিনাইদহে কোর্টের মাধ্যমে বিয়ে করেছে বলে জানিয়েছে তারা। পুলিশ জানায়, গতকাল সোমবার রাতে চুয়াডাঙ্গা শহরের কোর্টপাড়ার একটি বাড়ি থেকে আসামী সাজ্জাদকে গ্রেফতার ও স্কুলছাত্রী জিনিয়াকে উদ্ধার করে সদর ফাঁড়ির ইনচার্জ এসআই ওহিদুল ইসলাম। মাসখানেক আগে সদর উপজেলার কুকিয়া চাঁদপুর গ্রামের জিয়ারুল ইসলাম জিয়ারের স্কুলপড়ুয়া মেয়ে জিনিয়াকে নিয়ে পালিয়ে যায় একই এলাকার মান্নার ছেলে সাজ্জাদ।  এঘটনায় সাজ্জাদসহ ৭ জনের বিরুদ্ধে একটি অপহরণ মামলা দায়ের করে জিনিয়ার পরিবার। মামলার চার আসামীকে বিভিন্ন সময়ে গ্রেফতারও করে পুলিশ। এদিকে, স্কুলছাত্রী জিনিয়া বলেছে, মাসখানেক আগে ঝিনাইদহে কোর্টের মাধ্যমে সাজ্জাদের সাথে তার বিয়ে হয়। দীর্ঘদিন ঝিনাইদহে থাকার পর গতকালই চুয়াডাঙ্গায় আসে তারা। জিনিয়ার পরিবারের পক্ষ থেকে দায়ের করা অপহরণ মামলায় আদালতে হাজির হওয়ার জন্য তারা কোর্টপাড়ায় এক আইনজীবীর বাড়িতে এসেছিলো। সেখান থেকেই জিনিয়াকে উদ্ধার করে সাজ্জাদ গ্রেফতার করে পুলিশ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

প্রেম করে বিয়ে : স্ত্রী অপহরণ মামলায় স্বামী গ্রেফতার

আপলোড টাইম : ০৫:২২:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০১৭

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার কুকিয়া চাঁদপুর গ্রামের স্কুলছাত্রী অপহরণ মামলার প্রধান আসামী সাজ্জাদকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে পৌর এলাকার কোর্টপাড়ার একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় ওই বাড়ি থেকে অপহৃত স্কুলছাত্রীকেও উদ্ধার করা হয়েছে। স্কুলছাত্রীর পরিবারের দায়ের করা মামলায় ৭ জন আসামীর মধ্যে এর আগে ৪ জনকে গ্রেফতার করে পুলিশ। তবে, স্কুলছাত্রী জিনিয়া ও সাজ্জাদ মাসখানেক আগে ঝিনাইদহে কোর্টের মাধ্যমে বিয়ে করেছে বলে জানিয়েছে তারা। পুলিশ জানায়, গতকাল সোমবার রাতে চুয়াডাঙ্গা শহরের কোর্টপাড়ার একটি বাড়ি থেকে আসামী সাজ্জাদকে গ্রেফতার ও স্কুলছাত্রী জিনিয়াকে উদ্ধার করে সদর ফাঁড়ির ইনচার্জ এসআই ওহিদুল ইসলাম। মাসখানেক আগে সদর উপজেলার কুকিয়া চাঁদপুর গ্রামের জিয়ারুল ইসলাম জিয়ারের স্কুলপড়ুয়া মেয়ে জিনিয়াকে নিয়ে পালিয়ে যায় একই এলাকার মান্নার ছেলে সাজ্জাদ।  এঘটনায় সাজ্জাদসহ ৭ জনের বিরুদ্ধে একটি অপহরণ মামলা দায়ের করে জিনিয়ার পরিবার। মামলার চার আসামীকে বিভিন্ন সময়ে গ্রেফতারও করে পুলিশ। এদিকে, স্কুলছাত্রী জিনিয়া বলেছে, মাসখানেক আগে ঝিনাইদহে কোর্টের মাধ্যমে সাজ্জাদের সাথে তার বিয়ে হয়। দীর্ঘদিন ঝিনাইদহে থাকার পর গতকালই চুয়াডাঙ্গায় আসে তারা। জিনিয়ার পরিবারের পক্ষ থেকে দায়ের করা অপহরণ মামলায় আদালতে হাজির হওয়ার জন্য তারা কোর্টপাড়ায় এক আইনজীবীর বাড়িতে এসেছিলো। সেখান থেকেই জিনিয়াকে উদ্ধার করে সাজ্জাদ গ্রেফতার করে পুলিশ।