ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

প্রায় দু’কোটি টাকা মূল্যের মার্কিন ডলার-রুপি ও ৫ লাখ টাকার মালামালসহ আটক-৮

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৪০:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৯ মার্চ ২০১৮
  • / ৪৩০ বার পড়া হয়েছে

দর্শনার জোড়াবটতলায় বিজিবির চোরাচালান বিরোধী সফল অভিযান : স্মরণকালের সবচেয়ে বড় চালান আটক
নিজস্ব প্রতিবেদক: দর্শনা জোড়াবটতলায় চোরাচালান বিরোধী সফল অভিযান চালিয়ে স্মরণকালের সবচেয়ে বড় চালান আটক করেছে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ানের সদস্যরা। জব্দ করা হয়েছে ২ লাখ ১৬ হাজার ২০০ মার্কিন/ইউএসএ ডলার; বাংলাদেশি টাকায় ১ কোটি ৭৯ লক্ষ ৮৩ হাজার ৫১৬ টাকা, ৫ হাজার ৯০০ ভারতীয় রুপি; যা বাংলাদেশী নগদ ৩৯ হাজার ৭৬০ টাকা ও ৪ লক্ষ ৭৮ হাজার ৬৪০ টাকা মূল্যের ভারতীয় মালামাল। একই সাথে অভিযুক্ত ৮ চোরাকারবারীকেও আটক করা হয়েছে। গতকাল রবিবার সকাল ৭টায় দর্শনা জোড়াবটতলা নামকস্থানে বিশেষ অভিযানে তাদেরকে আটক করা হয়। ডলার ও মালামালসহ আটক ৮ চোরাকারবারী ও ল্যাগেজ পাচার সিন্ডিকেটের সদস্যদের নিয়ে আসা হয় ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ানের সদর দপ্তরে।
৬ বিজিবি’র পরিচালক লে. কর্ণেল মো. ইমাম হাসান জানান, গোপন সংবাদ ছিল দর্শনা জয়নগর চেকপোষ্ট দিয়ে কতিপয় ব্যক্তিরা প্রায়ই ভারতে যাতায়াত করছে এবং অবৈধ মালামাল পরিবহন করছে। এ তথ্যের ভিত্তিতে তাদেরকে চিহ্নিত করে বেশ কিছুদিন ধরে তাদের গতিবিধির উপর লক্ষ্য রাখা হয়। এক পর্যায়ে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ানের বিশেষ টহল দল রবিবার সকাল ০৭ টায় দর্শনার জোড়াবটতলা নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে ০৮ জনকে ১১টি ল্যাগেজসহ আটক করতে সক্ষম হয়। আটককৃতদের ল্যাগেজ তল্লাশিকালে ০৪টি স্কুল ব্যাগে অভিনব কৌশলে রাখা ২ লক্ষ ১৬ হাজার ২০০ ইউএস ডলার উদ্ধার করা হয়। যা বাংলাদেশি টাকায় ১ কোটি ৭৯ লক্ষ ৮৩ হাজার ৫১৬ টাকার সমপরিমাণ। এ ছাড়া তাদের দেহ তল্লাশী করে ৫ হাজার ৯০০ ভারতীয় রুপি উদ্ধার করা হয়। যা বাংলাদেশী নগদ ৩৯ হাজার ৭৬০ টাকার সমপরিমাণ। এছাড়াও আটককৃতদের বাকী ৭টি ল্যাগেজ তল্লাশী করে ৪ লক্ষ ৭৮ হাজার ৬৪০ টাকা মূল্যের বিভিন্ন ধরণের ভারতীয় মালামাল পাওয়া যায়। এরমধ্যে রয়েছে ভারতীয় উন্নতমানের ২৭ টি পাঞ্জাবী, ১৮ টি শার্ট, ১৬ টি জিন্সের প্যান্ট, ১৬ টি কাতান শাড়ি, ৩০ টি থ্রীপিস, ২১টি ওয়ান পিস, ১১০টি ব্রা, ১৬ মিটার থান কাপড়, ৪৬ টি পন্ডস্ ফেসওয়াশ, ০১ কেজি কাজু বাদাম, ০২ প্যাকেট ট্যাং, ০১ বাটি বিস্কুট (গারমেট), ০২ প্যাকেট সার্ফ এক্সেল (০১ কেজি), ১টি ইলেকট্রিক ক্যালেন্ডার। আটককৃত ডলার ও মালামালের সর্বমোট মূল্য ১ কোটি ৮৭ লক্ষ ০৩ হাজার ৩১৬ টাকা।
আটকৃতরা হলো- শরিয়তপুর জেলার নড়িয়া উপজেলার ইশ্বরকাঠী গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে মিজানুর রহমান (৪৮), মাদারীপুর জেলা সদরের কেন্দুয়া শ্রীনাদি গ্রামের বাদশা মাতাব্বরের ছেলে উজ্জ্বল আহমেদ (৩১), ঢাকা শ্যামপুরের হাবিবুর রহমানের ছেলে আনিসুর রহমান (২৯), একই এলাকার আব্দুর রহমানের ছেলে আতিকুল রহমান(৩১), মাদারীপুর শিবচর উপজেলার জাদুয়ারচর গ্রামের মৃত সামাদ মুন্সির ছেলে আব্দুর রাজ্জাক(৪৫), গোপালগঞ্জ মুকসুদপুর উপজেলার বিশ্বম্ভবদী গ্রামের ফজলুর রহমানের ছেলে হেদায়েত আলী(৪০), মাদারীপুর রাজৈর শংকরদী গ্রামের আব্দুল জলিলের ছেলে আব্দুল হান্নান(৩৮) ও লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলার বাহাদুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে আল আমিন(২৮)। বিজিবি সূত্রে জানা যায় তারা দীর্ঘদিন যাবত অর্থ পাচার এবং চোরাচালানের সাথে জড়িত। উদ্ধারকৃত ইউএস ডলার ও ভারতীয় রুপি চুয়াডাঙ্গা ট্রেজারীতে জমা করা হয় এবং আটককৃত ব্যক্তিদেরকে জিজ্ঞাসাবাদ শেষে পুলিশের নিকট হস্তান্তর করা হবে বলে জানানো হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

প্রায় দু’কোটি টাকা মূল্যের মার্কিন ডলার-রুপি ও ৫ লাখ টাকার মালামালসহ আটক-৮

আপলোড টাইম : ১০:৪০:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৯ মার্চ ২০১৮

দর্শনার জোড়াবটতলায় বিজিবির চোরাচালান বিরোধী সফল অভিযান : স্মরণকালের সবচেয়ে বড় চালান আটক
নিজস্ব প্রতিবেদক: দর্শনা জোড়াবটতলায় চোরাচালান বিরোধী সফল অভিযান চালিয়ে স্মরণকালের সবচেয়ে বড় চালান আটক করেছে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ানের সদস্যরা। জব্দ করা হয়েছে ২ লাখ ১৬ হাজার ২০০ মার্কিন/ইউএসএ ডলার; বাংলাদেশি টাকায় ১ কোটি ৭৯ লক্ষ ৮৩ হাজার ৫১৬ টাকা, ৫ হাজার ৯০০ ভারতীয় রুপি; যা বাংলাদেশী নগদ ৩৯ হাজার ৭৬০ টাকা ও ৪ লক্ষ ৭৮ হাজার ৬৪০ টাকা মূল্যের ভারতীয় মালামাল। একই সাথে অভিযুক্ত ৮ চোরাকারবারীকেও আটক করা হয়েছে। গতকাল রবিবার সকাল ৭টায় দর্শনা জোড়াবটতলা নামকস্থানে বিশেষ অভিযানে তাদেরকে আটক করা হয়। ডলার ও মালামালসহ আটক ৮ চোরাকারবারী ও ল্যাগেজ পাচার সিন্ডিকেটের সদস্যদের নিয়ে আসা হয় ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ানের সদর দপ্তরে।
৬ বিজিবি’র পরিচালক লে. কর্ণেল মো. ইমাম হাসান জানান, গোপন সংবাদ ছিল দর্শনা জয়নগর চেকপোষ্ট দিয়ে কতিপয় ব্যক্তিরা প্রায়ই ভারতে যাতায়াত করছে এবং অবৈধ মালামাল পরিবহন করছে। এ তথ্যের ভিত্তিতে তাদেরকে চিহ্নিত করে বেশ কিছুদিন ধরে তাদের গতিবিধির উপর লক্ষ্য রাখা হয়। এক পর্যায়ে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ানের বিশেষ টহল দল রবিবার সকাল ০৭ টায় দর্শনার জোড়াবটতলা নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে ০৮ জনকে ১১টি ল্যাগেজসহ আটক করতে সক্ষম হয়। আটককৃতদের ল্যাগেজ তল্লাশিকালে ০৪টি স্কুল ব্যাগে অভিনব কৌশলে রাখা ২ লক্ষ ১৬ হাজার ২০০ ইউএস ডলার উদ্ধার করা হয়। যা বাংলাদেশি টাকায় ১ কোটি ৭৯ লক্ষ ৮৩ হাজার ৫১৬ টাকার সমপরিমাণ। এ ছাড়া তাদের দেহ তল্লাশী করে ৫ হাজার ৯০০ ভারতীয় রুপি উদ্ধার করা হয়। যা বাংলাদেশী নগদ ৩৯ হাজার ৭৬০ টাকার সমপরিমাণ। এছাড়াও আটককৃতদের বাকী ৭টি ল্যাগেজ তল্লাশী করে ৪ লক্ষ ৭৮ হাজার ৬৪০ টাকা মূল্যের বিভিন্ন ধরণের ভারতীয় মালামাল পাওয়া যায়। এরমধ্যে রয়েছে ভারতীয় উন্নতমানের ২৭ টি পাঞ্জাবী, ১৮ টি শার্ট, ১৬ টি জিন্সের প্যান্ট, ১৬ টি কাতান শাড়ি, ৩০ টি থ্রীপিস, ২১টি ওয়ান পিস, ১১০টি ব্রা, ১৬ মিটার থান কাপড়, ৪৬ টি পন্ডস্ ফেসওয়াশ, ০১ কেজি কাজু বাদাম, ০২ প্যাকেট ট্যাং, ০১ বাটি বিস্কুট (গারমেট), ০২ প্যাকেট সার্ফ এক্সেল (০১ কেজি), ১টি ইলেকট্রিক ক্যালেন্ডার। আটককৃত ডলার ও মালামালের সর্বমোট মূল্য ১ কোটি ৮৭ লক্ষ ০৩ হাজার ৩১৬ টাকা।
আটকৃতরা হলো- শরিয়তপুর জেলার নড়িয়া উপজেলার ইশ্বরকাঠী গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে মিজানুর রহমান (৪৮), মাদারীপুর জেলা সদরের কেন্দুয়া শ্রীনাদি গ্রামের বাদশা মাতাব্বরের ছেলে উজ্জ্বল আহমেদ (৩১), ঢাকা শ্যামপুরের হাবিবুর রহমানের ছেলে আনিসুর রহমান (২৯), একই এলাকার আব্দুর রহমানের ছেলে আতিকুল রহমান(৩১), মাদারীপুর শিবচর উপজেলার জাদুয়ারচর গ্রামের মৃত সামাদ মুন্সির ছেলে আব্দুর রাজ্জাক(৪৫), গোপালগঞ্জ মুকসুদপুর উপজেলার বিশ্বম্ভবদী গ্রামের ফজলুর রহমানের ছেলে হেদায়েত আলী(৪০), মাদারীপুর রাজৈর শংকরদী গ্রামের আব্দুল জলিলের ছেলে আব্দুল হান্নান(৩৮) ও লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলার বাহাদুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে আল আমিন(২৮)। বিজিবি সূত্রে জানা যায় তারা দীর্ঘদিন যাবত অর্থ পাচার এবং চোরাচালানের সাথে জড়িত। উদ্ধারকৃত ইউএস ডলার ও ভারতীয় রুপি চুয়াডাঙ্গা ট্রেজারীতে জমা করা হয় এবং আটককৃত ব্যক্তিদেরকে জিজ্ঞাসাবাদ শেষে পুলিশের নিকট হস্তান্তর করা হবে বলে জানানো হয়।