ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

প্রসাদ বিতরণের মধ্যদিয়ে শেষ হলো শ্রী শ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৩১:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২৩ অক্টোবর ২০২১
  • / ৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় নানা আয়োজনের মধ্যদিয়ে শেষ হলো পাঁচ দিনব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞ। গতকাল শুক্রবার ছিল মহানামযজ্ঞের শেষ দিন। সকালে নগর কীর্তনের মধ্যদিয়ে শুরু হয় ৫ম অর্থ্যাৎ শেষ দিনের মহানামযজ্ঞের আরাধনা। ১১টায় শুরু হয় গোস্টলীলা, বিকেল ৫টায় মহাপ্রভুর ভোগ এবং সন্ধ্যায় প্রসাদ বিতরণের মধ্যদিয়ে শেষ হয় শ্রী শ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞ।
প্রসাদ বিতরণের সময় উপস্থিত ছিলেন অনুষ্ঠানের মূল আয়োজক এফবিসিসিআই-এর সাবেক সহসভাপতি, বাংলাদেশ জুয়েলারি সমিতির সাধারণ সম্পাদক, ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালা, দিলীপ কুমার আগরওয়ালা’র বাবা ওম প্রকাশ আগরওয়ালা, ছোট ভাই পিণ্টু কুমার আগরওয়ালাসহ পরিবারের অন্য সদস্যরা। প্রসাদ বিতরণের পূর্বে ভক্ত পূজারী ও পূণ্যার্থীদের উদ্দেশে দিলীপ কুমার আগরওয়ালা তাঁর মায়ের জন্য আশির্বাদ প্রার্থনা করেন। এর আগে সূর্যোদ্বয়ে প্রস্তাবিত যজ্ঞ বিশ্রাম এবং সকালে ভক্ত-পূজারীদের সঙ্গে নিয়ে নগর কীর্তন হয়।
শেষ দিনের সন্ধ্যায় পূজারী ভক্ত এবং দর্শনার্থীদের মধ্যে প্রসাদ বিতরণকালে মহানামযজ্ঞের আয়োজক দিলীপ কুমার আগরওয়ালা বলেন, ‘চুয়াডাঙ্গাসহ আশেপাশের বেশ কয়েকটি জেলার পূজারী, ভক্ত এবং দর্শনার্থীদের সার্বিক সহযোগিতায় সুষ্ঠুভাবে ১০ম বার্ষিকী মহানামযজ্ঞ সমাপ্ত করতে পেরে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আপনাদের সহযোগিতা থাকলে আগামী বছর ১১তম বার্ষিকীর মহানামযজ্ঞ আরও অধিক সংখ্যক জনসমাগমের মাধ্যমে জাঁকজমকপূর্ণভাবে পালন করা সম্ভব হবে বলে আমি আশাবাদী।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

প্রসাদ বিতরণের মধ্যদিয়ে শেষ হলো শ্রী শ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞ

আপলোড টাইম : ০৮:৩১:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২৩ অক্টোবর ২০২১

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় নানা আয়োজনের মধ্যদিয়ে শেষ হলো পাঁচ দিনব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞ। গতকাল শুক্রবার ছিল মহানামযজ্ঞের শেষ দিন। সকালে নগর কীর্তনের মধ্যদিয়ে শুরু হয় ৫ম অর্থ্যাৎ শেষ দিনের মহানামযজ্ঞের আরাধনা। ১১টায় শুরু হয় গোস্টলীলা, বিকেল ৫টায় মহাপ্রভুর ভোগ এবং সন্ধ্যায় প্রসাদ বিতরণের মধ্যদিয়ে শেষ হয় শ্রী শ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞ।
প্রসাদ বিতরণের সময় উপস্থিত ছিলেন অনুষ্ঠানের মূল আয়োজক এফবিসিসিআই-এর সাবেক সহসভাপতি, বাংলাদেশ জুয়েলারি সমিতির সাধারণ সম্পাদক, ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালা, দিলীপ কুমার আগরওয়ালা’র বাবা ওম প্রকাশ আগরওয়ালা, ছোট ভাই পিণ্টু কুমার আগরওয়ালাসহ পরিবারের অন্য সদস্যরা। প্রসাদ বিতরণের পূর্বে ভক্ত পূজারী ও পূণ্যার্থীদের উদ্দেশে দিলীপ কুমার আগরওয়ালা তাঁর মায়ের জন্য আশির্বাদ প্রার্থনা করেন। এর আগে সূর্যোদ্বয়ে প্রস্তাবিত যজ্ঞ বিশ্রাম এবং সকালে ভক্ত-পূজারীদের সঙ্গে নিয়ে নগর কীর্তন হয়।
শেষ দিনের সন্ধ্যায় পূজারী ভক্ত এবং দর্শনার্থীদের মধ্যে প্রসাদ বিতরণকালে মহানামযজ্ঞের আয়োজক দিলীপ কুমার আগরওয়ালা বলেন, ‘চুয়াডাঙ্গাসহ আশেপাশের বেশ কয়েকটি জেলার পূজারী, ভক্ত এবং দর্শনার্থীদের সার্বিক সহযোগিতায় সুষ্ঠুভাবে ১০ম বার্ষিকী মহানামযজ্ঞ সমাপ্ত করতে পেরে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আপনাদের সহযোগিতা থাকলে আগামী বছর ১১তম বার্ষিকীর মহানামযজ্ঞ আরও অধিক সংখ্যক জনসমাগমের মাধ্যমে জাঁকজমকপূর্ণভাবে পালন করা সম্ভব হবে বলে আমি আশাবাদী।’