ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

প্রশাসনের হস্তক্ষেপে সমাবেশ পশু : যুবলীগের প্রতিবাদ সভা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:০১:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ মে ২০১৯
  • / ২২২ বার পড়া হয়েছে

আলমডাঙ্গার জেহালার একইস্থানে আ.লীগ-যুবলীগ ও ছাত্রলীগের পৃথক সমাবেশের ডাক

ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা:
আলমডাঙ্গা জেহালা ইউনিয়নের মুন্সিগঞ্জ একাডেমী স্কুল মাঠে আওয়ামী লীগ-যুবলীগ ও ছাত্রলীগের পৃথক সমাবেশ ডাকায় উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে সমাবেশ প- হয়ে গেছে। এ ঘটনায় গতকাল দিনব্যাপি জেলাহার মুন্সিগঞ্জ এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করেছে। একইস্থানে আ.লীগ-যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ত্রিমুখি অবস্থান নিলে অপ্রীতিকর ঘটনা ঘটার পরিস্থিতি তৈরী হয়। এসময় অপ্রীতিকর ঘটনা এড়াতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আ.লীগ-যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সমাবেশস্থল ত্যাগ করতে নির্দেশ দেওয়া হয়। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেন আলমডাঙ্গা থানার ওসি আসাদুজ্জামান মুন্সী। এছাড়া চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র কয়েকটি টিম মোতায়েন করা হয়। এ ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেন চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কলিমুল্লাহ। এদিকে, পূর্ব থেকে নির্ধারিত জেহালা ফুটবল মাঠের অনুষ্ঠান প- হয়ে গেলে গতকালই ৫টায় মুন্সিগঞ্জের পান হাটের মধ্যে প্রতিবাদ সভা করে ইউনিয়ন যুবলীগ।
প্রতিবাদ সভায় যুবলীগের নেতাকর্মিরা অভ্যন্তরীণ দলীয় কোন্দলের কারণে ইউনিয়ন যুবলীগের কাউন্সিল বানচাল করা হলো বলে উল্লেখ করেন। এছাড়া কেন যুবলীগের উপর বর্বরমূলক আচরণ করলো প্রশাসন। কিসের ক্ষমতায় শান্তিপূর্ণ কাউন্সিল বন্ধ করলো তার ব্যাখ্যা চায় উপজেলা প্রশাসনের কাছে। এসময় বক্তারা হুশিয়ারী দিয়ে বলেন- ‘আজ অনুষ্ঠান বন্ধ হলেও আবারো একই মাঠে কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠন করে দেখিয়ে দেওয়া হবে।’ প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা যুবলীগের আহবায়ক নঈম হাসান জোয়ার্দ্দার। এছাড়া উপস্থিত ছিলেন সদস্য তপন বিশ^াস, আরিফ হোসেন, হাফিজুর রহমান হাপু, জেহালা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শিলন, যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন, সাবেক সাধারণ সম্পাদক বকুল ও ইউপি সদস্য হিরা লাল প্রমূখ।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের মুন্সিগঞ্জের ফুটবল মাঠে মঙ্গলবার জেহালা ইউনিয়ন যুবলীগের উদ্যোগে ৪র্থতম কাউন্সিল ডাকা হয়। একইস্থানে ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করার কথা জানানো হয়। আবার ওইস্থানেই ইউনিয়ন ছাত্রলীগের পক্ষ থেকে পবিত্র রমজানে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। একইস্থানে মূল সংগঠন ও সহযোগী সংগঠনের অনুষ্ঠান আয়োজন নিয়ে ত্রিমুখি অবস্থানে পড়ে যান নেতাকর্মিরা। এনিয়ে ওই এলাকাজুড়ে ব্যাপক উত্তেজনা ও যেকোন মুহূর্তে সংঘাতের আশঙ্কার সৃষ্টি হয়। তাই অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই পরিস্থিতি শান্ত রাখতে আলমডাঙ্গা উপজেলার প্রশাসনের পক্ষ থেকে সকল অনুষ্ঠান বন্ধ করাসহ সকল নেতাকর্মীদের ঘটনাস্থল ত্যাগ করতে নির্দেশ দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাহাত মান্নান। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই সমাবেশ-ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানকে কেন্দ্র করে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে উপস্থিত হোন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কলিমুল্লাহ, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নান, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান মুন্সী, জেলা গোয়েন্দা শাখার ওসি এনামুল হোসেনসহ পুলিশের একাধিক টিম।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নান জানান, একই স্থানে তিনটি সংগঠন সমাবেশের ডাক দেওয়ায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় সমাবেশ বন্ধ করা হয়েছে।
এ ব্যাপারে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মুন্সি বলেন, মুন্সিগঞ্জ একাডেমী স্কুল মাঠে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ একই দিনে একই সময় একই স্থানে সমাবেশের আয়োজন করে। এখানে যে কোন অপ্রীতিকর ঘটন এড়াতে ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের একাধিক টিম ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অবস্থান নেয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

প্রশাসনের হস্তক্ষেপে সমাবেশ পশু : যুবলীগের প্রতিবাদ সভা

আপলোড টাইম : ১১:০১:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ মে ২০১৯

আলমডাঙ্গার জেহালার একইস্থানে আ.লীগ-যুবলীগ ও ছাত্রলীগের পৃথক সমাবেশের ডাক

ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা:
আলমডাঙ্গা জেহালা ইউনিয়নের মুন্সিগঞ্জ একাডেমী স্কুল মাঠে আওয়ামী লীগ-যুবলীগ ও ছাত্রলীগের পৃথক সমাবেশ ডাকায় উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে সমাবেশ প- হয়ে গেছে। এ ঘটনায় গতকাল দিনব্যাপি জেলাহার মুন্সিগঞ্জ এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করেছে। একইস্থানে আ.লীগ-যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ত্রিমুখি অবস্থান নিলে অপ্রীতিকর ঘটনা ঘটার পরিস্থিতি তৈরী হয়। এসময় অপ্রীতিকর ঘটনা এড়াতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আ.লীগ-যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সমাবেশস্থল ত্যাগ করতে নির্দেশ দেওয়া হয়। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেন আলমডাঙ্গা থানার ওসি আসাদুজ্জামান মুন্সী। এছাড়া চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র কয়েকটি টিম মোতায়েন করা হয়। এ ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেন চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কলিমুল্লাহ। এদিকে, পূর্ব থেকে নির্ধারিত জেহালা ফুটবল মাঠের অনুষ্ঠান প- হয়ে গেলে গতকালই ৫টায় মুন্সিগঞ্জের পান হাটের মধ্যে প্রতিবাদ সভা করে ইউনিয়ন যুবলীগ।
প্রতিবাদ সভায় যুবলীগের নেতাকর্মিরা অভ্যন্তরীণ দলীয় কোন্দলের কারণে ইউনিয়ন যুবলীগের কাউন্সিল বানচাল করা হলো বলে উল্লেখ করেন। এছাড়া কেন যুবলীগের উপর বর্বরমূলক আচরণ করলো প্রশাসন। কিসের ক্ষমতায় শান্তিপূর্ণ কাউন্সিল বন্ধ করলো তার ব্যাখ্যা চায় উপজেলা প্রশাসনের কাছে। এসময় বক্তারা হুশিয়ারী দিয়ে বলেন- ‘আজ অনুষ্ঠান বন্ধ হলেও আবারো একই মাঠে কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠন করে দেখিয়ে দেওয়া হবে।’ প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা যুবলীগের আহবায়ক নঈম হাসান জোয়ার্দ্দার। এছাড়া উপস্থিত ছিলেন সদস্য তপন বিশ^াস, আরিফ হোসেন, হাফিজুর রহমান হাপু, জেহালা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শিলন, যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন, সাবেক সাধারণ সম্পাদক বকুল ও ইউপি সদস্য হিরা লাল প্রমূখ।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের মুন্সিগঞ্জের ফুটবল মাঠে মঙ্গলবার জেহালা ইউনিয়ন যুবলীগের উদ্যোগে ৪র্থতম কাউন্সিল ডাকা হয়। একইস্থানে ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করার কথা জানানো হয়। আবার ওইস্থানেই ইউনিয়ন ছাত্রলীগের পক্ষ থেকে পবিত্র রমজানে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। একইস্থানে মূল সংগঠন ও সহযোগী সংগঠনের অনুষ্ঠান আয়োজন নিয়ে ত্রিমুখি অবস্থানে পড়ে যান নেতাকর্মিরা। এনিয়ে ওই এলাকাজুড়ে ব্যাপক উত্তেজনা ও যেকোন মুহূর্তে সংঘাতের আশঙ্কার সৃষ্টি হয়। তাই অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই পরিস্থিতি শান্ত রাখতে আলমডাঙ্গা উপজেলার প্রশাসনের পক্ষ থেকে সকল অনুষ্ঠান বন্ধ করাসহ সকল নেতাকর্মীদের ঘটনাস্থল ত্যাগ করতে নির্দেশ দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাহাত মান্নান। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই সমাবেশ-ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানকে কেন্দ্র করে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে উপস্থিত হোন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কলিমুল্লাহ, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নান, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান মুন্সী, জেলা গোয়েন্দা শাখার ওসি এনামুল হোসেনসহ পুলিশের একাধিক টিম।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নান জানান, একই স্থানে তিনটি সংগঠন সমাবেশের ডাক দেওয়ায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় সমাবেশ বন্ধ করা হয়েছে।
এ ব্যাপারে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মুন্সি বলেন, মুন্সিগঞ্জ একাডেমী স্কুল মাঠে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ একই দিনে একই সময় একই স্থানে সমাবেশের আয়োজন করে। এখানে যে কোন অপ্রীতিকর ঘটন এড়াতে ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের একাধিক টিম ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অবস্থান নেয়।