ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

প্রথমবারের মত খুলনা বিভাগের ১০টি পরিবারকে কর বাহাদুর এবং বিভিন্ন ক্যাটাগরিতে ৭৭ জনকে সেরা করদাতার সম্মাননা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:১৬:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ নভেম্বর ২০১৭
  • / ৪৫৩ বার পড়া হয়েছে

জীবননগরের রাকিবুল ও মেহেরপুরের আব্দুস সালামের পরিবার পেল ‘কর বাহাদুর পরিবার’ স্বীকৃতি
করদাতার তালিকায় চুয়াডাঙ্গার সাইফুন নাহার, মঞ্জুরুল ইসলাম, আলী রেজা সজল, সালাউদ্দিন মিঠু, আব্দুল হালিম, শানারা খাতুন ও গোলাম মোস্তফা
নিজস্ব প্রতিবেদক: বিভিন্ন ক্যাটাগরিতে খুলনা বিভাগের ৭৭ জন করদাতা ও ১০টি পরিবারকে দেওয়া হয়েছে ‘কর বাহাদুর পরিবার’ সম্মাননা। খুলনা বিভাগের ১০ জেলায় ৭৭ জনকে সেরা করদাতার পুরস্কার দিয়েছে খুলনা কর অঞ্চল। আর বিভাগের ১০ জেলার ১০টি পরিবারকে দেওয়া হয়েছে ‘কর বাহাদুর’ খেতাব। এবারই প্রথম অর্থমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ‘কর বাহাদুর পরিবার’ সম্মাননা দেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার সরকারি মহিলা কলেজ অডিটোরিয়ামে এই পুরস্কার তুলে দেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ।
চুয়াডাঙ্গা জেলার কর বাহাদুর পরিবার হচ্ছে জীবননগরের মো. রকিবুল ইসলামের পরিবার এবং মেহেরপুর জেলার কর বাহাদুর পরিবার মেহেরপুরের আব্দুস সালামের পরিবার। চুয়াডাঙ্গা জেলায় সর্বোচ্চ করদাতারা হলেন- মিস সাইফুন নাহার শাম্মি, মো. মঞ্জুরুল ইসলাম জোয়ার্দ্দার ও মো. আলী রেজা সজল। দীর্ঘমেয়াদি করদাতারা হলেন- একেএম সালাউদ্দিন মিঠু ও মো. আব্দুল হালিম বিশ্বাস। এ ছাড়া সর্বোচ্চ করদাতা (নারী) মিস শানারা খাতুন ও তরুণ করদাতা মো. গোলাম মোস্তফা। মেহেরপুর জেলার সর্বোচ্চ করদাতারা হলেন- অজয় সুরেকা, মো. আব্দুল হান্নান ও মো. শাহবাজ উদ্দিন। দীর্ঘমেয়াদি করদাতারা হলেন- মো. গোলাম মুর্শিদ চন্দন ও ডা. মেলিনা সুলতানা। এ ছাড়া সর্বোচ্চ করদাতা (নারী) মিস হামিদা খানম ও তরুণ করদাতা বকুল হোসেন।
অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতার নির্দেশনার আলোকে প্রথমবারের মত প্রবর্তিত ‘কর বাহাদুর পরিবার’ সম্মাননাপ্রাপ্তরা হচ্ছেন- খুলনা বিভাগের কর বাহাদুর ১০টি পরিবার হচ্ছে খুলনার নিরালা আবাসিক এলাকার এম এ সালাম ও তার পরিবার, যশোরের কোতোয়ালির মো. সফিউর রহমান মল্লিকের পরিবার, চুয়াডাঙ্গার জীবননগরের মো. রকিবুল ইসলামের পরিবার, মাগুরার রজব আলী মজনুর পরিবার, সাতক্ষীরার কলারোয়ার গোলাম রব্বানীর পরিবার, নড়াইলের রতনগঞ্জের ওয়াহিদুজ্জামানের পরিবার, কুষ্টিয়ার চৌড়হাসের মজিবর রহমানের পরিবার, ঝিনাইদহের হামদহ এলাকার ডা. দুলাল কুমার চক্রবর্তীর পরিবার, মেহেরপুরের আব্দুস সালামের পরিবার, বাগেরহাট আমলাপাড়ার অ্যাডভোকেট মীর শওকত আলী বাদশার পরিবার।
পরিবারের সবাই কর প্রদান করেন এমন ১০ পরিবারকে এই কর বাহাদুর সম্মাননা প্রদান করা হয়। একই সাথে প্রতি বছরের মত এবারও খুলনা সিটি কর্পোরেশনসহ প্রত্যেক জেলায় তিনজন সর্বোচ্চ করদাতা, দুইজন দীর্ঘ মেয়াদী, একজন সর্বোচ্চ কর প্রদানকারী তরুণ (৪০ বছরের নিচে) পুরুষ এবং একজন সর্বোচ্চ কর প্রদানকারী মহিলা করদাতা হিসেবে মোট ৭৭ জনকে সেরা করতাদা সম্মাননাপত্র এবং ক্রেস্ট প্রদান করা হয়।
কর অঞ্চল খুলনার কর কমিশনার মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে বিশেষ অতিথির বক্তৃতা করেন- কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট (আপিল) কমিশনারেটের কমিশনার আব্দুল মান্নান শিকদার, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার কে এম অহিদুল আলম, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. হাবিবুর রহমান এবং খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি মোস্তফা জিসান ভুট্ট। স্বাগত বক্তৃতা করেন যুগ্ম কর কশিনার মঞ্জুরুল আলম।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

প্রথমবারের মত খুলনা বিভাগের ১০টি পরিবারকে কর বাহাদুর এবং বিভিন্ন ক্যাটাগরিতে ৭৭ জনকে সেরা করদাতার সম্মাননা

আপলোড টাইম : ১১:১৬:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ নভেম্বর ২০১৭

জীবননগরের রাকিবুল ও মেহেরপুরের আব্দুস সালামের পরিবার পেল ‘কর বাহাদুর পরিবার’ স্বীকৃতি
করদাতার তালিকায় চুয়াডাঙ্গার সাইফুন নাহার, মঞ্জুরুল ইসলাম, আলী রেজা সজল, সালাউদ্দিন মিঠু, আব্দুল হালিম, শানারা খাতুন ও গোলাম মোস্তফা
নিজস্ব প্রতিবেদক: বিভিন্ন ক্যাটাগরিতে খুলনা বিভাগের ৭৭ জন করদাতা ও ১০টি পরিবারকে দেওয়া হয়েছে ‘কর বাহাদুর পরিবার’ সম্মাননা। খুলনা বিভাগের ১০ জেলায় ৭৭ জনকে সেরা করদাতার পুরস্কার দিয়েছে খুলনা কর অঞ্চল। আর বিভাগের ১০ জেলার ১০টি পরিবারকে দেওয়া হয়েছে ‘কর বাহাদুর’ খেতাব। এবারই প্রথম অর্থমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ‘কর বাহাদুর পরিবার’ সম্মাননা দেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার সরকারি মহিলা কলেজ অডিটোরিয়ামে এই পুরস্কার তুলে দেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ।
চুয়াডাঙ্গা জেলার কর বাহাদুর পরিবার হচ্ছে জীবননগরের মো. রকিবুল ইসলামের পরিবার এবং মেহেরপুর জেলার কর বাহাদুর পরিবার মেহেরপুরের আব্দুস সালামের পরিবার। চুয়াডাঙ্গা জেলায় সর্বোচ্চ করদাতারা হলেন- মিস সাইফুন নাহার শাম্মি, মো. মঞ্জুরুল ইসলাম জোয়ার্দ্দার ও মো. আলী রেজা সজল। দীর্ঘমেয়াদি করদাতারা হলেন- একেএম সালাউদ্দিন মিঠু ও মো. আব্দুল হালিম বিশ্বাস। এ ছাড়া সর্বোচ্চ করদাতা (নারী) মিস শানারা খাতুন ও তরুণ করদাতা মো. গোলাম মোস্তফা। মেহেরপুর জেলার সর্বোচ্চ করদাতারা হলেন- অজয় সুরেকা, মো. আব্দুল হান্নান ও মো. শাহবাজ উদ্দিন। দীর্ঘমেয়াদি করদাতারা হলেন- মো. গোলাম মুর্শিদ চন্দন ও ডা. মেলিনা সুলতানা। এ ছাড়া সর্বোচ্চ করদাতা (নারী) মিস হামিদা খানম ও তরুণ করদাতা বকুল হোসেন।
অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতার নির্দেশনার আলোকে প্রথমবারের মত প্রবর্তিত ‘কর বাহাদুর পরিবার’ সম্মাননাপ্রাপ্তরা হচ্ছেন- খুলনা বিভাগের কর বাহাদুর ১০টি পরিবার হচ্ছে খুলনার নিরালা আবাসিক এলাকার এম এ সালাম ও তার পরিবার, যশোরের কোতোয়ালির মো. সফিউর রহমান মল্লিকের পরিবার, চুয়াডাঙ্গার জীবননগরের মো. রকিবুল ইসলামের পরিবার, মাগুরার রজব আলী মজনুর পরিবার, সাতক্ষীরার কলারোয়ার গোলাম রব্বানীর পরিবার, নড়াইলের রতনগঞ্জের ওয়াহিদুজ্জামানের পরিবার, কুষ্টিয়ার চৌড়হাসের মজিবর রহমানের পরিবার, ঝিনাইদহের হামদহ এলাকার ডা. দুলাল কুমার চক্রবর্তীর পরিবার, মেহেরপুরের আব্দুস সালামের পরিবার, বাগেরহাট আমলাপাড়ার অ্যাডভোকেট মীর শওকত আলী বাদশার পরিবার।
পরিবারের সবাই কর প্রদান করেন এমন ১০ পরিবারকে এই কর বাহাদুর সম্মাননা প্রদান করা হয়। একই সাথে প্রতি বছরের মত এবারও খুলনা সিটি কর্পোরেশনসহ প্রত্যেক জেলায় তিনজন সর্বোচ্চ করদাতা, দুইজন দীর্ঘ মেয়াদী, একজন সর্বোচ্চ কর প্রদানকারী তরুণ (৪০ বছরের নিচে) পুরুষ এবং একজন সর্বোচ্চ কর প্রদানকারী মহিলা করদাতা হিসেবে মোট ৭৭ জনকে সেরা করতাদা সম্মাননাপত্র এবং ক্রেস্ট প্রদান করা হয়।
কর অঞ্চল খুলনার কর কমিশনার মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে বিশেষ অতিথির বক্তৃতা করেন- কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট (আপিল) কমিশনারেটের কমিশনার আব্দুল মান্নান শিকদার, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার কে এম অহিদুল আলম, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. হাবিবুর রহমান এবং খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি মোস্তফা জিসান ভুট্ট। স্বাগত বক্তৃতা করেন যুগ্ম কর কশিনার মঞ্জুরুল আলম।