ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

প্রতিমন্ত্রীর নাম ভাঙিয়ে নিম্নমানের ইটে রাস্তা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:১৬:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ৬ মার্চ ২০২১
  • / ৭৪ বার পড়া হয়েছে

প্রতিবেদক, মেহেরপুর:
মেহেরপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপির নাম ভাঙিয়ে নিম্নমানের আমা ইট দিয়ে রাস্তা নির্মাণ করছেন মেম্বার আলমগীর হোসেন। মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শালিকা গ্রামের জোলপাড়ায় এ রাস্তার নির্মাণকাজ চলছে।
এলাকাবাসী জানান, বুড়িপোতা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে শালিকা গ্রামের জোলপাড়া আট রাকাত মসজিদ রোডে ৮০ ফুট ইটের রাস্তা তৈরি হচ্ছে। এ রাস্তা তৈরি করছে ৮ নম্বর ওয়ার্ড মেম্বার আলমগীর হোসেন। শক্ত কিছু দিয়ে বাড়ি দিলে ইট ভেঙে গুড়ো হয়ে যাচ্ছে। রাস্তায় ১ নম্বর ইটের পরিবর্তে আমা ইট ব্যবহার করছে। এ নিয়ে কথা বললে মেম্বার আলমগীর হোসেন হুমকি-ধামকি দিচ্ছেন।
এ বিষয়ে মেহেরপুর বুড়িপোতা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড মেম্বার আলমগীর হোসেন বলেন, ‘৮০ ফিট রাস্তা আমি ১০০ ফিট করে দিচ্ছি। এর কোনো বাজেট নেই। কবে টাকা পাব, তারও কোনো ঠিক নেই। তবে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের সাথে কথা বলেছি। উনার সম্মতি নিয়ে এভাবে রাস্তা করছি। মাত্র ৩০ হাজার টাকা পাওয়া যাবে। ৩০ হাজার টাকায় কি ভালো রাস্তা হয়।’ বাজেট ছাড়া তিনি কীভাবে রাস্তা করছেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের সঙ্গে বসে তাঁর থেকে বাজেট করে নেব।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

প্রতিমন্ত্রীর নাম ভাঙিয়ে নিম্নমানের ইটে রাস্তা

আপলোড টাইম : ১১:১৬:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ৬ মার্চ ২০২১

প্রতিবেদক, মেহেরপুর:
মেহেরপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপির নাম ভাঙিয়ে নিম্নমানের আমা ইট দিয়ে রাস্তা নির্মাণ করছেন মেম্বার আলমগীর হোসেন। মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শালিকা গ্রামের জোলপাড়ায় এ রাস্তার নির্মাণকাজ চলছে।
এলাকাবাসী জানান, বুড়িপোতা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে শালিকা গ্রামের জোলপাড়া আট রাকাত মসজিদ রোডে ৮০ ফুট ইটের রাস্তা তৈরি হচ্ছে। এ রাস্তা তৈরি করছে ৮ নম্বর ওয়ার্ড মেম্বার আলমগীর হোসেন। শক্ত কিছু দিয়ে বাড়ি দিলে ইট ভেঙে গুড়ো হয়ে যাচ্ছে। রাস্তায় ১ নম্বর ইটের পরিবর্তে আমা ইট ব্যবহার করছে। এ নিয়ে কথা বললে মেম্বার আলমগীর হোসেন হুমকি-ধামকি দিচ্ছেন।
এ বিষয়ে মেহেরপুর বুড়িপোতা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড মেম্বার আলমগীর হোসেন বলেন, ‘৮০ ফিট রাস্তা আমি ১০০ ফিট করে দিচ্ছি। এর কোনো বাজেট নেই। কবে টাকা পাব, তারও কোনো ঠিক নেই। তবে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের সাথে কথা বলেছি। উনার সম্মতি নিয়ে এভাবে রাস্তা করছি। মাত্র ৩০ হাজার টাকা পাওয়া যাবে। ৩০ হাজার টাকায় কি ভালো রাস্তা হয়।’ বাজেট ছাড়া তিনি কীভাবে রাস্তা করছেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের সঙ্গে বসে তাঁর থেকে বাজেট করে নেব।’