ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

প্রতিপক্ষের হামলায় ছাত্রলীগ সভাপতিসহ ৬ জন আহত

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:২২:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ নভেম্বর ২০১৮
  • / ৩৮৯ বার পড়া হয়েছে

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর বাজারে আওয়ামীলীগের এক পক্ষের হামলায় কলেজ ছাত্রলীগের সভাপতি রুবেলসহ অন্তত ৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে রুবেল, বিশারত আলী ও পরান নামে তিন আওয়ামীলীগ কর্মীকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে বিশারত আলীর অবস্থা গুরুতর। খবর পেয়ে ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ ঘটনাস্থল পরিদর্শন করেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান সৈয়দ নিজামুল গনি লিটু অভিযোগ করেন, বুধবার সকালে কলেজ ছাত্রলীগের সভাপতি রুবেল ক্যাম্পাসে যাচ্ছিলেন। এ সময় বিকাশ বিশ্বাসের সমর্থকরা তাকে ব্যাপক মারধর করে। এরপর তারা হাটগোপালপুর বাজারে ঢুকে পরান ও বিশারতসহ ৬/৭ জনকে কমবেশি আহত করে। নিজামুল গনি লিটুর ভাষ্যমতে বর্তমান সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি আওয়ামীলীগের মনোনয়ন পাওয়ায় সাবেক চেয়ারম্যান বিকাশ বিশ্বাসের সমর্থকরা আমার সমর্থকদের উপর আতর্কিত হামলা করেছে। তিনি বলেন আমিসহ আমার সমর্থকরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র সাইদুল করিম মিন্টুর সমর্থক। আওয়ামীলীগ নেতা ও সাবেক চেয়ারম্যান বিকাশ বিশ্বাস জানান, বুধবার সকালে হাটগোপালপুর বাজারে আমার ভাই স্বপনকে ধাওয়া করা হয়। তারপরও আমার সমর্থকদের শান্ত থাকতে বলি। পরে তাদের নিজেদের মধ্যে বিরোধর জের ধরে এই হামলার ঘটনা ঘটে। তিনি বলেন আনারের সাথে জাকিরের বিরোধ রয়েছে। তারা মামা ভাগ্নে। তাদের বিরোধকে আমার সমর্থকদের উপর চাপিয়ে রাজনৈতিক রং দেওয়া হচ্ছে বলে বিকাশ অভিযোগ করেন। বিষয়টি নিয়ে ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান বুধবার সকালে রুবেলের সাথে বিকাশ বিশ্বাসের কথাকাটাকাটি হওয়ার জের ধরে রুবেলসহ ৩ জনকে মারধর করে। পরে বিকাশ বিশ্বাসের এক সমর্থকও প্রতিপক্ষরা আহত করে। এ ঘটনায় ৬ জনকে আটক করা হয়েছে বলেও ওসি জানান।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

প্রতিপক্ষের হামলায় ছাত্রলীগ সভাপতিসহ ৬ জন আহত

আপলোড টাইম : ১০:২২:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ নভেম্বর ২০১৮

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর বাজারে আওয়ামীলীগের এক পক্ষের হামলায় কলেজ ছাত্রলীগের সভাপতি রুবেলসহ অন্তত ৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে রুবেল, বিশারত আলী ও পরান নামে তিন আওয়ামীলীগ কর্মীকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে বিশারত আলীর অবস্থা গুরুতর। খবর পেয়ে ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ ঘটনাস্থল পরিদর্শন করেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান সৈয়দ নিজামুল গনি লিটু অভিযোগ করেন, বুধবার সকালে কলেজ ছাত্রলীগের সভাপতি রুবেল ক্যাম্পাসে যাচ্ছিলেন। এ সময় বিকাশ বিশ্বাসের সমর্থকরা তাকে ব্যাপক মারধর করে। এরপর তারা হাটগোপালপুর বাজারে ঢুকে পরান ও বিশারতসহ ৬/৭ জনকে কমবেশি আহত করে। নিজামুল গনি লিটুর ভাষ্যমতে বর্তমান সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি আওয়ামীলীগের মনোনয়ন পাওয়ায় সাবেক চেয়ারম্যান বিকাশ বিশ্বাসের সমর্থকরা আমার সমর্থকদের উপর আতর্কিত হামলা করেছে। তিনি বলেন আমিসহ আমার সমর্থকরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র সাইদুল করিম মিন্টুর সমর্থক। আওয়ামীলীগ নেতা ও সাবেক চেয়ারম্যান বিকাশ বিশ্বাস জানান, বুধবার সকালে হাটগোপালপুর বাজারে আমার ভাই স্বপনকে ধাওয়া করা হয়। তারপরও আমার সমর্থকদের শান্ত থাকতে বলি। পরে তাদের নিজেদের মধ্যে বিরোধর জের ধরে এই হামলার ঘটনা ঘটে। তিনি বলেন আনারের সাথে জাকিরের বিরোধ রয়েছে। তারা মামা ভাগ্নে। তাদের বিরোধকে আমার সমর্থকদের উপর চাপিয়ে রাজনৈতিক রং দেওয়া হচ্ছে বলে বিকাশ অভিযোগ করেন। বিষয়টি নিয়ে ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান বুধবার সকালে রুবেলের সাথে বিকাশ বিশ্বাসের কথাকাটাকাটি হওয়ার জের ধরে রুবেলসহ ৩ জনকে মারধর করে। পরে বিকাশ বিশ্বাসের এক সমর্থকও প্রতিপক্ষরা আহত করে। এ ঘটনায় ৬ জনকে আটক করা হয়েছে বলেও ওসি জানান।