ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

প্রতিটি প্রাইমারি স্কুল থেকেই স্কাউটের কার্যক্রম শুরু হোক

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৪৮:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৮
  • / ৩৮৬ বার পড়া হয়েছে

৯ম চুয়াডাঙ্গা জেলা কাব কাম্পুরির উদ্বোধনকালে জেলা প্রশাসক
এস এম শাফায়েত: চুয়াডাঙ্গা জেলা স্টেডিয়ামে ৬ দিন ব্যাপি ৯ম চুয়াডাঙ্গা জেলা কাব কাম্পুরী উদ্বোধন করা হয়েছে গতকাল সোমবার সকাল ১০ টায়। বাংলাদেশ স্কাউটস চুয়াডাঙ্গা জেলা শাখার আয়োজনে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে কাম্পুরির শুভ উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার নীখিল চন্দ্র, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও ক্যাম্প চিফ সাইফুল ইসলাম, জেলা স্কাউটস সম্পাদক আব্দুল হান্নান। উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ স্কাউটস’র সহকারী লিডার ট্রেনার শাহনেওয়াজ ফারুক। এর আগে উপস্থিত অতিথিবৃন্দ জাতীয় পতাকা, স্কাউটস পতাকা ও ক্যাম্প পতাকা উত্তোলনের মাধ্যমে কাম্পুরির উদ্বোধন করেন। ৬ দিনব্যাপী ৯ম জেলা কাব কাম্পুরি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ বলেন, ‘আমরা চাই আমাদের প্রতিটি প্রাইমারি স্কুল থেকেই স্কাউটের কার্যক্রম শুরু হোক। তাতে ছেলে মেয়েদের মধ্যে আত্মবিশ্বাস গড়ে ওঠবে। এই অভ্যাসের ফলে তাদের চরিত্র গঠনে বিরাট অবদান রাখবে। কারণ দেশ সম্পর্কে তার ভালবাসা বাড়বে, পাশাপাশি মানুষের প্রতি দায়বদ্ধতা ও ভালবাসা বাড়বে। পরবর্তীকালে অভিভাবক থেকে শুরু করে প্রতিবেশীদের প্রতি, দেশের প্রতি, জাতির প্রতি দায়বদ্ধতা পালনে প্রচেষ্টা চালাবে। এই মানসিকতা গড়ে ওঠলে আমাদের দেশ এগিয়ে যাবে, দেশের মানুষ আরো উন্নত হবে।’ জেলার মোট ৫৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪৪০জন শিক্ষার্থী এই কাব কাম্পুরীতে অংশগ্রহন করেছে। ৬ দিনের কর্মসূচি শেষে ১লা মার্চ সকালে কাব স্কাউটরা কাম্পুরি প্রাঙ্গন ত্যাগ করবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

প্রতিটি প্রাইমারি স্কুল থেকেই স্কাউটের কার্যক্রম শুরু হোক

আপলোড টাইম : ০৯:৪৮:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৮

৯ম চুয়াডাঙ্গা জেলা কাব কাম্পুরির উদ্বোধনকালে জেলা প্রশাসক
এস এম শাফায়েত: চুয়াডাঙ্গা জেলা স্টেডিয়ামে ৬ দিন ব্যাপি ৯ম চুয়াডাঙ্গা জেলা কাব কাম্পুরী উদ্বোধন করা হয়েছে গতকাল সোমবার সকাল ১০ টায়। বাংলাদেশ স্কাউটস চুয়াডাঙ্গা জেলা শাখার আয়োজনে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে কাম্পুরির শুভ উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার নীখিল চন্দ্র, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও ক্যাম্প চিফ সাইফুল ইসলাম, জেলা স্কাউটস সম্পাদক আব্দুল হান্নান। উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ স্কাউটস’র সহকারী লিডার ট্রেনার শাহনেওয়াজ ফারুক। এর আগে উপস্থিত অতিথিবৃন্দ জাতীয় পতাকা, স্কাউটস পতাকা ও ক্যাম্প পতাকা উত্তোলনের মাধ্যমে কাম্পুরির উদ্বোধন করেন। ৬ দিনব্যাপী ৯ম জেলা কাব কাম্পুরি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ বলেন, ‘আমরা চাই আমাদের প্রতিটি প্রাইমারি স্কুল থেকেই স্কাউটের কার্যক্রম শুরু হোক। তাতে ছেলে মেয়েদের মধ্যে আত্মবিশ্বাস গড়ে ওঠবে। এই অভ্যাসের ফলে তাদের চরিত্র গঠনে বিরাট অবদান রাখবে। কারণ দেশ সম্পর্কে তার ভালবাসা বাড়বে, পাশাপাশি মানুষের প্রতি দায়বদ্ধতা ও ভালবাসা বাড়বে। পরবর্তীকালে অভিভাবক থেকে শুরু করে প্রতিবেশীদের প্রতি, দেশের প্রতি, জাতির প্রতি দায়বদ্ধতা পালনে প্রচেষ্টা চালাবে। এই মানসিকতা গড়ে ওঠলে আমাদের দেশ এগিয়ে যাবে, দেশের মানুষ আরো উন্নত হবে।’ জেলার মোট ৫৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪৪০জন শিক্ষার্থী এই কাব কাম্পুরীতে অংশগ্রহন করেছে। ৬ দিনের কর্মসূচি শেষে ১লা মার্চ সকালে কাব স্কাউটরা কাম্পুরি প্রাঙ্গন ত্যাগ করবে।