ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

প্রতিটি অসহায় পরিবারকে গৃহ নির্মাণ করে দিচ্ছে সরকার

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:১৭:৩২ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০১৯
  • / ৩২২ বার পড়া হয়েছে

মেহেরপুরে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন
মেহেরপুর অফিস:
মেহেরপুরে ঘুর্ণিঝড় ও কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ঢেউটিন এবং নগদ অর্থ বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের হাতে ঢেউটিন ও নগদ অর্থ তুলে দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আতাউল গনি, পুলিশ সুপার এস এম মুরাদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইবাদত হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. তৌফিকুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদা ইসলাম প্রমুখ।
এ সময় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, সরকার সব সময় অসহায় মানুষের পাশে আছে। তাদের জন্য চালু করেছে বিধবা ভাতা ও বয়স্ক ভাতা। এখন প্রতিটি অসহায় পরিবারকে গৃহ নির্মাণ করে দিচ্ছে। সমাজে কোনো মানুষ যাতে পিছিয়ে না পড়ে, সে লক্ষ্যে কাজ করছে সরকার।
এ বিতরণ অনুষ্ঠানে ৩৬ জনকে ৩৯ বান্ডিল টিন এবং ১ লাখ ১৭ হাজার টাকা প্রদান করা হয়। জেলায় অসহায় ও ঝড়ে ক্ষতিগ্রস্ত ৩৫০ পরিবারের মধ্যে পর্যায়ক্রমে ৩৫০ বান্ডিল টিন ও ১০ লাখ ৫০ হাজার টাকা প্রদান করা হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

প্রতিটি অসহায় পরিবারকে গৃহ নির্মাণ করে দিচ্ছে সরকার

আপলোড টাইম : ১০:১৭:৩২ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০১৯

মেহেরপুরে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন
মেহেরপুর অফিস:
মেহেরপুরে ঘুর্ণিঝড় ও কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ঢেউটিন এবং নগদ অর্থ বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের হাতে ঢেউটিন ও নগদ অর্থ তুলে দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আতাউল গনি, পুলিশ সুপার এস এম মুরাদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইবাদত হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. তৌফিকুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদা ইসলাম প্রমুখ।
এ সময় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, সরকার সব সময় অসহায় মানুষের পাশে আছে। তাদের জন্য চালু করেছে বিধবা ভাতা ও বয়স্ক ভাতা। এখন প্রতিটি অসহায় পরিবারকে গৃহ নির্মাণ করে দিচ্ছে। সমাজে কোনো মানুষ যাতে পিছিয়ে না পড়ে, সে লক্ষ্যে কাজ করছে সরকার।
এ বিতরণ অনুষ্ঠানে ৩৬ জনকে ৩৯ বান্ডিল টিন এবং ১ লাখ ১৭ হাজার টাকা প্রদান করা হয়। জেলায় অসহায় ও ঝড়ে ক্ষতিগ্রস্ত ৩৫০ পরিবারের মধ্যে পর্যায়ক্রমে ৩৫০ বান্ডিল টিন ও ১০ লাখ ৫০ হাজার টাকা প্রদান করা হবে।